স্রোতের বাইরের শিল্পীদের নিয়ে কনসার্ট – ইউ এস বাংলা নিউজ




স্রোতের বাইরের শিল্পীদের নিয়ে কনসার্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ | ৫:৫৮ 13 ভিউ
গত দুই দশকে রিয়েলিটি শোর আয়োজন ছিল চোখে পড়ার মতো। যার মাধ্যমে অসংখ্য কণ্ঠশিল্পীকে শ্রোতাদের সামনে তুলে আনা হয়েছে। কিন্তু সেখানে আয়োজকদের এই বাণিজ্যিক ধারা ছিল স্পষ্ট। এরপরও সংগীত প্রতিভা অন্বেষণের এসব প্রতিযোগিতার সুবাদে অনেকে গানের ভুবনে নিজেদের পরিচিতি গড়ে নিতে পেরেছেন, কেউ আবার চলে গেছেন আড়ালে। কিন্তু এসব রিয়েলিটি শোর বাইরেও নিজের মতো করে সংগীতচর্চা ও সৃষ্টিতে মেতে ছিলেন অনেকে। অনলাইন ও সামাজিক মাধ্যমে নিজের কাজ তুলে ধরে প্রশংসাও কুড়িয়েছেন সংগীতপ্রেমীদের। তবু তারা থেকে গেছেন অন্তরালের শিল্পী ও সংগীতস্রষ্টার তালিকায়। আড়ালে থাকা তেমনই কয়েকজন শিল্পী ও সংগীতায়োজকদের নিয়ে আবার কনসার্টের আয়োজন করেছে আজব কারখানা। শিরোনাম ‘গানওয়ালাদের গান ২’। গত

বছর নভেম্বরে অনুষ্ঠিত হয়েছিল এই শিল্পী ও সংগীত রচয়িতাদের নিয়ে আয়োজিত ধারাবাহিক কনসার্ট ‘গানওয়ালাদের গান’-এর প্রথম পর্ব। যেখানে গানে গানে দর্শক মনোযোগ কেড়েছিলেন কণ্ঠশিল্পী, গীতিকবি, সুরকার ও সংগীতায়োজক লিমন, জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি, সভ্যতা, সুহৃদ স্বাগত, শুভ ও ব্যান্ড কাকতাল। একই ভাবনা নিয়ে কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা এবার তুলে ধরতে যাচ্ছে তাদের দ্বিতীয় পর্বের আয়োজন। আগামী ৩১ অক্টোবর রাজধানীর বনানীর ‘যাত্রা বিরতি’ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হবে ‘গানওয়ালাদের গান ২’ কনসার্ট। বিকেল ৫টা থেকে শুরু হবে এ আয়োজন। চলবে রাত ৯টা পর্যন্ত। এবারের পর্বে গানে গানে নিজেদের অভিনব ও ব্যতিক্রমী সৃষ্টি তুলে ধরবেন কণ্ঠশিল্পী, গীতিকবি, সুরকার ও সংগীতায়োজক অটামনাল মুন,

লাবিক কামাল, খৈয়াম সানু সন্ধি, অ্যাঞ্জেল নূর, সোহান আলী, সাহস মোস্তাফিজ, নাহিদ হাসান ও সাদী মোহাম্মদ শাহনেওয়াজ। আয়োজকরা জানান, কনসার্টে অংশ নেওয়া প্রতিটি শিল্পী গানের ভুবনে সম্ভাবনার স্বাক্ষর রেখে চলেছেন। যদিও তাদের আয়োজন নিয়ে ঘটা করে প্রচার-প্রচারণা হয় না, তবু সৃষ্টিতে তাদের দর্শন, ব্যতিক্রমী আয়োজন ও অনিন্দ্য গায়কি সংগীতবোদ্ধাদের প্রশংসা কুড়িয়ে চলেছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠিত ও তারকা শিল্পীদেরও অনেকে অটামনাল মুন, সন্ধির মতো সংগীত রচয়িতাদের কথা, সুর ও সংগীতায়োজন গান গেয়ে শ্রোতাদের মনে ছাপ ফেলেছেন। সে কারণে সংগীতপ্রেমীদের কাছে এই শিল্পীদের পরিচয় করিয়ে দিতেই এই ধারাবাহিক কনসার্টের আয়োজন। দর্শক নির্দিষ্ট মূল্যের টিকিট সংগ্রহ করে কনসার্ট উপভোগ করতে পারবেন এবং

টিকিটে শিক্ষার্থীদের বিশেষ ছাড় বলেও আয়োজকরা জানান। ‘গানওয়ালাদের গান ২’ কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানার কর্ণধার শিল্পী ও সংগীতায়োজক জয় শাহরিয়ার বলেন ‘বড় তারকাদের নিয়ে কনসার্ট নিয়মিত হচ্ছে। কিন্তু তাদের বাইরেও যে অনেকে ভালো করছেন, সেটা দর্শক-শ্রোতার নজরে আনা উচিত। সেই ভাবনা থেকেই ‘গানওয়ালাদের গান’ কনসার্টের পরিকল্পনা। যারা গান লিখে, সুর করে নিজেরাই গাইছেন– এমন কয়েকজন শিল্পীকে নিয়েই পুরো আয়োজনটি সাজানো হচ্ছে। খেয়াল করলে দেখবেন, এই ধারাবাহিক কনসার্টে অংশ নেওয়া প্রতিটি শিল্পী যখনই যতটুকু সুযোগ পেয়েছেন, সেখানে নিজের সেরাটা তুলে ধরার চেষ্টা করেছেন। শ্রোতা মনে ছাপ ফেলেছেন ভিন্ন আঙ্গিকের পরিবেশনা আর সৃষ্টিতে নিজস্ব দর্শন ও নতুনত্ব তুলে ধরার মধ্য

দিয়ে। অথচ পরিচিতির জায়গায় সস্তা জনপ্রিয় গানের শিল্পীদের ভিড়ে তারা অনেকটা পিছিয়ে আছেন। এটা একজন শিল্পী হিসেবে আমাকেও পীড়া দেয়। দায় অনুভব করায়, তাদের জন্য কিছু করার। এ কারণে কনসার্ট আয়োজনে লাভ-লোকসানের হিসাব না কষে সৃজনশীল আয়োজন তুলে ধরার উদ্যোগ নিয়েছে আজব কারখানা। ‘গানওয়ালাদের গান’ সেই উদ্যোগের ফসল হিসেবে উল্লেখ করছি আমরা।’ এদিকে ‘গানওয়ালাদের গান ২’ কনসার্টের শিল্পী ও আয়োজকরা আরও বেশ কিছু আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অটামনাল মুন এখন ব্যস্ত সময় পার করছেন নন্দিত গীতিকবি, সুরকার, স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের ‘একক নির্ঝরের গান’ প্রকল্পের একাধিক অ্যালবামের সংগীতায়োজন নিয়ে। সম্প্রতি তাঁর প্রকাশিত হয়েছে চার কণ্ঠশিল্পীর গাওয়া

বাংলা ব্লুজ গানের মিশ্র অ্যালবাম ‘বুঝলাম’। লাবিক কামাল বিভিন্ন সংগীতায়োজনে অংশ নেওয়ার মধ্য দিয়ে তাঁর শিল্পীসত্তাকে খুশি রাখার চেষ্টা করে যাচ্ছেন। খৈয়াম সানু সন্ধি কয়েক বছর ধরে ব্যস্ত বিভিন্ন নাটক ও বিজ্ঞাপনের সংগীতায়োজন ও প্লেব্যাক নিয়ে। পাশাপাশি বেশ কিছু তারকাশিল্পীর জন্য একক ও দ্বৈত গান তৈরির মধ্য দিয়ে শ্রোতাদের মনোযোগ কেড়েছেন। অন্যদিকে অ্যাঞ্জেল নূর সাম্প্রতিক সময়ে দর্শক-শ্রোতার মনোযোগ কেড়েছেন তাঁর ব্যতিক্রমী গানের আয়োজন ও পরিবেশনার মধ্য দিয়ে। একইভাবে শিল্পী সোহান আলী, সাহস মোস্তাফিজ, নাহিদ হাসান ও সাদী মোহাম্মদ শাহনেওয়াজ নিজ নিজ কাজের মধ্য দিয়ে রেখে চলেছেন সময়ের ছাপ। তাই এক মঞ্চে এই ৮ শিল্পীর পরিবেশনা শুনতে পাওয়া অন্যরকম এক অনুভূতি

এনে দেবে বলে মত আয়োজক ও সংগীতপ্রেমীদের অনেকের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ব বাজার থেকে রাশিয়ার তেল-গ্যাস হটানোর ঘোষণা ইউক্রেনের মিত্রদের একই মাদ্রাসার ৫ শিক্ষার্থীকে বলাৎকার, জানাজানি হতেই পালালেন হাফেজ নতুন চুক্তির পরদিনই মেসির ঝলক আইডিএমসি ও আইওএম: আন্দোলনের নামে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর সহিংসতা, বাড়িছাড়া লাখো নেতাকর্মী ৯ বিলিয়ন ডলারের বিশাল বরাদ্দ: আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী ডিপি ওয়ার্ল্ড দায়িত্ব নেয়ার আগেই বন্দরে কন্টেইনারের হ্যান্ডলিং চার্জ বাড়লো প্রায় ২৩ হাজার টাকা টাঙ্গাইলে ৩৮০ পিস ইয়াবাসহ শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আটক ত্রিমুখী কৌশলে রাজনীতির মাঠে সক্রিয় হতে যাচ্ছে যুবলীগ আওয়ামী লীগ নেতা লিটনের ব্যবসা-টেন্ডারে ভাগ চান এনসিপি নেত্রী মিশমা, ফোনালাপ ফাঁস অর্থনীতিতে স্থবিরতা, বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা অর্থনীতিতে বহুমাত্রিক চাপ: ভেঙে পড়ছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, চোখে অন্ধকার সাধারণ মানুষের বিদেশি বিনিয়োগে ধস: তিন মাসে কমেছে ৬২ শতাংশ সকাল না সন্ধ্যা- কখন হাঁটা বেশি উপকারী? যুবককে নির্যাতনের পর মাথা ন্যাড়া, ভিডিও ভাইরাল কালশীতে বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে একদিকে এনসিপির সমন্বয় সভা, অন্যদিকে দুই গ্রুপের সংঘর্ষ কক্সবাজার বিমানবন্দরের ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি স্থগিত নবীনগরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হলো ঢাকায় পারমাণবিক শক্তিতে চীন কীভাবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলছে এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৬৮ জন