সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি – ইউ এস বাংলা নিউজ




সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ | ১১:১৫ 70 ভিউ
মহাসড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ ও অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে কাঁচপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। মহাসড়কের উভয় প্রান্তে সৃষ্টি হওয়া প্রায় ৬ ঘণ্টা ব্যাপী এ যানজটের কবলে পড়ে শতশত পরিবহন যাত্রী চরম দুর্ভোগ পোহান। অনেক পরিবহন যাত্রী তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটে রওনা হন। অনেকের মতে, অতিরিক্ত বৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন জায়গায় পাথর ও বিটুমিন সরে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলে ধীরগতি ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা

এলাকা থেকে কাঁচপুর পর্যন্ত উভয় প্রান্তে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে যানজট কাঁচপুর পয়েন্ট থেকে ঢাকা-সিলেট মহাসড়কেও ছড়িয়ে পড়ে। রাজধানী ঢাকা থেকে মোগড়াপাড়া চৌরাস্তার উদ্দেশ্যে রওনা হওয়া বাসযাত্রী হুমায়ুন কবির বলেন, ঢাকা থেকে স্বদেশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে উঠার পর প্রায় ২ ঘণ্টা যাবত কাঁচপুর বিসিক অংশে যানজটে আটকা পড়ে থাকতে হয়েছে। যানজটের তীব্রতা এত বেশি ছিল যে, বাধ্য হয়ে আমাকে প্রচণ্ড রোদের মধ্যে রিকশায় ও পায়ে হেঁটে মোগরাপাড়া চৌরাস্তায় এসে পৌঁছাতে হয়েছে। রমজান নামের আরেক বাসযাত্রী জানান, বৃহস্পতিবার রাস্তার উভয় লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। যানজটের কারণে আধা ঘণ্টার রাস্তা

আমার প্রায় ৩ ঘণ্টা সময় লেগেছে। মোগড়াপাড়া চৌরাস্তা মিনিবাস নাফ পরিবহণের যাত্রী জাহাঙ্গীর আলম জানান, তিনি মহাসড়কের মদনপুর যাওয়ার উদ্দেশ্যে সকালে গাড়িতে যাত্রী হিসেবে উঠে ছিলেন। টিপরদী পৌঁছানোর পরপরই তীব্র যানজটের কবলে পড়ে। প্রায় আড়াই ঘণ্টা যানজট ঠেলে গাড়িটি মহাসড়কের জাঙ্গাল এলাকায় গিয়ে পৌঁছে। এক পর্যায়ে বাধ্য হয়ে আমাকে বাস থেকে নেমে পায়ে হেঁটে মদনপুরে যেতে হয়েছে। নাফ পরিবহনের অপর এক যাত্রী হিরু মিয়া জানান, দীর্ঘদিন যাবত সংস্কার না করায় মহাসড়কের বিভিন্ন জায়গায় এখন খানাখন্দে পরিণত হয়। তাই প্রায়ই এ সড়কে এমন যানজটের কবলে পড়ে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে ও

অতিরিক্ত যানবাহনের চাপের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ (সওজের) কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। সওজ কর্তৃপক্ষ সড়ক সংস্কারের ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদেরকে অবহিত করেছে। তিনি জানান, সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার সরকারি ছুটির থাকায় বৃহস্পতিবার সকালে গাড়ির চাপ বেশি থাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ সকাল থেকেই রাস্তায় থেকে যানজট নিরসনে কাজ করছে। দুপুরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শুধু ঘুম পায়? মধ্যরাতে ঢাবি-ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ট্রাম্প না পেলেও শান্তির নোবেল ‘আমেরিকার স্বার্থে’ আরেকটি ‘নাকবা’: গাজা পুনর্গঠনে লেগে যাবে প্রজন্মের পর প্রজন্ম পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত ‘আপাতত’ স্থগিত মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা সম্পর্ক টিকিয়ে রাখার ৩ কৌশল মসজিদে ঢুকেই তাহিয়্যাতুল-মাসজিদ নামাজ আদায়ের গুরুত্ব উচ্চমূল্যের চাপে মধ্যবিত্ত হয়ে যাচ্ছে নিম্নবিত্ত নূতন-কাজলকে পেছনে ফেললেন আলিয়া! উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছেন কিন্তু শিক্ষকের বেলায় টাকা নেই: সামান্তা সোমবার থেকে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ৯৫৩ প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা দিলেন আফগান মন্ত্রী আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল ও ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের ৬টি ফিল্মফেয়ার, অনন্য উচ্চতায় আলিয়া ভাট মাউশি ভেঙে হচ্ছে দুই অধিদপ্তর বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছেন