বেক্সিমকোর শ্রমিকদের মহাসড়ক অবরোধ – ইউ এস বাংলা নিউজ




বেক্সিমকোর শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ | ৫:৪৮ 95 ভিউ
গাজীপুর মহানগরের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় বকেয়া বেতনের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। আজ সকাল থেকে এখনো পর্যন্ত (সন্ধ্যা সোয়া ৭টা) ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তা ও অন্যান্য কারণে আশপাশের কয়েকটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সোমবার সকাল ৯টা থেকে তাঁরা চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান অবরোধ করে রাখে। এক মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা ৭ দিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রবিবার বেতন দেওয়ার আশ্বাসে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে অবরোধ তুলে নেয়। রবিবার (২৪ নভেম্বর) বিকেলেও বকেয়া বেতন না পেয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াাল পার্কের শ্রমিকেরা সোমবার থেকে আবারও আন্দোলনে নেমেছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের

প্রায় অর্ধেক শ্রমিক অক্টোবর মাসের বেতন পেয়েছে। যারা বেতন পাননি তারা বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। এ রিপোর্ট লেখার সময় (সন্ধ্যা সোয়া ৭টা) পর্যন্ত শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেচে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০ হাজার শ্রমিক রয়েছেন। তাঁদের মধ্যে পোশাক কারখানার শ্রমিকেরা অক্টোবর মাসের বেতন পাননি। আন্দোলনরত শ্রমিকেরা জানান, বেতনের দাবিতে ১৪ নভেম্বর থেকে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে অনেক শ্রমিকের মুঠোফোনে বেতনের টাকার ম্যাসেজ পাঠায় কর্তৃপক্ষ। বেতনের টাকা পেয়ে ওই দিন রাত পৌনে ৮টার দিকে শ্রমিকেরা সড়ক

অবরোধ প্রত্যাহার করেন। শনিবার সারাদিন শ্রমিকদের মুঠোফোনে বেতনের ম্যাসেজ না আসায় তরা রবিবার সকাল থেকে সড়ক অবরোধ করেন। বেতন না পাওয়ায় তারা সড়কে টায়ারে আগুন জ¦ালিয়ে অবরোধ করে বিক্ষোভ করছে। চন্দ্রা-নবীনগর অবরোধের ফলে ওই পথে যান চলাচল ব্যাহত হচ্ছে। সড়ক ব্যবহারকারীরা ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশায় যাতায়াত করছেন। উত্তরবঙ্গের দূরপাল্লার যানবাহন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর এবং কালিয়াকৈর থেকে ধামরাই আঞ্চলিক সড়ক দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কিছু শ্রমিক বেতন পেয়েছেন। অনেকে এখনো বকেয়া বেতন পাননি। শ্রমিকেরা বকেয়া বেতনের দাবীতে সড়ক অবরোধ করায় সকাল থেকে চন্দ্রা-নবীনগর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির মামলায় ১০ পুলিশ গ্রেফতার এশিয়া কাপে ফিরছেন বাবর আজম ‘তার ঠোঁট দুটো যেন মেশিনগানের মতো’ ‘বেসবলে’ ৬,৭৫০ স্বাক্ষর, ছয় সপ্তাহ ঘুরে বিশ্ব রেকর্ড ওবামা প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ মার্কিন বিচার বিভাগের ইমরান খানের মুক্তির দাবিতে আজও পাকিস্তানে বিক্ষোভ ট্রাম্পের শুল্কনীতি সার্বভৌমত্বের উপর ‘সরাসরি হস্তক্ষেপ’: রাশিয়া শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান শাকিব-বুবলীর সম্পর্ক নতুনভাবে ফিরে আসেনি, বরং পরিণত হয়ে উঠেছে: চয়নিকা হার্টের রিং-এর দাম কমানোর সিদ্ধান্ত সরকারের যেসব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাইভ করতে পারবে না ইয়েমেন উপকূলে নৌকাডুবি: নিহত বেড়ে ১৪৪ রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে ট্রাম্পের মন্তব্য অযৌক্তিক: ভারত ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ‘ছাত্রশিবিরের নেতা-কর্মীরা’, আবদুল কাদেরের পোস্ট ‘বাংলাদেশি ভাষার’ অনুবাদক কেন খুঁজছে দিল্লি পুলিশ? সারাদেশে আওয়ামী লীগের ১ হাজার ৫৯৩ নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীর দুই পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণ রাজধানীসহ ৬ অঞ্চলে ঝড়ের আভাস কলকাতায় ‘মিনি বাংলাদেশে’ বছরে ক্ষতি ১ হাজার কোটি রুপি রাশিয়া যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত