সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি – ইউ এস বাংলা নিউজ




সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ | ১১:১৫ 58 ভিউ
মহাসড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ ও অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে কাঁচপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। মহাসড়কের উভয় প্রান্তে সৃষ্টি হওয়া প্রায় ৬ ঘণ্টা ব্যাপী এ যানজটের কবলে পড়ে শতশত পরিবহন যাত্রী চরম দুর্ভোগ পোহান। অনেক পরিবহন যাত্রী তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটে রওনা হন। অনেকের মতে, অতিরিক্ত বৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন জায়গায় পাথর ও বিটুমিন সরে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলে ধীরগতি ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা

এলাকা থেকে কাঁচপুর পর্যন্ত উভয় প্রান্তে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে যানজট কাঁচপুর পয়েন্ট থেকে ঢাকা-সিলেট মহাসড়কেও ছড়িয়ে পড়ে। রাজধানী ঢাকা থেকে মোগড়াপাড়া চৌরাস্তার উদ্দেশ্যে রওনা হওয়া বাসযাত্রী হুমায়ুন কবির বলেন, ঢাকা থেকে স্বদেশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে উঠার পর প্রায় ২ ঘণ্টা যাবত কাঁচপুর বিসিক অংশে যানজটে আটকা পড়ে থাকতে হয়েছে। যানজটের তীব্রতা এত বেশি ছিল যে, বাধ্য হয়ে আমাকে প্রচণ্ড রোদের মধ্যে রিকশায় ও পায়ে হেঁটে মোগরাপাড়া চৌরাস্তায় এসে পৌঁছাতে হয়েছে। রমজান নামের আরেক বাসযাত্রী জানান, বৃহস্পতিবার রাস্তার উভয় লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। যানজটের কারণে আধা ঘণ্টার রাস্তা

আমার প্রায় ৩ ঘণ্টা সময় লেগেছে। মোগড়াপাড়া চৌরাস্তা মিনিবাস নাফ পরিবহণের যাত্রী জাহাঙ্গীর আলম জানান, তিনি মহাসড়কের মদনপুর যাওয়ার উদ্দেশ্যে সকালে গাড়িতে যাত্রী হিসেবে উঠে ছিলেন। টিপরদী পৌঁছানোর পরপরই তীব্র যানজটের কবলে পড়ে। প্রায় আড়াই ঘণ্টা যানজট ঠেলে গাড়িটি মহাসড়কের জাঙ্গাল এলাকায় গিয়ে পৌঁছে। এক পর্যায়ে বাধ্য হয়ে আমাকে বাস থেকে নেমে পায়ে হেঁটে মদনপুরে যেতে হয়েছে। নাফ পরিবহনের অপর এক যাত্রী হিরু মিয়া জানান, দীর্ঘদিন যাবত সংস্কার না করায় মহাসড়কের বিভিন্ন জায়গায় এখন খানাখন্দে পরিণত হয়। তাই প্রায়ই এ সড়কে এমন যানজটের কবলে পড়ে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে ও

অতিরিক্ত যানবাহনের চাপের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ (সওজের) কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। সওজ কর্তৃপক্ষ সড়ক সংস্কারের ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদেরকে অবহিত করেছে। তিনি জানান, সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার সরকারি ছুটির থাকায় বৃহস্পতিবার সকালে গাড়ির চাপ বেশি থাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ সকাল থেকেই রাস্তায় থেকে যানজট নিরসনে কাজ করছে। দুপুরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্ত্রী ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট দি‌নে বাংলা‌দে‌শি‌দের ২০টি স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট দে‌বে ইতা‌লি দূতাবাস হারানো এনআইডি তুলতে আর লাগবে না জিডি ‘হাড় নেই, চাপ দেবেন না’ চবি শিক্ষার্থীর মাথায় সতর্কবার্তা প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে উত্তাল চবি ইসরায়েলের সঙ্গে চুক্তি ভাঙার হুঁশিয়ারি দিল এক মুসলিম দেশ চট্টগ্রাম নগরজুড়ে চলছে দৃষ্টিনন্দন সাজসজ্জা বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা রেকর্ড ছুঁয়ে কমলো স্বর্ণের দাম তেল খাতে আবার শক্তিশালী হতে পারবে সিরিয়া? কিমের প্রিয় কন্যাকে নিয়ে চীন সফর, কেন এত আলোচনা? বিশেষ কর সুবিধা চায় প্রশাসন ক্যাডার মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসায় হামলা-ভাঙচুর চট্টগ্রামে পাইকারি বাজারে কমেছে চালের দাম দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ৪ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে ০৪ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি এখনো নিয়োগ হয়নি সেই ৫৩৬ পুলিশের