স্রোতের বাইরের শিল্পীদের নিয়ে কনসার্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫
     ৫:৫৮ পূর্বাহ্ণ

স্রোতের বাইরের শিল্পীদের নিয়ে কনসার্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ | ৫:৫৮ 57 ভিউ
গত দুই দশকে রিয়েলিটি শোর আয়োজন ছিল চোখে পড়ার মতো। যার মাধ্যমে অসংখ্য কণ্ঠশিল্পীকে শ্রোতাদের সামনে তুলে আনা হয়েছে। কিন্তু সেখানে আয়োজকদের এই বাণিজ্যিক ধারা ছিল স্পষ্ট। এরপরও সংগীত প্রতিভা অন্বেষণের এসব প্রতিযোগিতার সুবাদে অনেকে গানের ভুবনে নিজেদের পরিচিতি গড়ে নিতে পেরেছেন, কেউ আবার চলে গেছেন আড়ালে। কিন্তু এসব রিয়েলিটি শোর বাইরেও নিজের মতো করে সংগীতচর্চা ও সৃষ্টিতে মেতে ছিলেন অনেকে। অনলাইন ও সামাজিক মাধ্যমে নিজের কাজ তুলে ধরে প্রশংসাও কুড়িয়েছেন সংগীতপ্রেমীদের। তবু তারা থেকে গেছেন অন্তরালের শিল্পী ও সংগীতস্রষ্টার তালিকায়। আড়ালে থাকা তেমনই কয়েকজন শিল্পী ও সংগীতায়োজকদের নিয়ে আবার কনসার্টের আয়োজন করেছে আজব কারখানা। শিরোনাম ‘গানওয়ালাদের গান ২’। গত

বছর নভেম্বরে অনুষ্ঠিত হয়েছিল এই শিল্পী ও সংগীত রচয়িতাদের নিয়ে আয়োজিত ধারাবাহিক কনসার্ট ‘গানওয়ালাদের গান’-এর প্রথম পর্ব। যেখানে গানে গানে দর্শক মনোযোগ কেড়েছিলেন কণ্ঠশিল্পী, গীতিকবি, সুরকার ও সংগীতায়োজক লিমন, জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি, সভ্যতা, সুহৃদ স্বাগত, শুভ ও ব্যান্ড কাকতাল। একই ভাবনা নিয়ে কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা এবার তুলে ধরতে যাচ্ছে তাদের দ্বিতীয় পর্বের আয়োজন। আগামী ৩১ অক্টোবর রাজধানীর বনানীর ‘যাত্রা বিরতি’ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হবে ‘গানওয়ালাদের গান ২’ কনসার্ট। বিকেল ৫টা থেকে শুরু হবে এ আয়োজন। চলবে রাত ৯টা পর্যন্ত। এবারের পর্বে গানে গানে নিজেদের অভিনব ও ব্যতিক্রমী সৃষ্টি তুলে ধরবেন কণ্ঠশিল্পী, গীতিকবি, সুরকার ও সংগীতায়োজক অটামনাল মুন,

লাবিক কামাল, খৈয়াম সানু সন্ধি, অ্যাঞ্জেল নূর, সোহান আলী, সাহস মোস্তাফিজ, নাহিদ হাসান ও সাদী মোহাম্মদ শাহনেওয়াজ। আয়োজকরা জানান, কনসার্টে অংশ নেওয়া প্রতিটি শিল্পী গানের ভুবনে সম্ভাবনার স্বাক্ষর রেখে চলেছেন। যদিও তাদের আয়োজন নিয়ে ঘটা করে প্রচার-প্রচারণা হয় না, তবু সৃষ্টিতে তাদের দর্শন, ব্যতিক্রমী আয়োজন ও অনিন্দ্য গায়কি সংগীতবোদ্ধাদের প্রশংসা কুড়িয়ে চলেছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠিত ও তারকা শিল্পীদেরও অনেকে অটামনাল মুন, সন্ধির মতো সংগীত রচয়িতাদের কথা, সুর ও সংগীতায়োজন গান গেয়ে শ্রোতাদের মনে ছাপ ফেলেছেন। সে কারণে সংগীতপ্রেমীদের কাছে এই শিল্পীদের পরিচয় করিয়ে দিতেই এই ধারাবাহিক কনসার্টের আয়োজন। দর্শক নির্দিষ্ট মূল্যের টিকিট সংগ্রহ করে কনসার্ট উপভোগ করতে পারবেন এবং

টিকিটে শিক্ষার্থীদের বিশেষ ছাড় বলেও আয়োজকরা জানান। ‘গানওয়ালাদের গান ২’ কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানার কর্ণধার শিল্পী ও সংগীতায়োজক জয় শাহরিয়ার বলেন ‘বড় তারকাদের নিয়ে কনসার্ট নিয়মিত হচ্ছে। কিন্তু তাদের বাইরেও যে অনেকে ভালো করছেন, সেটা দর্শক-শ্রোতার নজরে আনা উচিত। সেই ভাবনা থেকেই ‘গানওয়ালাদের গান’ কনসার্টের পরিকল্পনা। যারা গান লিখে, সুর করে নিজেরাই গাইছেন– এমন কয়েকজন শিল্পীকে নিয়েই পুরো আয়োজনটি সাজানো হচ্ছে। খেয়াল করলে দেখবেন, এই ধারাবাহিক কনসার্টে অংশ নেওয়া প্রতিটি শিল্পী যখনই যতটুকু সুযোগ পেয়েছেন, সেখানে নিজের সেরাটা তুলে ধরার চেষ্টা করেছেন। শ্রোতা মনে ছাপ ফেলেছেন ভিন্ন আঙ্গিকের পরিবেশনা আর সৃষ্টিতে নিজস্ব দর্শন ও নতুনত্ব তুলে ধরার মধ্য

দিয়ে। অথচ পরিচিতির জায়গায় সস্তা জনপ্রিয় গানের শিল্পীদের ভিড়ে তারা অনেকটা পিছিয়ে আছেন। এটা একজন শিল্পী হিসেবে আমাকেও পীড়া দেয়। দায় অনুভব করায়, তাদের জন্য কিছু করার। এ কারণে কনসার্ট আয়োজনে লাভ-লোকসানের হিসাব না কষে সৃজনশীল আয়োজন তুলে ধরার উদ্যোগ নিয়েছে আজব কারখানা। ‘গানওয়ালাদের গান’ সেই উদ্যোগের ফসল হিসেবে উল্লেখ করছি আমরা।’ এদিকে ‘গানওয়ালাদের গান ২’ কনসার্টের শিল্পী ও আয়োজকরা আরও বেশ কিছু আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অটামনাল মুন এখন ব্যস্ত সময় পার করছেন নন্দিত গীতিকবি, সুরকার, স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের ‘একক নির্ঝরের গান’ প্রকল্পের একাধিক অ্যালবামের সংগীতায়োজন নিয়ে। সম্প্রতি তাঁর প্রকাশিত হয়েছে চার কণ্ঠশিল্পীর গাওয়া

বাংলা ব্লুজ গানের মিশ্র অ্যালবাম ‘বুঝলাম’। লাবিক কামাল বিভিন্ন সংগীতায়োজনে অংশ নেওয়ার মধ্য দিয়ে তাঁর শিল্পীসত্তাকে খুশি রাখার চেষ্টা করে যাচ্ছেন। খৈয়াম সানু সন্ধি কয়েক বছর ধরে ব্যস্ত বিভিন্ন নাটক ও বিজ্ঞাপনের সংগীতায়োজন ও প্লেব্যাক নিয়ে। পাশাপাশি বেশ কিছু তারকাশিল্পীর জন্য একক ও দ্বৈত গান তৈরির মধ্য দিয়ে শ্রোতাদের মনোযোগ কেড়েছেন। অন্যদিকে অ্যাঞ্জেল নূর সাম্প্রতিক সময়ে দর্শক-শ্রোতার মনোযোগ কেড়েছেন তাঁর ব্যতিক্রমী গানের আয়োজন ও পরিবেশনার মধ্য দিয়ে। একইভাবে শিল্পী সোহান আলী, সাহস মোস্তাফিজ, নাহিদ হাসান ও সাদী মোহাম্মদ শাহনেওয়াজ নিজ নিজ কাজের মধ্য দিয়ে রেখে চলেছেন সময়ের ছাপ। তাই এক মঞ্চে এই ৮ শিল্পীর পরিবেশনা শুনতে পাওয়া অন্যরকম এক অনুভূতি

এনে দেবে বলে মত আয়োজক ও সংগীতপ্রেমীদের অনেকের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যে দেশে একাত্তরে তিরিশ লাখ মানুষ শহীদ হলো, সেখানে এখন পাকিস্তানের পতাকা কীভাবে ওড়ে? উগ্রপন্থী ওসমান হাদির কফিনে পতাকা থাকলেও ছিল না সুদানে নিহত সেনাদের কফিনে নজরুল-জয়নুল-কামরুল বনাম ছাপড়ি টোকাই হাদি: এ লজ্জা কোথায় রাখি! প্রেস সচিব শফিকের উস্কানিতে গণমাধ্যমের স্বাধীনতা চরম সংকটে মার্কিন পরিকল্পনায় নির্বাচন বানচালের দ্বারপ্রান্তে জামায়াত আওয়ামী লীগ মাঠে নামলে আমরা রিকশাওয়ালারাও নামবো” — রিকশাচালক যারা লুটপাট, হাত কাটা, পা কাটা, চোখ তোলা, নির্যাতন করে, নারীদের ধর্ষণ করে তারা কি বেহেশতে যাবে?” –জননেত্রী শেখ হাসিনা ভোট আওয়ামী লীগকেই দিবো, আর কাকে দিবো? শেখ হাসিনাকে আবারো চাই” –জনমত হাদির হত্যাকারী ভারতের পালিয়ে গেছে এমন কোনো প্রমাণ নেই। অবৈধ সরকারের উপদেষ্টা, সমন্বয়ক,রাতারাতি তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে কোটিপতি হয়ে গেছে বাংলাদেশের সংস্কৃতির মেরুদণ্ড ভাঙার এক নির্লজ্জ প্রচেষ্টা সরকার আসবে এবং যাবে, কিন্তু বাংলাদেশকে আমরা ‘দুর্বৃত্ত রাষ্ট্রে’ (Rogue Nation) পরিণত হতে দেব না বাংলাদেশে হিংসার নেপথ্যে পাকিস্তানের ‘ঢাকা সেল’? ভারতের গোয়েন্দা রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য কারা হেফাজতে ফের মৃত্যু: বিনা চিকিৎসায় আ.লীগ নেতাকে ‘পরিকল্পিত হত্যার’ অভিযোগ গণমাধ্যমের বর্তমান ভূমিকা ও দেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন শেখ হাসিনা: ‘আমার সময়ে সমালোচনার পূর্ণ স্বাধীনতা ছিল’ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ! ৭১-এর যুদ্ধে লড়া ব্যাটেলিয়ন মোতায়েন ত্রিপুরায় ধর্ম অবমাননা’র গুজবে সংখ্যালঘু নিধন: বিচারহীনতার সংস্কৃতি ও মব জাস্টিসের ভয়াবহ বিস্তার ছাত্রনেতার মুখোশে গুন্ডামি: রাকসু জিএসের ‘সন্ত্রাসী’ আস্ফালন খুলনায় এনসিপির বিভাগীয় প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ ‘মৌলবাদীরা ভারত-বিদ্বেষ উসকে দেওয়ার চেষ্টা করছে’: টাইমস অফ ইন্ডিয়াকে রোকেয়া প্রাচী