ইউ এস বাংলা নিউজ ডেক্স
পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য দোয়া চাইলেন সাকিব আল হাসান
পবিত্র ভূমি মক্কা থেকে বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও দেশের শান্তি কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে তাকে ইহরাম বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে।
ছবির ক্যাপশনে সাকিব আল হাসান মহান আল্লাহর কাছে প্রার্থনা করে ইংরেজিতে লিখেছেন, “May Allah keep bangladesh and people of Bangladesh safe.” যার বাংলা অর্থ দাঁড়ায়, “মহান আল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখুন।”
সাকিবের এই পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পোস্টটিতে হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। কমেন্ট বক্সে ভক্ত
ও শুভাকাঙ্ক্ষীরাও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে ‘আমিন’ লিখেছেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন। এই ছবি ও পোস্টের মাধ্যমে ধারণা করা হচ্ছে তিনি বর্তমানে পবিত্র ওমরাহ পালন বা জিয়ারতের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে তার এই বার্তাটি বেশ গুরুত্বের সাথে দেখছেন নেটিজেনরা।
ও শুভাকাঙ্ক্ষীরাও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে ‘আমিন’ লিখেছেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন। এই ছবি ও পোস্টের মাধ্যমে ধারণা করা হচ্ছে তিনি বর্তমানে পবিত্র ওমরাহ পালন বা জিয়ারতের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে তার এই বার্তাটি বেশ গুরুত্বের সাথে দেখছেন নেটিজেনরা।



