
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

ঢাকায় আরেকটি জাপানি সিনেমা

সালমান শাহ: ২৯ বছর পর হত্যা মামলা, রহস্যের জট খুলছে না কেন

অডিশন ছাড়াই শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় তাসনিয়া ফারিণ

সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা, স্ত্রী সামিরাসহ আসামি ১১

প্রতারণার অভিযোগে মুখ খুললেন তানজিন তিশা

এবার দীঘির সঙ্গে জুটি বাঁধছেন বাপ্পারাজ

১৬ মাসের অন্তঃসত্ত্বা সোনাক্ষী!
অস্ট্রেলিয়ায় ‘বীরাঙ্গনার বয়ান’ মঞ্চস্থ: মুক্তিযুদ্ধে নারীদের অদম্য সাহসের আখ্যান

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক মঞ্চনাটক ‘বীরাঙ্গনার বয়ান’, যেখানে তুলে ধরা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নির্যাতিত ও যোদ্ধা নারীদের হৃদয়স্পর্শী কাহিনি।
নাটকটি রচনা করেছেন বাংলাদেশের নাট্যকার রওশন জান্নাত রোশনি। এতে অভিনয় ও পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নাট্যশিল্পী পাপিয়া রায়। সঙ্গীত পরিচালনা করেছেন বন্দন মিশ্র, প্রযোজনায় ছিলেন বিবেক জ্যোতি রায়।
গত ১২ই অক্টোবর সন্ধ্যায় ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের (UQ) Hawken Engineering Building Learning Theatre-এ আয়োজিত এই নাটকটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।
‘বীরাঙ্গনার বয়ান’-এ মহান মুক্তিযুদ্ধে যে নারীরা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর দ্বারা সম্ভ্রম হারিয়েও থেমে যাননি, বরং দেশ মাতৃকার জন্য তাঁদের অদম্য সাহস ও বীরত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা
সংগ্রামে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তাঁদের জীবনালেখ্য ফুটে উঠেছে মঞ্চে। এক প্রবাসী দর্শক তার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, “নাটকটি দেখে মনে হলো জীবনের শ্রেষ্ঠ ও সময়োপযোগী পরিবেশনা দেখলাম। একাত্তরের ১৬ই ডিসেম্বর ভোরে রংপুর টাউন হলের পেছনে আমি স্বচক্ষে দেখেছিলাম এমন অনেক বীরাঙ্গনার নিথর দেহ। আজ সেই বিষাদময় স্মৃতি আবার ফিরে এলো।” নাটক শেষে দর্শকদের চোখে ছিল অশ্রু ও গর্বের ঝিলিক। অনেকেই বলেন, এই নাটক শুধু শিল্প নয়, বরং ইতিহাসের প্রতি শ্রদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ। আয়োজনটিতে সহায়তা করেছে University of Queensland Bangladesh Association (UQBDA)।
সংগ্রামে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তাঁদের জীবনালেখ্য ফুটে উঠেছে মঞ্চে। এক প্রবাসী দর্শক তার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, “নাটকটি দেখে মনে হলো জীবনের শ্রেষ্ঠ ও সময়োপযোগী পরিবেশনা দেখলাম। একাত্তরের ১৬ই ডিসেম্বর ভোরে রংপুর টাউন হলের পেছনে আমি স্বচক্ষে দেখেছিলাম এমন অনেক বীরাঙ্গনার নিথর দেহ। আজ সেই বিষাদময় স্মৃতি আবার ফিরে এলো।” নাটক শেষে দর্শকদের চোখে ছিল অশ্রু ও গর্বের ঝিলিক। অনেকেই বলেন, এই নাটক শুধু শিল্প নয়, বরং ইতিহাসের প্রতি শ্রদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ। আয়োজনটিতে সহায়তা করেছে University of Queensland Bangladesh Association (UQBDA)।