ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার
সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন
শীতার্ত মানুষের জন্য আগামীকাল গাইবে চার ব্যান্ড
দুই সিনেমায় তমা মির্জা
৭২ বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল
বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা
গান গেয়েই আমি মানুষের ভালোবাসা পেয়েছি, তাই গানকেই লালন করতে চাই: সালমা
বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা কিছু দিন আগেই ব্যক্তিগতজীবনে ঝড় বয়ে যায়। সংসার জীবনে বিচ্ছেদ হয়েছে তার। যদিও এটাকে ঝড় ভাবতে নারাজ তিনি। এ সংগীতশিল্পী বলেন, জীবনে অনেক কিছুই ঘটবে। সেটাকে আঁকড়ে ধরে থাকলে জীবন চলবে না। জীবনকে বরং জীবনের মতোই চলতে দেওয়া উচিত।
সব কিছু কাটিয়ে এখন আগের চেয়ে আরও বেশি প্রত্যয়ী বলে জানিয়েছেন সালমা। তিনি বলেন, বাকি জীবন একাই পথ চলতে চান। নিজের মতো করে বাঁচতে চান। তাই এখন তার ভাবনাজুড়ে শুধুই গান আর গান। তিনি বলেন, গানে আগেও নিয়মিত ছিলেন, এখন আরও বেশি সময় দিচ্ছেন।
চার বছর আগে ইউটিউবে নিজের চ্যানেলে ‘পিরিতের ঘর’ শিরোনামের একটি গান
প্রকাশ করেছিলেন। সেই গানটি নতুন করে আবারও আলোচনায় এসেছে। এর গীতিকার তারেক আনন্দ একদিন আগে তার ফেসবুক আইডিতে গানটি নতুন করে শেয়ার করে লিখেছেন— ‘গানটা ধীরে ধীরে মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। সালমার কণ্ঠ সবসময় সুন্দর।’ জীবন ঘনিষ্ঠ এ গানটি সালমারও ভীষণ প্রিয় বলে জানিয়েছেন তিনি। এদিকে বর্তমানে স্টেজ শো নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন সালমা। শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজারে একটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করেন তিনি। এর আগে গান গেয়েছেন সাভারের আশুলিয়ায়। সালমা বলেন, এখন আসলে জীবন নিয়ে বিষদ পরিকল্পনা করি না, ভাবিও না। তিনি বলেন, আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন, সেভাবেই ভালো থাকার চেষ্টা করছি। আমি আমার সন্তানদের মানুষের
মতো মানুষ করতে চাই। আর বুকে লালন করতে চাই আমার গান। এ সংগীতশিল্পী বলেন, যেহেতু গান গেয়েই আমি মানুষের অপরিসীম ভালোবাসা পেয়েছি, তাই গানকেই লালন করে যেতে চাই। নতুন নতুন গান শ্রোতা-দর্শককে উপহার দিতে চাই। স্টেজ শোতেও গানে গানে মুগ্ধতা ছড়াতে চাই। গানের বাইরে আর কোনো ভাবনা নেই আমার। চলার পথে সবার সহযোগিতা চাই।
প্রকাশ করেছিলেন। সেই গানটি নতুন করে আবারও আলোচনায় এসেছে। এর গীতিকার তারেক আনন্দ একদিন আগে তার ফেসবুক আইডিতে গানটি নতুন করে শেয়ার করে লিখেছেন— ‘গানটা ধীরে ধীরে মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। সালমার কণ্ঠ সবসময় সুন্দর।’ জীবন ঘনিষ্ঠ এ গানটি সালমারও ভীষণ প্রিয় বলে জানিয়েছেন তিনি। এদিকে বর্তমানে স্টেজ শো নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন সালমা। শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজারে একটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করেন তিনি। এর আগে গান গেয়েছেন সাভারের আশুলিয়ায়। সালমা বলেন, এখন আসলে জীবন নিয়ে বিষদ পরিকল্পনা করি না, ভাবিও না। তিনি বলেন, আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন, সেভাবেই ভালো থাকার চেষ্টা করছি। আমি আমার সন্তানদের মানুষের
মতো মানুষ করতে চাই। আর বুকে লালন করতে চাই আমার গান। এ সংগীতশিল্পী বলেন, যেহেতু গান গেয়েই আমি মানুষের অপরিসীম ভালোবাসা পেয়েছি, তাই গানকেই লালন করে যেতে চাই। নতুন নতুন গান শ্রোতা-দর্শককে উপহার দিতে চাই। স্টেজ শোতেও গানে গানে মুগ্ধতা ছড়াতে চাই। গানের বাইরে আর কোনো ভাবনা নেই আমার। চলার পথে সবার সহযোগিতা চাই।



