দুর্ঘটনা নয়, প্রিন্সেস ডায়নাকে মেরে ফেলা হয়! – ইউ এস বাংলা নিউজ




দুর্ঘটনা নয়, প্রিন্সেস ডায়নাকে মেরে ফেলা হয়!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ | ৭:২২ 6 ভিউ
প্রিন্সেস ডায়না। যিনি ছিলেন ব্রিটিশ রাজ পরিবারের পুত্রবধু। কিন্তু মন জয় করেছিলেন সমগ্র বিশ্ববাসীর। তিনি ছিলেন জনগনের রাজকন্যা। প্রিন্সেস ডায়না যারা চিনতেন।তারা সবাই তাকে আদর করতেন এবং তিনি যেখানেই যেতেন সেখানেই আলো ছড়িয়ে আসতেন। তিনি তার করুনা, দয়া এবং কমনীয়তার জন্য পরিচিত ছিলেন। প্রিন্সেস ডায়না রহস্যময় সৌন্দর্যের মতো তার মৃত্যুটাও রয়েছে রহস্যে ঘেরা। তার এই মৃত্যু রহস্যের সঙ্গে বারবার ঘুরে আসে তার প্রেম, বিয়ে ও উদ্যাম জীবন যাপনের কথা। এত অল্প বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়াকে জীবনের নিষ্ঠুরতা মনে করেন অনেকে। প্রিন্সেস ডায়নার মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়ে। তখন বিশ্বের হাজার হাজার মানুষকে প্রভাবিত করে।

বিশেষ করে তার মৃত্যুর খবর প্রথম ফাঁস হওয়ার পর সারা বিশ্বে শোকের মাতব চলছিলো। তার মৃত্যুর বিষয় আজও মানুষের হৃদয়ে দাগ কাটে। ১৯৯৭ সালে ৩০ আগষ্ট প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় প্রিন্সেস ডায়নার মৃত্যু হয়। সে সময় তদন্ত করে জানা যায়। পাপ্পবাজ্জিদের এড়াতে একটি টানেলে ঢুকে যায় গাড়িটি। প্রিন্সেস ডায়না সঙ্গে ছিলেন তার প্রাক্তন প্রেমিক মিশরীয় ব্যবসায়ী দোদি ফায়েদ। দুর্ঘটনার কয়েক ঘন্টা পরে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে প্রিন্সেস ডায়না। গাড়ির চালক ও প্রেমিক ঘটনার স্থলেই মারা যান। তাদের দেহরক্ষি গুরুতর আহত হন। নতুন করে প্রিন্সেস ডায়নার মৃত্যুর মোড় অন্য দিকে নিয়েছে। নতুন করে প্রমাণ পাওয়া গেছে যে এই

মহীয়সী নারীর মৃত্যু গাড়ি দুর্ঘটনায় হয়নি। বরং তাকে মেরে ফেলা হয়েছে। জন হার্বার্ট কিং নামে এক ব্রিটিশ অবসরপ্রাপ্ত এমআই৫ গোয়েন্দা এমন তথ্য দিয়েছেছেন। যখন এই অসুস্থ গোয়েন্দা বেশিদিন আর বাঁচবেন না। কিন্তু শেষ পর্যন্ত দুনিয়া থেকে যাওয়ার আগে তিনি এই তথ্য দেন। তিনি এও বলেছেন, ডায়নার মৃত্যুর সময় যারা জড়িত ছিলেন। তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে মারা গেছেন। যে এই অপরাদের সাথে তিনি নিজে জড়িত ছিলেন বলেন স্বীকার করেছেন। জন কিংস এখন ৮০ বছর বয়সি। তার জীবনের ৩৮ বছর গোয়েন্দা হিসেবে কাজ করেছেন। তার প্রধান কাজ ছিলো রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করা। কিন্তু তার বস তাকে প্রিন্সেস

ডায়না নির্মূল করতে বলেছিলেন। কারন, তিনি অনেক রাজকীয় গোপনীয়তা জানতেন। ব্রিটিশ পরিবারে ডায়নাকে নিয়ে ছিল অনেক ক্ষোভ। সে কারণে সবাই চেয়েছিলেন রাজপরিবারের স্বার্থ হলেও প্রিন্সেস ডায়নাকে মেরে ফেলতে হবে এবং এটিকে একটা দুর্ঘটনার মতো দেখাতে হবে। অবসর প্রাপ্ত ঐগোয়েন্দা বলেন, এর আগে কখনো কোন নারীকে হত্যা করিনি। আমি শুধু আদেশ পালন করেছি। আমি রানী ও দেশের জন্য এটি করেছি। তবে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত কিং।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্ত্রী ছাড়াও লিটনের ‘কামব্যাকের’ নেপথ্যে যিনি ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’ গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি কার নিন্দা করো, তুমি মাথা করো নত স্ত্রী ছাড়াও লিটনের ‘কামব্যাকের’ নেপথ্যে যিনি মোবাইল ইন্টারনেট নিয়ে সুখবর, যুক্ত হবে ‘ক্যারি ফরওয়ার্ড’ ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কোটি টাকার সরঞ্জামাদি নষ্ট দরপত্রে বেড়েছে তদবির সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চান সৌদি পররাষ্ট্রমন্ত্রী এখনও আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ইন্টারনেট হাঁটতে পারছেন খালেদা জিয়া, দোয়া চাইলেন দেশবাসীর কাছে জবির দ্বিতীয় ক্যাম্পাস: মধ্যরাতে অনশনে যোগ দিলেন অর্ধশতাধিক ছাত্রী যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক ইলন মাস্ক! একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল ব্যাংকে কর্মরত ২ লক্ষ মানুষ চাকরি হারাতে পারেন লস অ্যাঞ্জেলেসে দাবানল: বাতাস বাড়ার সাথে দেখা দিচ্ছে নতুন শঙ্কা দুর্ঘটনা নয়, প্রিন্সেস ডায়নাকে মেরে ফেলা হয়! আমদানি করা চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে রিয়ালকে বিধ্বস্ত করে বার্সার শিরোপা উৎসব