দশ টাকার জন্য সংঘর্ষ, আহত ৩০ – ইউ এস বাংলা নিউজ




দশ টাকার জন্য সংঘর্ষ, আহত ৩০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ | ১০:৪৩ 26 ভিউ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাঁচাসড়ক মেরামত করতে সিএনজি থেকে দশ টাকা উঠানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। বুধবার সকালে ঘণ্টাব্যাপী উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এর আগে মঙ্গলবার রাতেও এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি তেরকান্দা গ্রামের একটি কাঁচাসড়ক ভেঙে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করেন মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা। মঙ্গলবার সকালে একই গ্রামের সরদার গোষ্ঠীর জুয়েল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন। এ সময় নয়ন জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে ১০ টাকা চান। এতে

জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসা করতে মঙ্গলবার সন্ধ্যায় সালিশে বসেন দুইপক্ষের লোকজন। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এরই জেরে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক বলেন, সকাল ৭টার দিকে আমার কাছে সংবাদ আসে তেরকান্দা গ্রামে জুয়েল এবং নয়নের পক্ষের মধ্যে পুনরায় গণ্ডগোল শুরু হয়েছে। খবর পেয়ে আমি আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে

সক্ষম হই। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করি ও কিছু টেঁটা বল্লম উদ্ধার করতে পেরেছি। তিনি আরও বলেন, আবার সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় যারা অপরাধী তাদের আটক করে আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে পাকিস্তান ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলায় ৩৫ জন আহত ইসির ব্রিফিংয়ের আগে নামানো হলো শেখ মুজিবের ছবি ইউক্রেনকে শ্মশানে পরিণত করতে চায় পুতিন মোহাম্মদপুরে সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি চরমে চার বিসিএস থেকে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগের সিদ্ধান্ত রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ বান্দরবানে ৩ কেএনএ সদস্য নিহত, অস্ত্র উদ্ধার পবিপ্রবিতে রাতভর র‍্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার ৭ অটোরিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার রাজধানীর যাত্রাবাড়ীতে আবারো সড়ক অবরোধ মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট : জামায়াত আমির রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র কতটা বিধ্বংসী? হলিউডের দুই ছবি বাংলাদেশের পর্দায় বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা ব্রিটিশ রাজার গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি