মহেশখালীতে কেন গেলেন পিটার হাস – ইউ এস বাংলা নিউজ




মহেশখালীতে কেন গেলেন পিটার হাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:১৩ 50 ভিউ
ঢাকা থেকে একদিনের সফরে কক্সবাজারে গেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিমানযোগে কক্সবাজারে নেমেই তিনি মহেশখালীতে যান। এ সময় তার সঙ্গে কেএম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া নামের আরও ২ ব্যক্তি ছিলেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে গত শনিবার (৩০ আগস্ট) এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে এসেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। জানা গেছে, ঢাকা থেকে পিটার হাসসহ তিনজনই কক্সবাজার পৌঁছে বিমানবন্দর থেকে শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর ঘাট থেকে স্পিডবোটযোগে মহেশখালীতে যান। মহেশখালীতে পৌঁছার পর তাদের সঙ্গে যুক্ত হোন হোপ ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের কর্মকর্তারা। পরে মহেশখালী জেটিঘাট থেকে

প্রতিনিধি দলটি উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপড়ায় পৌঁছান। এ সময় সেখানে হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক জানান, নয়াপড়ায় হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন এবং হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় মিলিত হন। পরে সেখানে এক বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এবং গাছের চারা রোপণ করেন পিটার ডি হাস। পরে প্রতিনিধি দলটি উপজেলার বড় মহেশখালী নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিদর্শনে যান। এ সময় শক্তি ফাউন্ডেশনের হেড অব ফিল্ড অপারেশন মোহাম্মদ কামরুজ্জামান প্রতিনিধি দলকে স্বাগত জানান। এ সময় তিনি শক্তি ফাউন্ডেশনের কার্যক্রম ও চিকিৎসা ক্যাম্পের

খোঁজখবর নেন। পরে প্রতিনিধি দলটি মহেশখালীর আদিনাথ মন্দির এলাকা পরিদর্শন করেন এবং বেলা আড়াইটার দিকে মহেশখালী আদিনাথ জেটিঘাট হয়ে নদীপথে মহেশখালী ত্যাগ করেন। পরিদর্শনের সময় মহেশখালী থানার একটি পুলিশ দল তার নিরাপত্তায় ছিলেন। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আজ সন্ধ্যায় ইউএস বাংলা এয়ারলাইন্সের BS-158 ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি ঢাকায় ফিরবেন। উল্লেখ্য, গত বছরের আগস্টে রক্তক্ষয়ী গণবিক্ষোভের পর ছাত্র-জনতার ইচ্ছাতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ওই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রদের নিয়ে গঠিত হয় নতুন রাজনৈতিক দল এনসিপি। জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তির বিশেষ দিন গত ৫ আগস্ট এনসিপির পাঁচ শীর্ষস্থানীয় নেতা হঠাৎ কক্সবাজারে যান। সেখানে হোটেল সি পার্লে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক

করছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে তোলপাড় শুরু হয় দেশজুড়ে। অবশ্য ওয়াশিংটনের একটি সূত্র সে সময় নিশ্চিত করে, পিটার হাস বাংলাদেশে নন, বরং ওয়াশিংটনে অবস্থান করছেন। তবে এবার জল্পনা কাটিয়ে সত্যিই পিটার হাস কক্সবাজারে। বাংলাদেশে রাষ্ট্রদূত থাকাকালে নানা কারণে সব সময়েই আলোচনায় ছিলেন পিটার হাস। গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের মাত্র কয়েকদিন আগে তিনি বাংলাদেশে তার দায়িত্ব পালন শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে ২৭ সেপ্টেম্বর দেশটির ফরেন সার্ভিস থেকে অবসর নেন। এর মাত্র তিন দিনের ব্যবধানে ১ অক্টোবর যোগ দেন এক্সিলারেট এনার্জিতে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন এই বহুজাতিক কোম্পানির বিনিয়োগ রয়েছে বাংলাদেশে। কোম্পানিটি কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পিপিআরসি জরিপ: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ৭০% মানুষের উদ্বেগ ও শঙ্কা কালীগঞ্জে হিন্দু নারী ধর্ষণ: মিমাংসার প্রস্তাবে রাজি না হলে গুম করার হুমকি ১০৪ সদস্যের লটবহর নিয়ে ড. ইউনূসের নিউইয়র্ক সফর: জনগণের অর্থের শ্রাদ্ধ করে প্রাপ্তিযোগ কী? দেশে থেমে গেছে বিনিয়োগ: সংকোচন, স্থবিরতা ও অনিশ্চয়তার দুষ্টচক্রে অর্থনীতি জাতিসংঘে ট্রাম্পের বক্তৃতার সময় ‘নাশকতার’ অভিযোগ: তদন্তের দাবি জেএফকের মতোই ড. ইউনুস একদিন সঙ্গীদের ছেড়ে দেশ থেকে পালাবেন! আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার প্রত্যাশা বাড়ছে ‘অন্যায় চলতে থাকলে প্রতিক্রিয়া আসবেই’— মোহাম্মদ এ. আরাফাতের হুঁশিয়ারি আন্তর্জাতিক অপশক্তির সাথে সম্পৃক্ত শিশু বক্তার দম্ভোক্তি: আমরা এখন আর আঞ্চলিক খেলোয়াড় না বন্ধ হচ্ছে সিইপিজেডের কারখানাগুলো: সংকট ধামাচাপায় সংবাদ প্রকাশে বাধা দিলেও দাবিয়ে রাখা যায়নি শ্রমিকদের অপহরণসহ সকল অপরাধ বেড়েছে কয়েক গুণ: ইউনূস-আমলে আইনশৃঙ্খলার চরম অবনতি নিজ ভূখণ্ডে পাকি বিমানবাহিনীর বোমাবর্ষণ: নারী-শিশুসহ নিহত ৩০, অস্বীকার সরকারের অন্ধকারের হাতছানি বিগ চেঞ্জ পদক পেয়ে ড. ইউনূস: মানুষের সব সমস্যার সমাধান ব্যবসায়িক উপায়ে করা সম্ভব আবারও বাড়তে পারে সয়াবিন তেলের দাম, ক্ষোভ হতাশায় নিম্নআয়ের মানুষ দূর্গাপুজায় ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় চট্টগ্রামঃ উচ্চ ঝুঁকিতে পাঁচ জেলা বাণিজ্য সচিব নিয়োগে এনসিপি নেতা নাহিদকে ৩৫ কোটি টাকা ঘুষ প্রদানের অভিযোগ অনন্ত-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা হয়রানি ঠেকাতে ওয়ারেন্ট সমন যাবে অনলাইনে রাজধানীতে আজ কোথায় কী