
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮ শতাংশ মার্কিনি : রয়টার্স

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বেইজিং — চীনা পররাষ্ট্রমন্ত্রী

সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র

সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের অঙ্গীকার পাকিস্তান-চীন-আফগানিস্তানের

ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের জনমতের পাল্লা দ্রুত নিচে নামছে

ভারত ঝুঁকছে, চীন কতটা সাড়া দেবে
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি এ আহ্বান জানান।
সোমবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেদিনই প্রেসিডেন্টের পদ থেকে বিদায় নেবেন জো বাইডেন। এর আগেই গাজায় আটক থাকা বন্দিদের মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য জোর চেষ্টা চালাচ্ছেন মার্কিন কর্মকর্তারা।
এই পরিস্থিতিতে হোয়াইট হাউস বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন।
দুই নেতা টেলিফোনে কথা বলার পর হোয়াইট হাউস এক বিবৃতিতে
বলেছে, প্রেসিডেন্ট বাইডেন এবং নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে লড়াই থামাতে এবং সেখানে আটক থাকা অবশিষ্ট বন্দিদের মুক্ত করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং এই চুক্তির অধীনে লড়াই বন্ধ করার মাধ্যমে মানবিক সহায়তা বৃদ্ধির পাশাপাশি গাজায় আটক থাকা বন্দিদের মুক্তির ওপরও জোর দেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা লেবাননে যুদ্ধবিরতি চুক্তির পর আঞ্চলিক পরিস্থিতির মৌলিক পরিবর্তন, সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং এই অঞ্চলে ইরানের শক্তির দুর্বলতা নিয়েও আলোচনা করেছেন।
বলেছে, প্রেসিডেন্ট বাইডেন এবং নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে লড়াই থামাতে এবং সেখানে আটক থাকা অবশিষ্ট বন্দিদের মুক্ত করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং এই চুক্তির অধীনে লড়াই বন্ধ করার মাধ্যমে মানবিক সহায়তা বৃদ্ধির পাশাপাশি গাজায় আটক থাকা বন্দিদের মুক্তির ওপরও জোর দেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা লেবাননে যুদ্ধবিরতি চুক্তির পর আঞ্চলিক পরিস্থিতির মৌলিক পরিবর্তন, সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং এই অঞ্চলে ইরানের শক্তির দুর্বলতা নিয়েও আলোচনা করেছেন।