নতুন চুক্তির পরদিনই মেসির ঝলক – ইউ এস বাংলা নিউজ




নতুন চুক্তির পরদিনই মেসির ঝলক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ | ৬:০৭ 22 ভিউ
বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির আরও একটি দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে এমএলএস কাপ সিরিজের প্রথম ম্যাচে ন্যাশভিল এসসি-কে পরাজিত করেছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে ৩-১ গোলের এই জয়ে ‘বেস্ট-অব-থ্রি’ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ফ্লোরিডার দলটি। ম্যাচের আগে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করার স্বীকৃতিস্বরূপ গোল্ডেন বুট পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কার গ্রহণের পরই মাঠে নিজের জাত চেনালেন মেসি। ম্যাচের ১৯তম মিনিটেই লুইস সুয়ারেজের পাসে ডাইভিং হেডে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টাইন জাদুকর। সার্জিও বুসকেটস এবং রদ্রিগো ডি পলের চমৎকার বোঝাপড়ার পর এই গোলটি আসে। ৬২তম মিনিটে ইয়ান ফ্রের ক্রস থেকে হেডে গোল করে মায়ামি-কে

২-০ তে এগিয়ে দেন তাদেও আয়েন্দে। এরপর দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের নয় মিনিটের মাথায় দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। জর্ডি আলবার শট ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস ঠিকমতো ঠেকাতে ব্যর্থ হলে সুযোগসন্ধানী মেসি বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন। স্টপেজ টাইমের শেষ দিকে হেনি মুখতার একটি গোল শোধ করলেও তা শুধু ব্যবধানই কমায়। মেসির সঙ্গে আগের দিন নতুন করে তিন বছরের চুক্তি করেছে মায়ামি। চুক্তির পরদিনই জ্বলে উঠলেন এই তারকা। মায়ামি কোচ মাশচেরানো সিরিজ জয় নিশ্চিত করতে দ্বিতীয় ম্যাচের আগেও দলকে সতর্ক করেছেন। তিনি বলেন, “ন্যাশভিলের খেলার ধরন খুবই বিপজ্জনক। আমরা আগের ম্যাচের চেয়ে অনেক পরিবর্তন এনেছি, তবে এতেই সন্তুষ্ট থাকলে চলবে

না।” এই জয়টি এসেছে মেসির ২০২৮ সাল পর্যন্ত তিন বছরের নতুন চুক্তি স্বাক্ষরের ঠিক পরেই। আগামী ১ নভেম্বর ন্যাশভিলের মাঠে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরাফাত: বিএনপি স্বেচ্ছায় অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগের আমলে সকল নির্বাচন ছিল অন্তর্ভুক্তিমূলক চাহিদার ধারাবাহিক পতনে বন্ধপ্রায় উৎপাদন, সিমেন্ট কারখানায় ৭০% কর্মী ঘাটতি ৯ বিলিয়ন ডলারের বিশাল বরাদ্দ: আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অর্থনীতিতে বহুমাত্রিক চাপ: ভেঙে পড়ছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, চোখে অন্ধকার সাধারণ মানুষের নাসিকের প্রশাসকের গুরুদায়িত্বে প্রেস সচিবের ছোট ভাই! মোহাম্মদ এ. আরাফাত: সরকারি আদেশে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া অবৈধ জুলাই-মামলার আসামি ইরেশ যাকের: বিদেশে পালানো এবং মামলা থেকে অব্যাহতি, নেপথ্যে প্রভাব ও অর্থের খেলা বিশ্ব বাজার থেকে রাশিয়ার তেল-গ্যাস হটানোর ঘোষণা ইউক্রেনের মিত্রদের একই মাদ্রাসার ৫ শিক্ষার্থীকে বলাৎকার, জানাজানি হতেই পালালেন হাফেজ নতুন চুক্তির পরদিনই মেসির ঝলক আইডিএমসি ও আইওএম: আন্দোলনের নামে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর সহিংসতা, বাড়িছাড়া লাখো নেতাকর্মী ৯ বিলিয়ন ডলারের বিশাল বরাদ্দ: আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী ডিপি ওয়ার্ল্ড দায়িত্ব নেয়ার আগেই বন্দরে কন্টেইনারের হ্যান্ডলিং চার্জ বাড়লো প্রায় ২৩ হাজার টাকা টাঙ্গাইলে ৩৮০ পিস ইয়াবাসহ শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আটক ত্রিমুখী কৌশলে রাজনীতির মাঠে সক্রিয় হতে যাচ্ছে যুবলীগ আওয়ামী লীগ নেতা লিটনের ব্যবসা-টেন্ডারে ভাগ চান এনসিপি নেত্রী মিশমা, ফোনালাপ ফাঁস অর্থনীতিতে স্থবিরতা, বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা অর্থনীতিতে বহুমাত্রিক চাপ: ভেঙে পড়ছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, চোখে অন্ধকার সাধারণ মানুষের বিদেশি বিনিয়োগে ধস: তিন মাসে কমেছে ৬২ শতাংশ সকাল না সন্ধ্যা- কখন হাঁটা বেশি উপকারী?