জিম্বাবুয়েকে বিপাকে ফেলে চা বিরতিতে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




জিম্বাবুয়েকে বিপাকে ফেলে চা বিরতিতে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ৮:০৬ 52 ভিউ
জিম্বাবুয়েকে রানের পাহাড়ে চাপা দেওয়া হয়ে গেছে। এবার বোলারদের পালা। প্রথম ইনিংসে বাংলাদেশের সফল বোলার তাইজুল ইসলামই এগিয়ে এলেন। জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নিলেন। আর তাতে চা বিরতির আগেই সফরকারীরা পড়ে গেছে বিপাকে। ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে জিম্বাবুয়ে। ইনিংসটা তারা ধীরে সুস্থে গড়তে চেয়েছিল সফরকারীরা, যেন চা বিরতির আগে বড় কোনো ক্ষতি না হয়। প্রথম ছয় ওভারে তাই এসেছিল মোটে ৮ রান। তাইজুল সামনে চলে এলেন এরপরই। অফ স্টাম্পের বাইরে টসড আপ ডেলিভারি করেছিলেন ব্রায়ান বেনেটকে। সে বলটা তাড়া করতে যান বেনেট। তা ব্যাটের বাইরের কানায় লাগে, চলে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে সাদমান ইসলাম কোনো ভুলচুক

করেননি, লুফে নেন ক্যাচটা। এর এক বল পরই বাংলাদেশকে আবার উল্লাসে ভাসান তাইজুল। তার একটা সোজা বল ডিফেন্ড না করে ছেড়ে দেন নিক ওয়েলশ। সেটা গিয়ে সোজা আঘাত হানে তার প্যাডে। আম্পায়ার শুরুতে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি। তবে বাংলাদেশ রিভিউ নেয়। সেখানে দেখা যায় বলটা গিয়ে আঘাত হানত অফ স্টাম্পের মাথায়। ৮ রানে দ্বিতীয় উইকেট খুইয়ে বসে জিম্বাবুয়ে। এরপর চা বিরতির আগ পর্যন্ত দলকে আরও বিপদে পড়ার হাত থেকে রক্ষা করেন শন উইলিয়ামস আর বেন কারান মিলে। দুজন মিলে ১৫ বল খেলেছেন বিরতির আগ পর্যন্ত। ২ উইকেট হারিয়ে ১৭ রান নিয়ে জিম্বাবুয়ে গেছে চা বিরতিতে। এর আগে প্রথম ইনিংসে তাইজুল ইসলামের ৬

উইকেটে ভর করে জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করে বাংলাদেশ। এরপর সাদমান ইসলামের সেঞ্চুরিতে দারুণ ভিত পায় দল। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি আর তাইজুল ও তানজিম সাকিবের ক্যামিওতে ভর করে বাংলাদেশ পেয়ে যায় ২১৭ রানের বিশাল লিড। ইনিংস শেষ করে ৪৪৪ রান তুলে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হৃতিক বনাম রজনীকান্ত—কে কাকে টেক্কা দিচ্ছেন? স্বর্ণের অভিশাপে মৃত্যুপুরী তানজানিয়ার গ্রাম ১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি যাবেন, তাদের জন্য সুখবর ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যোগ দিচ্ছেন জার্মানি ও ইইউ নেতারাও ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালকে বাড়ছে দুর্ঘটনা নিউইয়র্কে ক্লাবে বন্দুকধারীর গুলি, নিহত ৩ চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশ ‘এরিন’ কখন কোথায় আঘাত হানবে? মিয়ানমারের নির্বাচন ঘিরে ভারত–চীন প্রতিযোগিতা, নজর গোটা অঞ্চলের ঐন্দ্রিলাকে অঙ্কুশের বিয়ে করতে না পারার কারণ তাহলে এই প্রশাসনিক পদে বড় রদবদল মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট এনটিআরসিএ: সুপারিশ পাচ্ছেন ৪১ হাজারের বেশি প্রার্থী এশিয়া কাপের দলে বাবরের না থাকা নিয়ে যা বলছেন কোচ চবির ভিসি ও প্রো-ভিসি অবরুদ্ধ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিলে ভেসে উঠল বস্তাবন্দি গলিত লাশ অনিন্দ্য ও তার দুই সহযোগী ৫ দিনের রিমান্ডে নীতা আম্বানির ১৩৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি