তিন মাসের জন্য নিষিদ্ধ বিশ্বের এক নম্বর তারকা – ইউ এস বাংলা নিউজ




তিন মাসের জন্য নিষিদ্ধ বিশ্বের এক নম্বর তারকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৮ 14 ভিউ
জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। তবে বছরের প্রথম গ্র্যান্ড স্লামের চ্যাম্পিয়ন না হতেই নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ২৩ বছর বয়সী এই ইতালিয়ান। ডোপ পরীক্ষায় দুইবার পজিটিভ হওয়ায় তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন সিনার। ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) সঙ্গে সমঝোতায় আসায় বড় ধরনের নিষেধাজ্ঞা হয়নি অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকার। ৯ ফেব্রুয়ারি থেকে ৪ মে পর্যন্ত নিষিদ্ধ থাকবেন সিনার। তিন মাসের নিষেধাজ্ঞা পেলেও পরবর্তী গ্র্যান্ড স্লাম মিস হচ্ছে না সিনারের। আগামী ১৯ মে থেকে ফ্রেঞ্চ ওপেন শুরু হওয়ায় সেটি খেলতে আর বাঁধা নেই এই ইতালিয়ানের। গত বছর আগস্টে ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ার পর একটি স্বতন্ত্র ট্রাইব্যুনাল সিনারকে নির্দোষ রায়

দেয়। এরপর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ওয়াডা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) এর কাছে আপিল করেছিল। সিনারের রক্তে পাওয়া গিয়েছিল অ্যানাবলিক এজেন্ট ক্লোস্টেবল। তখন এই ইতালিয়ান দাবি করেন, সাপোর্ট টিমের এক সদস্যের মেসেজ ও স্পোর্টস থেরাপির কারণে সেটা পাওয়া গেছে। এপ্রিলে সিএএস-এ এই ব্যাপারে শুনানি হওয়ার কথা। তবে দুই পক্ষের সমঝোতার পর সিনার নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন। ওয়াডাও সিএএস-এর কাছে করা আপিল প্রত্যাহার করেছে। ওয়াডা এক বিবৃতিতে জানায়, তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকা ইচ্ছাকৃতভাবে প্রতারণা করার জন্য এই ড্রাগটি নেননি। ফ্রেঞ্চ ওপেনের আগেই ফিরতে পারবেন সিনার, ‘৯ ফেব্রুয়ারি থেকে ৪ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিষেধাজ্ঞা কাটাবেন সিনার। আনুষ্ঠানিকভাবে ১৩ এপ্রিল থেকে

ট্রেনিং কার্যক্রমে ফিরতে পারবেন তিনি।’ নিজের নিষেধাজ্ঞা নিয়ে সিনার এক বিবৃতিতে বলেছেন, ‘এটি প্রায় এক বছর ধরে আমাকে মানসিকভাবে ভুগিয়েছে এবং পুরো আইনি প্রক্রিয়া শেষ হতে এক বছর শেষ হয়ে যেত। আমি সবসময়ই স্বীকার করেছি যে, আমার দলের জন্য আমিই দায়ী। তাই আমি যে খেলাটা ভালোবাসি সেটির স্বচ্ছতা বজায় রাখতে ওয়াডা-এর প্রস্তাব মেনে নিয়েছি। আমি তিন মাসের স্থগিতাদেশের ভিত্তিতে সব প্রক্রিয়া সমাধানের জন্য ওয়াডার প্রস্তাব গ্রহণ করেছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে ছাত্ররাই কেন সংগঠন করছে? ২১ ফেব্রুয়ারির ছুটিতে লাখো পর্যটকের সমাগম কুয়াকাটায় মালয়েশিয়া থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো ট্রাম্প বললেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ ? ভারত, চীনসহ ৫ দেশকে কঠোর হুমকি ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলার নির্দেশ নেতানিয়াহুর দল না জেতায় মন ভেঙেছে তাওহীদের আড়ালেও মন দেওয়া নেওয়া করছেন শামীম-তানিয়া… দুয়ারে কড়া নাড়ছে রমজান : ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে লড়ছে সরকার ভিয়েতনামে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন ভারতসহ ৪ দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মালয়েশিয়া এবার টঙ্গীতে মুখোমুখি ছাত্রদল ও শিবির, পালটাপালটি কর্মসূচি দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ে স’মিলের আগুন নিয়ন্ত্রণে চলন্ত বাসে ডাকাতি, বড়াইগ্রাম থানার ওসিকে প্রত্যাহার বরখাস্ত হচ্ছেন শেকৃবির ১৮ কর্মকর্তা-কর্মচারী এবার পুতিনকে ‘স্বৈরশাসক’ বললেন ইইউর শীর্ষ কূটনীতিক পশ্চিম তীরে আবারও ‘অভিযান’ চালানোর নির্দেশ নেতানিয়াহুর হামাসকে চরম মূল্য দিতে হবে: নেতানিয়াহুর হুঙ্কার দিল্লির ‘লেডি ডন’ কে এই জয়া খান