আবাহনীর প্রথম ‘ঐতিহাসিক’ জয় কিংসকে হারিয়ে – ইউ এস বাংলা নিউজ




আবাহনীর প্রথম ‘ঐতিহাসিক’ জয় কিংসকে হারিয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ | ১১:১১ 9 ভিউ
টানা ৫ বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হলোটা কী? তারা কি ইপিএলের ক্লাব ম্যানচেস্টার সিটির মতো হয়ে গেল? এমন প্রশ্নই ঘুরছে কিংসের ফ্যানদের মুখে। যে দলের কখনো এক লিগে দুই বার হারের রেকর্ড ছিল না, তারাই কি না চলতি লিগে চার ম্যাচের মধ্যে দু’টিতেই হেরেছে! শুক্রবার এমনটাই ঘটেছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। প্রতিপক্ষ আবাহনী লিমিটেড ঢাকার কাছে ১-০ গোলে হেরেছে তারা। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে আবাহনী। আর সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে আছে কিংস। আবাহনীর জয়কে ‘ঐতিহাসিক’ বলা যেতেই পারে। কেননা বিপিএল ফুটবলে আবির্ভাবের পর থেকে কিংসের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি আবাহনী। আগের ১০

মোকাবিলায় ৮টিতেই হার, ২টি ড্র। তবে এবার একাদশ সাক্ষাতে এল তাদের বহু প্রতীক্ষিত ‘ঐতিহাসিক ও ‘প্রথম’ জয়। তাও আবার বিদেশী ছাড়াই! ১৭ দিনের ব্যবধানে তিনটি হার দেখল কিংস। মাঝে ফেডারেশন কাপে ফর্টিসের কাছে ২-০ গোলে হেরেছিল তারা। চলমান লিগে কিংসের এটা চতুর্থ ম্যাচে দ্বিতীয় হার। এর আগে ১০ জনের মোহামেডানের কাছে হারের স্বাদ পেয়েছিল তারা। আর সব ধরনের প্রতিযোগিতা মিলে ১০ ম্যাচে ষষ্ঠ হার (এএফসি চ্যালেঞ্জ লিগে ৩, ফেডারেশন কাপে ১ ও লিগে ২ হার)। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পায় ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী। গোল করেন ফরোয়ার্ড সুমন রেজা, যিনি এর আগে দুই মৌসুমে কিংসের হয়ে খেলেছেন।

গোল শোধে মরিয়া হয়ে ওঠে ‘দ্য কিংস’ খ্যাত বসুন্ধরা। একের পর এক আক্রমণ শাণায় তারা। ৫২ মিনিটে পেনাল্টিও পায় তারা। আছে সমতায় ফেরার সূবর্ণ সুযোগ। কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা! মিগুয়েল ফেরেরা পেনাল্টি মিস করে বসেন। বা দিকে ঝাঁপিয়ে পড়ে দলকে রক্ষা করেন আবাহনী গোলরক্ষক মিতুল মারমা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের ডাক, তীব্র প্রতিক্রিয়া দিল্লির রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি: সংকটে নিম্ন আয়ের মানুষ রাজধানীতে ছিনতাইয়ের বাড়বাড়ন্ত সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় মিঠুন চক্রবর্তীর সতর্কবার্তা জার্মানি নির্বাচনে ইলন মাস্কের হস্তক্ষেপ নিয়ে তর্ক-বিতর্ক গত ৪৮ ঘণ্টায় ৩ মন্দিরে হামলা, প্রশ্নবিদ্ধ ‘নতুন বাংলাদেশ’ ‘খুনি হিসেবে র‌্যাবকে সমাজে রাখা ঠিক হবে না’ দিল্লিতে নির্বাসিত হাসিনা, বাংলাদেশ- ভারত সম্পর্কে টানাপোড়ন: এবিসি আমাদের পাকঘরে উঁকি মারবেন না: ভারতকে ডা. শফিকুর রহমান রাখাইনে সামরিক সদর দপ্তর দখলে নিয়েছে আরাকান আর্মি শেখ হাসিনাকে দেখে রাখার ঘোষণা দিয়ে নিজেই হলেন পলাতক ২৬ বছর আগের ইলন মাস্কের ‘প্রলাপ’এখন বাস্তব দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রামে ভিড়লো জাহাজ ভারত একটি মারমুখী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে: আশরাফ কায়সার ‘আওয়ামী লীগ দালাল না, ভারতেরই সরকার ছিল’ নাটোরে মহাশ্মশানে ডাকাতি, মন্দিরে লুটপাট, সেবায়েতকে হত্যা ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে: অর্থ উপদেষ্টা