মাংস নয়, এবার কাঁঠালের বীজ দিয়ে তৈরি করুন মজাদার কোরমা – ইউ এস বাংলা নিউজ




মাংস নয়, এবার কাঁঠালের বীজ দিয়ে তৈরি করুন মজাদার কোরমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৫ | ৪:৫৩ 37 ভিউ
মৌসুমি ফলের সমারোহে বাজার সয়লাব। বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে আম, জাম, কাঁঠাল। আর কাঁঠালের নাম নিলেই যেন কাঁঠালের সুমিষ্ট গ্রাণ উঁকি দেয়। এ কারণে আমাদের জাতীয় ফলের নাম হয়েছে কাঁঠাল। আর এই কাঁঠালের কোরমা নামটা ভোজনরসিকদের কাছেও খুবই জনপ্রিয়। আমরা গরুর মাংসের কোরমা খেয়েছি, মুরগির মাংসের কোরমা খেয়েছি; আবার মাছের কোরমার সঙ্গেও পরিচিতি আছে। কিন্তু কখনো কি কাঁঠালের বীজের কোরমার কথা শুনেছেন? হয়তো অনেকেই কাঁঠালের কোরমার নামই শোনেননি। আবার অনেকেই খেয়েছেন, তাই নাম শুনেই মনের মাঝে কাঁঠালের কোরমা খাওয়ার বাসনা জেগেছে বৈকি। আর কাঁঠাল শুধু সুস্বাদুই নয়, এর বীজও অত্যন্ত পুষ্টিকর ও উপকারী। অনেকেই কাঁঠালের বীজ ফেলে দেন। কিন্তু এই

ছোট্ট বীজের মধ্যেই লুকিয়ে আছে বহু স্বাস্থ্যগুণ। তাই এই কাঁঠালের মৌসুমে বানিয়ে নিতে পারেন কাঁঠালের বীজের কোরমা। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে কাঁঠালের বীজের কোরমা তৈরি করবেন— উপকরণ: কাঁঠালের বীজ ১ কাপ, পেঁয়াজ পাতলা করে কাটা ২টি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, টমেটো কুচি ১টি, কাঁচামরিচ ফালি করা ২টি, নারিকেলের দুধ আধাকাপ, দই ২ টেবিল চামচ, তেজপাতা ১টি, এলাচ ২টি, দারুচিনি ১ টুকরো, লবঙ্গ ২টি, তেল ৩ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনেয়া গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া

আধা চা চামচ এবং লবণ স্বাদমতো। প্রণালি প্রথমে কাঁঠালের বীজ সিদ্ধ করে খোসা ছাড়িয়ে অর্ধেক কেটে রাখুন। এরপর একটি প্যানে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। কিছুক্ষণ পর এতে পেঁয়াজ দিন। পেঁয়াজ বাদামি লাল হয়ে এলে তাতে আদা-রসুন বাটা দিয়ে ভালো করে নাড়ুন। এবার কষানোর সময় যেন মসলা কড়াইয়ে না লেগে না যায়, সেভাবে নাড়ুন। এরপর মসলার তেল উঠতে শুরু করলে টমেটো ও কাঁচামরিচ দিয়ে দিন। টমেটো নরম হয়ে এলে এতে এবার হলুদ, মরিচ, ধনেয়া ও জিরা গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষান। মসলা কষানোর সময় দুই চামচ দই একটি বাটিতে নিয়ে ভালো করে ফেটে নিন। মসলা কষানো হয়ে গেলে

ফেটানো দইটা ঢেলে দিন এবং নাড়তে থাকুন যাতে দই না কাটে। এ পর্যায়ে সিদ্ধ কাঁঠালের বীজগুলো কষানো মসলাতে দিয়ে দিন। এবার ৫ থেকে ৭ মিনিট বীজগুলো নেড়েচেড়ে রান্না করতে থাকুন। কষাতে থাকলে কাঁঠালের বীজগুলোর ভেতরে ভালোমতো মসলা ঢুকবে। কষানো হয়ে গেলে এবার এতে নারিকেলের দুধ দিয়ে দিন। বাসায় নারিকেলের দুধ না থাকলে ফুটিয়ে রাখা গরুর দুধও দিতে পারেন। এরপর পরিমাণমতো লবণ ও চিনি দিন । কোরমা বেশি মিষ্টি করতে না চাইলে চিনি বাদ দিতেও পারেন। সব কিছু ভালোমতো মিশিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করুন, যেন কাঁঠালের বীজে পুরোপুরি মসলা ঢুকে যায় এবং ঝোলটাও একটু ঘন হয়। ঢাকনা তুলে

লবণ চেখে চুলা নিভিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের বীজের কোরমা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া সেনাপ্রধানের নামে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কবার্তা যে রিপোর্ট ভাগ্য নির্ধারণ করে দেয় বিসিবি সভাপতি ফারুকের গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায় নাটকীয় কামব্যাকের পর টাইব্রেকারে পিএসজির সুপার কাপ জয় ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু ‘স্টার লিংকের’ সমান শুল্ক সুবিধা পাচ্ছে বিএসসিএল জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু গণপিটুনিতে নিহতের ঘটনায় দুই কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি সরকারকে এক মাসের আলটিমেটাম শিক্ষকদের ৩৩ ওষুধের দাম কমলো, ১১৬ কোটি টাকা সাশ্রয় যতীন সরকার মারা গেছেন ভারতকে পাক সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র এক সেঞ্চুরিতে ৮০ ধাপ উন্নতি ‘বেবি এবির’