গভীর রা‌তে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ – ইউ এস বাংলা নিউজ




গভীর রা‌তে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:০৪ 87 ভিউ
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার মধ‌্যরা‌তে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া দুট‌ি প্রতিষ্ঠানের ৬ট‌ি বাস ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় শুরু হ‌য়ে রাত ৩টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। জানা যায়, সোমবার রাতে নগ‌রের ব্যাপ্টিস্ট মিশন রো‌ডে জমির বিরোধ মেটা‌তে গি‌য়ে দুই প্রতিষ্ঠান‌রে শিক্ষার্থীদের ম‌ধ্যে মারামা‌রি হয়। এ নিয়ে মঙ্গলবার সারা‌দিন উত্তেজনা ছিল। দিনে নিজ নিজ ক‌্যাম্পা‌সে মানববন্ধন করলেও শিক্ষার্থীরা রা‌তে সংঘর্ষে জড়ান। দুটি প্রতিষ্ঠা‌নের দূরত্ব প্রায় ৬‌ কি‌লো‌মিটার। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সকাল ৯টায় জানান, পরিস্থিতি এখন শান্ত আছে। জানা গে‌ছে,

সোমবারের ঘটনার জের ধ‌রে মঙ্গলবার রাত ১১টার দিকে বটতলা এলাকায় দুইজন ববি শিক্ষার্থীকে মারধর করে বিএম কলেজ শিক্ষার্থীরা। আহত দুই ববি শিক্ষার্থীকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।। দুই ববি শিক্ষার্থীদের মারধরের খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপের মধ্যে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার রাতে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জোয়ার পরিবারের বিরোধীয় পক্ষ বাড়ি দখল করতে হুমকি ও দুই নারীকে হেনস্থা করে। এসময় তাদের সঙ্গে ছিলেন বিএম কলেজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফি। সে সময় ববির শিক্ষার্থীরা ও জোয়ার সহপাঠীরা ঘটনাস্থলে হাজির হয়ে রাফিকে মারধর করে।

এরপর মঙ্গলবার রাতে চাঁদাবাজির অভিযোগ তুলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে বিএম কলেজের শিক্ষার্থীরা। এ খবর ছড়িয়ে পড়লে তিনটি বাসে চড়ে ববি শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে নগরীর বটতলা এলাকার দিকে রওনা দেন। এর মধ্যে একটি বাস বটতলা এলাকায় পৌঁছালে বিএম কলেজের শিক্ষার্থীরা বাসটিতে হামলা করে ভাঙচুর চালায়। এসময় ২৫ জন ববি শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইটি বাস আসার পথে ধারাল অস্ত্র-লাঠিসোটা নিয়ে হামলা চালায় বিএম কলেজ শিক্ষার্থীরা। এতে আরও অসংখ্য ববি শিক্ষার্থী আহত হন। এদিকে বিএম কলেজ শিক্ষার্থীরা বলেন, তাদের সমন্বয়ককে মারধর করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। তাদের ওপর হামলা

চালিয়ে অসংখ্য বিএম কলেজ শিক্ষার্থীদের আহত করা হয়েছে। লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে তিনটি বাস ভাংচুর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসরায়েলি হামলায় গাজায় শেষ ১০ দিনে ৩২২ শিশু নিহত : জাতিসংঘ বাজারে হামলার শঙ্কা, ১৪৪ ধারা জারি পাকিস্তানে থাকা আফগান শরণার্থীদের ফেরত পাঠানো শুরু মার্কিন হামলা হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে ‘বাধ্য হবে’ ইরান : খামেনির উপদেষ্টা ইরানে হামলার হুমকি, ট্রাম্পকে সতর্ক করল রাশিয়া টেশিসকে হাইটেক পার্ক করে ‘চীনের পরিকল্পনা’ আনার চিন্তাভাবনা মিয়ানমারে ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৭১৯ তীব্র কালবৈশাখী ঝড়ের শঙ্কা ঈদ আনন্দ মিছিল, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের বিবৃতি চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা নিপুনকে অব্যাহতি ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দার’, দুই দিনে ১০০ কোটি পার ‘দাগি’ ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে : নিশো পানিতে ভেসে গেল উপকূলের ঈদ আনন্দ, ১৫ হাজার মানুষ বন্দি ঈদের দ্বিতীয় দিনও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৪ ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে গাজায় রেড ক্রিসেন্টের ৮ সদস্যসহ ১৫ সহায়তাকর্মীকে হত্যা ইসরায়েলের অর্থমন্ত্রীর পদত্যাগ ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বালোচিস্তান বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড