হামাস প্রধানসহ ৬ সদস্যের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের – ইউ এস বাংলা নিউজ




হামাস প্রধানসহ ৬ সদস্যের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ | ২:৫৬ 142 ভিউ
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারসহ ছয়জনের বিরুদ্ধে গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালানোসহ বিভিন্ন অপরাধে ফৌজদারি মামলা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন হামাসের সাবেক প্রধান প্রয়াত ইসমাইল হানিয়া, মারওয়ান ইসা, খালেদ মেশাল, মোহাম্মদ দেইফ এবং আলি বারাকা। তাদের মধ্যে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হতে পারেন। আর সিনওয়ার সম্ভবত গাজার নিচে কোনো টানেলের লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলাবর এক ভিডিও বার্তায় মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, হামাসের ছয় নেতার বিরুদ্ধে সাতটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে মার্কিন নাগরিকদের হত্যা, সন্ত্রাসবাদের অর্থায়নের ষড়যন্ত্র এবং গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন

বিচার বিভাগ বলছে, মার্কিন নাগরিকদের হত্যা, সন্ত্রাসবাদে অর্থায়নের ষড়যন্ত্র এবং গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারসহ সাতটি অভিযোগে হামাসের ছয় সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া, হামাসের কয়েক দশকের কথিত হামলার পাশাপাশি গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে চালানো নজিরবিহীন হামলার ঘটনাও রয়েছে। গত ৭ অক্টোবরের হামলার মূল হোতাদের জবাবদিহির জন্য মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার প্রথম পদক্ষেপ এটি। যদিও এ অভিযোগে অভিযুক্ত তিন হামাস সদস্য এরই মধ্যে মারা গেছেন। আর, হামাস নেতা সিনওয়ার গাজায় কোনো সুড়ঙ্গে লুকিয়ে আছেন বলে ধারণা করা হয়। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, আসামিরা মার্কিন নাগরিকদের হত্যা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিপন্ন করার জন্য দেশব্যাপী

প্রচারাভিযানের অর্থায়ন ও পরিচালনার জন্য দায়ী। এই গোষ্ঠীটি ইসরাইলকে ধ্বংস করার লক্ষ্যে বেসামরিক লোকদের হত্যা করার জন্য হামাসের প্রচেষ্টাকে নেতৃত্ব দিয়েছে। তিনি গত ৭ অক্টোবরের ইসরাইলে হামলার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘হলোকাস্টের পর ইহুদিদের ওপর চালানো মারাত্মক এ হামলায় বেশকটি পরিবারের সব সদস্যকে হত্যা করেছে হামাস। তারা বয়স্কদের, এমনকি ছোট শিশুদেরও হত্যা করেছে। তারা নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতাকে অস্ত্র বানিয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুষারের ‘নগ্ন ভিডিও’ ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার বিসিবির প্রধান কিউরেটর পদে হেমিং, গামিনীকে নিয়ে যা জানা গেল ‘বাংলাদেশের এক বাঁহাতি স্পিনার অনেক গালি দিয়েছিল’ সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৭ আসামির দুই দিনের রিমান্ড ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: সিইসি কল্লা শহীদ মাজারে ওরস শুরু রোববার সরকারি দপ্তরে পদবি ও বেতন বৈষম্যের প্রতিবাদে লালকার্ড প্রদর্শন পবিপ্রবির দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ শিবচরে এনসিপি’র চার নেতার পদত্যাগ বন্ধু বদল করলেন মোদি! ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ডেঙ্গু ও চিকুনগুনিয়া কি একসঙ্গে হতে পারে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা ইসরাইলের, নিহত ২৪৫ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র ৩৩ বছর বয়সেই রাষ্ট্রদূত কে এই ড. নাজমুল? তফশিল ঘোষণা কবে, জানালেন সিইসি সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার স্বাধীনের বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার দুই শি-ট্রাম্প কূটনীতিতে ধাক্কা খেয়ে চাপে মোদি জিমে ঘাম ঝরাচ্ছেন ৭০ বছরের বৃদ্ধা, জানালেন ফিট থাকার রহস্য