বাইডেনের বিদায়ী ভাষণ কবে, জানাল হোয়াইট হাউস – ইউ এস বাংলা নিউজ




বাইডেনের বিদায়ী ভাষণ কবে, জানাল হোয়াইট হাউস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ | ৫:৩৩ 47 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। শনিবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাইডেনের বিদায়ী ভাষণটি নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের কয়েকদিন আগে বুধবার স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টা) অনুষ্ঠিত হবে। শেষবার বাইডেন ওভাল অফিস থেকে বক্তব্য দিয়েছিলেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্তের ঘোষণা দেওয়ার সময়। প্রেসিডেন্ট বাইডেন স্টেট ডিপার্টমেন্টেও বক্তব্য দেওয়ার পরিকল্পনা করেছেন। যেখানে তিনি তার পররাষ্ট্রনীতি এবং বিশ্বের কাছে আমেরিকার অবস্থান নিয়ে তার প্রশাসনের কাজ সম্পর্কে আলোচনা করবেন। এ বিষয়ে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ প্রশাসনিক

কর্মকর্তা বলেছেন, ‘যখন প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব গ্রহণ করেন, তখন আমাদের বন্ধু দেশগুলোর অবস্থা বেশ খারাপ ছিল। আমরা চীনের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছিলাম। মার্কিন সেনারা আমেরিকার দীর্ঘতম যুদ্ধে লিপ্ত ছিল। আমাদের প্রতিদ্বন্দ্বীরা শক্তিশালী হয়ে উঠছিল এবং দেশ ও বিশ্ব তখন একটি বৈশ্বিক মহামারির মধ্যে ছিল’। প্রেসিডেন্ট বাইডেনের কাজে সমর্থন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন এই চ্যালেঞ্জগুলো সরাসরি মোকাবিলা করেছেন। এখন তিনি যখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন, আমাদের দেশ অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আমরা আমেরিকান জনগণের জন্য ফলাফল এনে দিয়েছি’। বাইডেনের বিদায়ী ভাষণ প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন তার বক্তব্যে ব্যাখ্যা করবেন যে, আমাদের মৈত্রী ও অংশীদারিত্ব আমেরিকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অবস্থানে

রয়েছে, আমাদের কাজের কারণে’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ করবে মালয়েশিয়া সরকার দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন জিম্মিকে মুক্তি দিল হামাস পিলখানা হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার যুদ্ধবিরতির পরও ভারত-পাকিস্তান সীমান্তে আতঙ্ক তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? বাবার ৪ বিয়ে দেখে বলিউড অভিনেত্রীর ৬ বার প্রেম বাজছে লানা ডেল রের গান, রোজার কাঁধে হাত রেখে বৃষ্টিতে তাহসান ১৭ মে থেকে শুরু হবে বাকি আইপিএল টেসলার রোবোট্যাক্সি ট্রেডমার্ক বাতিল করল যুক্তরাষ্ট্র ভিসি অপসারণের দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা এনবিআর ভেঙে হলো দুই বিভাগ শত বছর ধরে জেগে আছে সদরঘাট গাজা যুদ্ধ হয়ে উঠেছে ফিলিস্তিনিদের জাগরণের প্রতীক বাজেটে প্রাধান্য গরিবের খাদ্যবান্ধব কর্মসূচি অধ্যাদেশ জারি, এনবিআর ভেঙে হলো দুই বিভাগ রাজধানীর যে এলাকায় আত্মগোপনে ছিলেন মমতাজ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প যুদ্ধবিরতির পরও ভারত-পাকিস্তান সীমান্তে আতঙ্ক নাম ‘করাচি’, তাই ভেঙে দেওয়া হলো দোকান