সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫
     ১১:১৫ অপরাহ্ণ

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ | ১১:১৫ 101 ভিউ
মহাসড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ ও অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে কাঁচপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। মহাসড়কের উভয় প্রান্তে সৃষ্টি হওয়া প্রায় ৬ ঘণ্টা ব্যাপী এ যানজটের কবলে পড়ে শতশত পরিবহন যাত্রী চরম দুর্ভোগ পোহান। অনেক পরিবহন যাত্রী তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটে রওনা হন। অনেকের মতে, অতিরিক্ত বৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন জায়গায় পাথর ও বিটুমিন সরে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলে ধীরগতি ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা

এলাকা থেকে কাঁচপুর পর্যন্ত উভয় প্রান্তে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে যানজট কাঁচপুর পয়েন্ট থেকে ঢাকা-সিলেট মহাসড়কেও ছড়িয়ে পড়ে। রাজধানী ঢাকা থেকে মোগড়াপাড়া চৌরাস্তার উদ্দেশ্যে রওনা হওয়া বাসযাত্রী হুমায়ুন কবির বলেন, ঢাকা থেকে স্বদেশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে উঠার পর প্রায় ২ ঘণ্টা যাবত কাঁচপুর বিসিক অংশে যানজটে আটকা পড়ে থাকতে হয়েছে। যানজটের তীব্রতা এত বেশি ছিল যে, বাধ্য হয়ে আমাকে প্রচণ্ড রোদের মধ্যে রিকশায় ও পায়ে হেঁটে মোগরাপাড়া চৌরাস্তায় এসে পৌঁছাতে হয়েছে। রমজান নামের আরেক বাসযাত্রী জানান, বৃহস্পতিবার রাস্তার উভয় লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। যানজটের কারণে আধা ঘণ্টার রাস্তা

আমার প্রায় ৩ ঘণ্টা সময় লেগেছে। মোগড়াপাড়া চৌরাস্তা মিনিবাস নাফ পরিবহণের যাত্রী জাহাঙ্গীর আলম জানান, তিনি মহাসড়কের মদনপুর যাওয়ার উদ্দেশ্যে সকালে গাড়িতে যাত্রী হিসেবে উঠে ছিলেন। টিপরদী পৌঁছানোর পরপরই তীব্র যানজটের কবলে পড়ে। প্রায় আড়াই ঘণ্টা যানজট ঠেলে গাড়িটি মহাসড়কের জাঙ্গাল এলাকায় গিয়ে পৌঁছে। এক পর্যায়ে বাধ্য হয়ে আমাকে বাস থেকে নেমে পায়ে হেঁটে মদনপুরে যেতে হয়েছে। নাফ পরিবহনের অপর এক যাত্রী হিরু মিয়া জানান, দীর্ঘদিন যাবত সংস্কার না করায় মহাসড়কের বিভিন্ন জায়গায় এখন খানাখন্দে পরিণত হয়। তাই প্রায়ই এ সড়কে এমন যানজটের কবলে পড়ে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে ও

অতিরিক্ত যানবাহনের চাপের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ (সওজের) কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। সওজ কর্তৃপক্ষ সড়ক সংস্কারের ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদেরকে অবহিত করেছে। তিনি জানান, সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার সরকারি ছুটির থাকায় বৃহস্পতিবার সকালে গাড়ির চাপ বেশি থাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ সকাল থেকেই রাস্তায় থেকে যানজট নিরসনে কাজ করছে। দুপুরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝলমলে চুল পেতে জাপানিরা যেভাবে যত্ন নেন ট্রাম্পকে নোবেল পুরস্কারের মেডেল ‘উপহার’ দিলেন মাচাদো নোবেল পুরস্কার ‘হস্তান্তরযোগ্য নয়’, বলল নোবেল পিস সেন্টার আধিপত্য নিয়ে তালেবানের শীর্ষ পর্যায়ের কোন্দল প্রকাশ্যে সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা- সন্দেহ দেবপ্রিয়র পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির বাংলাদেশে সহিংসতা বাড়ছে, রাজনীতিতে উপেক্ষিত নারী বাংলাদেশের প্রধান ঝুঁকি অপরাধমূলক কর্মকাণ্ড বিশ্বের প্রধান ঝুঁকি ভূ-অর্থনৈতিক সংঘাত স্থগিত হয়ে যেতে পারে বিপিএল আত্মশুদ্ধি, মানবপ্রেম ও ঐতিহ্যের মহামিলন *নির্বাচনী চাপে দায়িত্ব পালনের ফলে চিকিৎসার সুযোগ না পেয়ে মৃত্যু: ইউএনও ফেরদৌস আরার মৃত্যু ঘিরে গুরুতর প্রশ্ন *ডলার সংকটে গ্যাস আমদানি অনিশ্চয়তা তৈরি হয়েছে* *বাংলাদেশি নাগরিকদের ওপর মার্কিন স্যাংশন,কূটনৈতিক ব্যর্থতা, আন্তর্জাতিকভাবে কোণঠাসা* ❝পোস্টাল ব্যালট ও ট্রান্সফার করা ভোটব্যাংক হলো জামাত এনসিপি জোটের ডামি নির্বাচনের সুপরিকল্পিত কৌশল❞ পাকিস্তানের ইশারায় ক্রিকেট ধ্বংস, ইউনুস সরকারের ব্যর্থতা আর আসিফ নজরুলের নীরবতা—বাংলাদেশের ক্রিকেট আজ নেতৃত্বহীন লাশ শিবির ক্যাডারদের হাতে কারাগার, কারাগারে আটকে আওয়ামী লীগের উপর চলছে পরিকল্পিত গণহত্যা জাতিসংঘের প্রতিবেদনে স্বীকৃত সত্য : দক্ষিণ এশিয়ায় মূল্যস্ফীতির শিরোমণি বাংলাদেশ এখন রাজাকারের সাথে কে যোগ দিছে? বলেন আপনারা দেশের মানুষ” – জনতার কথা যারা মেধার কথা বলে রাজপথ জ্বালিয়েছিল, তারাই আজ কোটা খেয়ে সরকারি অফিসে— কোটা আন্দোলনের মুখোশে ক্ষমতার সিঁড়ি, সাধারণ ছাত্রদের ভাগ্যে শুধু ধোঁকা!