সিভিল সার্জন অফিসে দু’জন সার্জন, বিব্রতকর পরিস্থিতিতে জেলার চিকিৎসকরা – ইউ এস বাংলা নিউজ




সিভিল সার্জন অফিসে দু’জন সার্জন, বিব্রতকর পরিস্থিতিতে জেলার চিকিৎসকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০৮ 23 ভিউ
বগুড়ায় সিভিল সার্জন অফিসে নতুন সিভিল সার্জন যোগদান করলেও বগুড়া থেকে সদ্য বদলিকৃত সিভিল সার্জন না গিয়ে বগুড়াতেই তার বদলি স্থগিতের জন্য চেষ্টা চালাচ্ছেন। দুইজন সিভিল সার্জন নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবে জেলা স্বাস্থ্যসেবা অফিসের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ১৪ সেপ্টেম্বর বগুড়া জেলা সিভিল সার্জন ডা. এ কেএম মোফাখখারুল ইসলামকে সিভিল সার্জন হিসেবে মানিকগঞ্জ জেলায় এবং মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন খুরশীদ আলমকে বগুড়া সিভিল সার্জন হিসেবে যোগদান করতে বলা হয়। ওই প্রজ্ঞাপনে স্ব স্ব কর্মস্থলে ১৭ সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ডা. খুরশিদ আলম বগুড়া

সিভিল সার্জন অফিসে যোগদান করতে এলে সিভিল সার্জন মোফাখখারুল ইসলামকে তিনি পাননি। এছাড়াও সেখানকার কিছু চিকিৎসক নেতৃবৃন্দ তাকে যোগদানে বাধা দেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। পরে ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় পরিচালক অফিসে যোগাযোগ করে সেখানে যোগদান করেন। তবে এখন পর্যন্ত তাকে দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না বলে জানা গেছে। এ পরিস্থিতিতে সিভিল সার্জনের পদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এক অফিসে দুই কর্মকর্তা নিয়ে জেলার ডাক্তারদের মধ্য বিভেদ তৈরি হয়েছে। বগুড়ায় এখন কোন সিভিল সার্জন আছেন এ ব্যাপারে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. নূর এ সাদিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডা. খুরশিদ আলম সিভিল সার্জন হিসেবে দপ্তরে আসছেন এবং কাজ

করছেন। বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারজানুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডা. খুরশিদ আলম সিভিল সার্জন হিসেবে যোগাদান করলেও এখনও তাকে ডা. মোফাখখারুল ইসলাম অফিসিয়ালি দায়িত্ব হস্তান্তর করেননি। এই নিয়ে চিকিৎসকরা এক বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছেন। এ ব্যাপারে বগুড়ায় সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. খুরশিদ আলমের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনের সুইচ বন্ধ পাওয়া যায়। অন্যদিকে ডা. এ কেএম মোফাখখারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো মানিকগঞ্জে যোগদান করেননি। তার বদলির আদেশ স্থগিত করার জন্য তিনি চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাতারের আকাশসীমা ১২ ঘন্টা পর উন্মুক্ত চ্যাম্পিয়ন ভারত, শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানের হার অমর একুশে বইমেলা স্থগিত পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন খাগড়াছড়িতে গুলিতে ৩ জন নিহত সিভিল সার্জন অফিসে দু’জন সার্জন, বিব্রতকর পরিস্থিতিতে জেলার চিকিৎসকরা ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ৮৪৫ শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছাড়িয়েছে চালু হলো বিশ্বের উচ্চতম সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখল জাতিসংঘ তিন নারীকে হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা হজের তিন প্যাকেজ ঘোষণা, কমছে খরচ বাগরাম দখলে পাঁয়তারা ট্রাম্পের, বাগড়া দিচ্ছে রাশিয়া-চীন-ইরান-পাকিস্তান হাজি সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি জব্দ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪৫ ফাইনাল পরিত্যক্ত হলে কোন দলের হাতে উঠবে ট্রফি, কী আছে নিয়মে ১ অক্টোবর খুলছে না কেওক্রাডং পর্যটন কেন্দ্র গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ আসছে নিষেধাজ্ঞা, উপকূলজুড়ে বিষাদের ছায়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের অভিযান