বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন তামিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬
     ১০:১০ অপরাহ্ণ

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন তামিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬ | ১০:১০ 13 ভিউ
ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঘিরে যখন নানা জল্পনা ও আলোচনা চলছে, তখন বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রকাশ্যে মন্তব্য করলে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি হয়, যা শেষ পর্যন্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সাম্প্রতিক এই আলোচনার সূত্রপাত হয় টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। আইপিএলের সর্বশেষ মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে ৯.২০ কোটি রুপিতে দলে নেয়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই স্কোয়াড থেকে বাদ পড়েন এই বাংলাদেশি পেসার। অভিযোগ ওঠে, ভারতের বিভিন্ন স্থানে কট্টরপন্থী সংগঠনগুলোর বিক্ষোভের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়, যার পরোক্ষ প্রভাব

পড়ে দুই দেশের ক্রিকেট সম্পর্কেও। এই প্রেক্ষাপটে বিসিবি ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। আজ এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তামিম বলেন, “একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর এবং আইসিসির সঙ্গে আলোচনা শেষ হওয়ার পরই মন্তব্য করা উচিত। প্রতিটি ধাপে কথা বললে অকারণ অনিশ্চয়তা তৈরি হয়—যেটা এখন দেখা যাচ্ছে।” তিনি আরও যোগ করেন, “এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত বদলে যায়, তখন আগের বক্তব্যের ব্যাখ্যা দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই আমার মনে হয়, আগে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিন, তারপর সেটা সবাইকে জানান।” নিরাপত্তা ও কূটনৈতিক বাস্তবতা নিয়েও মত দেন তামিম। তার ভাষায়, “আমরা যখন আগে ভারতে গিয়েছি, তখন এ ধরনের পরিস্থিতির মুখে

পড়িনি। নিরাপত্তা নিয়েও কোনো শঙ্কা ছিল না। এখন পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে। যেহেতু আমার হাতে সব তথ্য নেই, তাই মন্তব্য করতে চাই না। তবে একটা কথা বলব—পৃথিবীর অনেক সমস্যাই আলোচনা আর সংলাপের মাধ্যমে সমাধান করা যায়।” সবশেষে বিসিবিকে সংযত ও আলোচনাভিত্তিক পথে এগোনোর পরামর্শ দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তার মতে, পারস্পরিক যোগাযোগ ও সমঝোতার মাধ্যমেই এই জটিল পরিস্থিতির সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউনুসের পাতানো নির্বাচন, যেন ভোটের কোন দরকার নাই! এবার বসুন্ধরার গণমাধ্যম পুড়িয়ে দেওয়ার হুমকি জুলাই আন্দোলনকারীদের যে দেশে খুনিরাই আইন বানায়, সে দেশে খুনের পর আনন্দ মিছিল করাই তো স্বাভাবিক! নোবেল বিজয়ী মহাজন, দেউলিয়া জাতি: ক্যুর সতেরো মাসে তলানিতে অর্থনীতি অর্থনীতির ধসে পড়া আর ইউনূসের অক্ষমতা: পাঁচ মাসের ভয়াবহ বাস্তবতা নির্বাচনের আগে পুলিশের হাতে চুড়ি পরাতে চায় বৈছাআ, নির্দেশনায় জামায়াত দিনাজপুরে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়: স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেফতার ৫ দেশ গভীর সংকটে, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া মুক্তি নেই’: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিবৃতি সাইনবোর্ডে দুর্ধর্ষ ডাকাতি: চালকের গলায় ছুরি ঠেকিয়ে সর্বস্ব লুট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কুমিল্লায় বাস উল্টে নিহত ২, আহত ১৫ নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইইউ সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত: তামিম ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ আন্তর্জাতিক ও জাতিসংঘের ৬৬ সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভেজাল মদের কারখানা ও ‘কুশ’ ল্যাবের সন্ধান কানাডার এমপি পদ থেকে পদত্যাগ করলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তৃণমূলের পরামর্শক সংস্থায় ইডির অভিযান, ফাইল-হার্ডডিস্ক নিয়ে এলেন মমতা তেলের দখল সামনে আনছে পেট্রোডলার, শুল্কের রাজনীতি অ্যাপল এবার সাশ্রয়ী হবে