সংস্কার যতবেশি দীর্ঘায়িত হবে, দেশ ততবেশি সংকটে পড়বে: তারেক রহমান – ইউ এস বাংলা নিউজ




সংস্কার যতবেশি দীর্ঘায়িত হবে, দেশ ততবেশি সংকটে পড়বে: তারেক রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৩৫ 8 ভিউ
সংস্কার প্রস্তাবের আলাপ-আলোচনা যতবেশি দীর্ঘায়িত হবে, দেশ ততবেশি সংকটে পড়বে’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারেক রহমান। রোববার বিকালে ঢাকা মহানগর দক্ষিনের আয়োজিত এক কর্মশালায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার সংস্কার করে আমরা সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকি তাহলে স্বৈরাচার, যেই স্বৈরাচারকে বাংলাদেশের সকল মানুষ, দল-মত নির্বিশেষে, শ্রেনী-পেশা নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে, আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার।” ‘‘কাজেই যে সকল বিজ্ঞ ব্যাক্তিবর্গ, সমাজের বিজ্ঞ ব্যক্তিবর্গ, সন্মানিত ব্যক্তিবর্গ যারা সংস্কারের কথা বলছেন, আপনাদের সকলের

কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার-সংস্কার বক্তব্য রেখে এই আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ ততবেশি সংকটের মুখে পড়বে, আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে।” ‘নির্বাচন ছাড়া কোনো ভিন্ন পখ নেই’ তারেক রহমান বলেন, ‘‘সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সবচাইতে আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে যাদেরকে জনগন দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে, তাদেরকেই শুরু করতেই হবে।” ‘‘কাজেই যত যাই কথা বলি না কেনো, আমরা যদি সংস্কার বাস্তবায়ন যত দেরি কর, যে কথাটি আমি এখনই বলেছি, সংস্কারের কাজও

যদি শুরু করতে হয় সেটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত মানুষের মাধ্যমেই বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। কারণ যারা নির্বাচিত হয়ে আসবে তারা জনগনের কাছে ওয়াদাই করবে যে, তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে এই সব সংস্কার।” তিনি বলেন, ‘‘সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশকে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারব।” ঢাকা মহানগর দক্ষিনের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালায় বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক আলহ্বাজ সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন বক্তব্য রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জেনিফার অ্যানিস্টনের ফিটনেস ঠিক রাখার গোপন রহস্য! বাংলাদেশি ২০টি মরদেহ ভেসে এলো আফ্রিকার উপকূলে! সামরিক শিল্প গঠনের নতুন পথে বাংলাদেশ ঘোড়ার গাড়িতে বর সাজিয়ে সংবর্ধনা, মীরসরাইয়ে স্কুল পিয়নের রাজকীয় বিদায় সংস্কার যতবেশি দীর্ঘায়িত হবে, দেশ ততবেশি সংকটে পড়বে: তারেক রহমান টঙ্গী বিশ্ব ইজতেমায় ড্রোন উড়ানো নিষিদ্ধ, বহু মুসল্লি আহত ‘ফুলকপি’ প্রতীকে নতুন দল নজিরবিহীন সম্পর্কের পথে বাংলাদেশ-পাকিস্তান! নির্বাচনের তারিখ ঘোষণায় গড়িমসি করা স্বাভাবিক বিষয় নয়: রিজভী আওয়ামীলীগের দাপট চলছেই; এবার পুলিশের কাছ থেকে নেতাকে ছিনতাই! ভারত-আওয়ামীলীগের বাসর চলছে, ওখানে আপনারা ঢুকবেন না: পিনাকি আমিশার ফোন নম্বর কী নামে সেভ করেছেন হৃতিক? শ্রদ্ধা কাপূর থেকে সুহানা খান: এই সপ্তাহের হটেস্ট মেকআপ ট্রেন্ডস কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সামরিক প্রস্তুতির পরিকল্পনা ইরানের বিপ্লবী গার্ডের ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন, উদ্বেগে পশ্চিমারা হানিয়া আমিরের সৌন্দর্যের রহস্য জানা গেল ধনকুবেরের ক্ষমতার দাপট ও ক্ষুধিত চোখ বিপিএলে টাকা না পেয়ে হোটেলে আটকা পড়েছেন বিদেশিরা সাবেক দুই এমপিসহ ৬ জনের আয়কর নথি জব্দের আদেশ ‘ঐশ্বরিক সাহায্যেই যুক্তরাষ্ট্র-ইসরাইল পরাজিত হয়েছে’