শার্শায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০ জন – ইউ এস বাংলা নিউজ




শার্শায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০ জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:২৬ 15 ভিউ
যশোরের শার্শা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রোববার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বাধীন দুই পক্ষের প্রায় ৩০ জন অংশ নেন এই সংঘর্ষে। এ সময় আব্দুর রাজ্জাককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। তাকে বাঁচাতে গেলে রুহুল আমিনসহ আরও কয়েকজন মারধরের শিকার হন। আহতদের মধ্যে আব্দুর রাজ্জাক, রুহুল আমিন, টিটু ও নাজমুলকে যশোর জেনারেল

হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ঘটনার পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন অভিযোগ করে বলেন, “কোনো কারণ ছাড়াই আমাদের ১০-১২ জন সমর্থককে প্রতিপক্ষের লোকজন হামলা করে গুরুতর জখম করেছে। আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি এবং মামলার প্রস্তুতিও চলছে।” তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির দাবি করেন, “এটি রাজনৈতিক কোনো ঘটনা নয়। প্রাইভেটকার চালকদের অভ্যন্তরীণ বিরোধ থেকেই সংঘর্ষ ঘটেছে। উভয় পক্ষই বিএনপির কর্মী হলেও বিষয়টি দলীয় নয়।” এ বিষয়ে শার্শা থানার ওসি আব্দুল আলিম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তিনি বলেন, “অভিযোগ পেলে তদন্ত

সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” রাজনৈতিক অঙ্গনে দলীয় কোন্দল নিয়ে এ ধরনের সহিংসতা শার্শা অঞ্চলে নতুন নয়। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন সংঘর্ষের জন্ম দিচ্ছে, যা এখন দলের জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শার্শায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০ জন এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ে বাংলাদেশ চবির সব পরীক্ষা ৪ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত ঢাবি ভিসির বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ শার্শায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০ জন ধূমকেতু বাংলাদেশে মুক্তির পথে ৩৮ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে কর কর্মকর্তা মিতু বরখাস্ত ফোর্বসের তালিকায় এশিয়ার শীর্ষ ১০০ স্টার্টআপে বাংলাদেশের পাঠাও ও সম্ভব চবিতে সংঘর্ষ : হাসপাতালে ভর্তি ১২ শিক্ষার্থী, দুজন লাইফ সাপোর্টে ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত বাংলাদেশের নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, দেখে নিন একাদশ অবরোধে ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে কর কর্মকর্তা বরখাস্ত ইরানের হামলায় ১২ দিনে ধ্বংস হলো ইসরায়েলের ২১টি স্থাপনা আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৬ শতাধিক, আহত ১৫০০ ক্রিকেট বোর্ডের নির্বাচন কবে, জানিয়ে দিল বিসিবি ৩০ জুলাইয়ের ভাঙা কাচের ছবি নিয়ে বামজোট প্রার্থীর ব্যাখ্যা চার মাসের মধ্যে স্বর্ণের দামে রেকর্ড, পিছিয়ে নেই রুপাও দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ