ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫
     ৭:১৬ পূর্বাহ্ণ

ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ | ৭:১৬ 51 ভিউ
দোহা যেন শ্বাস ধরে তাকিয়ে ছিল শেষ বল পর্যন্ত। ২০ ওভারের লড়াই শেষে দু’দল সমান সমান, শেষ ওভারের শেষ বলে রান–সমতা, আর এরপর সুপার ওভারের স্মরণীয় রোমাঞ্চ—এশিয়া কাপ রাইজিং স্টার্স ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের স্বপ্ন শেষ পর্যন্ত গুঁড়িয়ে দিল পাকিস্তান শাহিন্স। মাত্র ৭ রানের লক্ষ্য তাড়া করে ট্রফি উঠল পাকিস্তানের হাতে। ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতটা হতে পারত লাল-সবুজের। শেষ ওভারে ৭ রান দরকার ছিল, হাতে মাত্র এক উইকেট। আবদুল গাফফার সাকলাইন–রিপন মণ্ডলের ঝড়ো তিন ছক্কায় সম্ভব হয়েছিল অসম্ভবকে ছোঁয়া। কিন্তু শেষ বলে দুই রান চাই, পাওয়া গেল মাত্র এক। ম্যাচ গড়াল সুপার ওভারে, আর সেখানে আরেকবার ভাগ্যের

কাছে হার মানল বাংলাদেশ। বাংলাদেশ বেছে নেয় ব্যাটিং। কিন্তু আহমেদ সানিয়ালের প্রথম বলেই সাকলাইন ফিরলেন শূন্য রানে—অভিশপ্ত সূচনা। পরের বল ওয়াইড হয়ে চার গেলেও এরপর ড্যানিয়াল মাত্র ছয় রানই দেন। মাত্র ৬ রানে থামে বাংলাদেশের সুপার ওভার। ৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলে লেগ-বাই, এরপর সাদাকাতের সিঙ্গেল—চাপ একদমই নেই। সাদ মাসুদের তৃতীয় বলের চারেই ম্যাচ প্রায় শেষ, আর শেষ দিকে ইনসাইড–এজে আসে জয়সূচক রান। এর আগে মূল ম্যাচেই বাংলােদশ নাটকীয় এক গল্প রচনা করেছিল। পাকিস্তানের ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমদিকে দুর্দান্ত গতি ছিল—হাবিবুর রহমান সোহণ (২৬ বলে ১৭) ও জিশান আলম (৬) দ্রুত রান তোলেন। কিন্তু শুরু হওয়া পতন আর

থামেনি। তৃতীয় ওভারেই আরাফাত মিনহাস জিশানকে ফেরান, পরের ওভারেই হাবিবুরকে ফেরান সাদ মাসুদ। একের পর এক উইকেট হারিয়ে ১০ ওভারে ৫৩–৭—ম্যাচ তখন পাকিস্তানের ঘরে। সেখানে থেকে রাকিবুল হাসান–এসএম মেহরবের অসাধারণ ৩৭ রানের জুটি দলকে ৮৮ পর্যন্ত ওঠায়। ১৭তম ওভারে ড্যানিয়াল ভেঙে দেন প্রতিরোধ—মেহরব (১৯)–রাকিবুল (২৪) ফিরলে প্রয়োজন পড়ে নীচের সারির অলৌকিক কিছু। আর তা প্রায় অসম্ভবকেও বাস্তবে রূপ দিয়েছিলেন সাকলাইন–রিপন। শাহিদ আজিজের ওভারে তিন ছক্কা—স্টেডিয়াম তখন দুলছিল। ১৯তম ওভারে দল পৌঁছায় ১১৮–৯। শেষ ওভারে ৭ রানে ফিনিশ করার সুযোগ ছিল, কিন্তু হয়নি—হয়েছে রুদ্ধশ্বাস টাই। শাহিন্সের ইনিংসও শুরু হয়েছিল ধস দিয়ে—প্রথম বলেই ইয়াসির রানআউট, দ্বিতীয় ওভারে ফাইক আউট হয়ে ২–২। এরপর ঘোরি–সাদাকাতের ২৩ রানের

জুটি ভাঙেন রাকিবুল, জিশান ফেরান সাদাকাতকে (২৩)। আরাফাত (২৫)–ইরফান (৯) লড়াই করলেও সাকলাইন–রাকিবুল দুজনকেই ফেরান। সবচেয়ে বড় লড়াই দেন সাদ মাসুদ—২৬ বলে ৩৮, তিন চার–তিন ছয়ে দলকে ১০০ পের করান। শেষাংশে রিপন মণ্ডলের দারুণ স্পেল (৩ উইকেট) ও সাকলাইনের ধারাবাহিক আঘাতে পাকিস্তান থামে ১২৫–৯। এই দলটাই প্রমাণ করে দিল—সংকটে পড়েও শেষ পর্যন্ত লড়ে যাওয়ার সাহসই তাদের শক্তি। সুপার ওভারে হারলেও ম্যাচজুড়ে যে মানসিকতা দেখিয়েছে, তা ভবিষ্যতের জন্য বড় আশার আলো। দোহা রাতটা শেষ পর্যন্ত পাকিস্তানের হলেও, বাংলাদেশের ক্রিকেটের উঠতি তারকারা জানিয়ে দিল—মঞ্চটা খুব শিগগিরই তাদের হয়ে উঠবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন দরপত্র ছাড়াই ৬১০ কোটি টাকার টিকা কেনা : স্বচ্ছতা আর জবাবদিহিহীনতার নতুন নজির ছরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা হারিয়ে যাচ্ছে, ইউনুসের অবৈধ সরকারের কিছু যায় আসে না কেরানীগঞ্জ কারাগারে ‘মানবেতর’ জীবন: ১৮০০ বন্দিকে ২৪ ঘণ্টা লকআপ ও খাবার বঞ্চনার অভিযোগ ছাত্রলীগ নেতার রক্তাক্ত বাংলাদেশ : যে সন্ত্রাসীদের হাত ধরে ক্ষমতায় এসেছিলেন, তাদেরই দমন করবেন কীভাবে? প্রলয় চাকী —৯০-এর দশকের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক। জুলাইয়ের দাঙ্গার মাশুল দিচ্ছে লাখো শিক্ষার্থী : একে একে বন্ধ হচ্ছে বিদেশের দরজা অবৈধ ইউনুস সরকারের সাজানো নির্বাচন ,ভোট বর্জনের আহ্বান আগুনে পোড়া বাড়ি, রক্তে ভেজা মাটি : বিএনপি-জামায়াতের নির্বাচনী উপহার