দাবানল নিয়ন্ত্রণে কারাবন্দি মোতায়েন, যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনায় রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫
     ৫:০৫ অপরাহ্ণ

দাবানল নিয়ন্ত্রণে কারাবন্দি মোতায়েন, যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনায় রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ | ৫:০৫ 123 ভিউ
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচনা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সরাসরি অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার চীনকে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করলেও, নিজেরাই ৩৯৫ জন বন্দিকে দাবানল নিয়ন্ত্রণে পাঠিয়েছে। রোববার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তাসংস্থা তাস। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ কারেকশন্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন সূত্রে জানা গেছে, রাজ্য কর্তৃপক্ষ ৩৯৫ জন বন্দিকে দাবানল নিয়ন্ত্রণে পাঠিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এদের মধ্যে বেশিরভাগই ছিল ছোটখাটো অপরাধে দণ্ডিত ব্যক্তি। রাশিয়ার মুখপাত্র মারিয়া জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন কর্মকর্তারা চীনের বিরুদ্ধে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ

তুলেছেন, বিশেষ করে শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে। ২০২৩ সালে ওয়াশিংটন বেশ কয়েকটি চীনা কোম্পানির ওপর পণ্য আমদানিতে সীমাবদ্ধতা আরোপ করে, এতে দাবি করা হয় জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদিত হচ্ছে। জাখারোভা প্রশ্ন তোলেন, এই পরিস্থিতিতে কি কংগ্রেস ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ, বেসরকারি কোম্পানি এবং সাধারণ আমেরিকানদের বিরুদ্ধে বন্দিদের শ্রমিক হিসেবে ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা আরোপের বিল তৈরি করবে? তিনি আরও বলেন, আমরা এই ভণ্ডামি দেখতে দেখতে ক্লান্ত! জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের মানবাধিকারের চ্যাম্পিয়ন বলে দাবি করলেও, এই দ্বিচারিতা তাদের নীতিগত দুর্বলতা এবং স্বার্থপরতা উন্মোচন করেছে। রুশ মুখপাত্রের ভাষ্য, অন্যদের দোষারোপ করে নিজেকে ধোয়া তুলসীপাতা বলে তুলে ধরার এই নীতি শুধু ভণ্ডামি নয়, এটি আন্তর্জাতিক পর্যায়ে নৈতিক দেউলিয়াত্বের

চিহ্ন। লস অ্যাঞ্জেলেসজুড়ে নিয়ন্ত্রণহীনভাবে দাবানল ছড়িয়ে পড়লে দমকল বাহিনীর সঙ্গে কারাবন্দিদের নিযুক্ত করা হয়। বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের (সিডিসিআর) নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলা স্বেচ্ছাসেবী কর্মসূচির অংশ হিসেবে এসব বন্দিকে সেখানে মোতায়েন করা হয়েছে। এতে প্রায় এক হাজার কারাবন্দি নারী-পুরুষ রয়েছে। তারা দাবালন নিয়ন্ত্রণে কমলা রঙের ‘জাম্পসুট’ পরে ক্যালিফোর্নিয়ার পেশাদার দমকলবাহিনীর সঙ্গে কাজ করছেন। বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার অপেশাদার দমকলকর্মীরা যে পারিশ্রমিক পান, তার তুলনায় বন্দি দমকলকর্মীদের উপার্জন অনেক কম। একজন অপেশাদার দমকলকর্মীর বছরে সর্বোচ্চ এক লাখ ডলার আয় করার সুযোগও রয়েছে। লস অ্যাঞ্জেলেসে ৭ জানুয়ারি থেকে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে। আবহাওয়াবিদদের

মতে, শুষ্ক ও দমকা আবহাওয়া ছিল আগুনের দ্রুত বিস্তারের কারণ। প্রায় ১ লাখ ৮০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে আগুনে ১২,৩০০ এরও বেশি কাঠামো ধ্বংস হয়েছে, এবং ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলারে পৌঁছেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার রায়কে ‘পাত্তা’ দিল না ভারত, বিবৃতির পরতে পরতে কূটনৈতিক বার্তা অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা বঙ্গোপসাগরে নিরাপত্তা জোরদার: বাংলাদেশ নিয়ে উদ্বেগের জেরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে নজরদারি বাড়াচ্ছে ভারত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় ‘ক্যাঙ্গারু কোর্টের প্রহসন’, প্রত্যাখ্যান ছাত্রলীগের সাবেক নেতাদের আমি ক্ষুব্ধ, আমি কষ্ট পাচ্ছি: শেখ হাসিনার আইনজীবী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক স্ট্যাটাস অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে প্রদত্ত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘ক্যাঙ্গারু কোর্টের রায় মানি না’, ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের শাটডাউন ঘোষণা রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা মানিকগঞ্জের শিবালয়ে গ্রামীণ ব্যাংক অফিসে আগুন, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ ফ্যাসিস্ট ইউনুসের প্রশাসনিক মব সন্ত্রাসের শিকার বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা – কর্মীরা। অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুসের শাসনামলে কতটুকু শান্তিতে আছে দেশের মানুষ? ৩২ নম্বরে উত্তেজনা, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ রাজসাক্ষী মামুনের ৫ বছরের কারাদণ্ড আবারও বিতর্কিত মন্তব্য কঙ্গনার ৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা শাওনের এলজিবিটি কমিউনিটিকে ব্যবহার করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, আলোচনায় একাধিক নাম বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল চীনে সাত দশকের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন