ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার
এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের
রাজধানীতে চালু হচ্ছে ই-টিকিট
বৈধতাহীন সরকারের কূটনৈতিক অক্ষমতার দাম চুকাচ্ছে সীমান্তের পঙ্গু মানুষেরা
ভ্যাকু দিয়ে ২০০ বছরের মন্দির ভাঙা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত বার্তা—এই দেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়
নাটোরে পুকুরে লাশ, রাষ্ট্রে ডুবে যাচ্ছে সংখ্যালঘুর নিরাপত্তা। অবৈধ জামাতি ইউনুসের শাসনে সংখ্যালঘুর জীবন এখন সবচেয়ে সস্তা।
পুকুরে লাশ, রাষ্ট্রের মুখে তালা: সংখ্যালঘু নিরাপত্তা ভেঙে পড়েছে—জবাবদিহির দায় কার?
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট
গাজীপুরের শ্রীপুরে বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। উপজেলার নয়নপুর এলাকার আরএকে সিরামিক কারখানার শত শত শ্রমিকরা আজ বুধবার সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছায়। তাদের মধ্যস্থতায় পোশাক শ্রমিকরা সড়ক থেকে সরে যান।
এদিকে শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কের দু-পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ তাদের নিয়ম অনুযায়ী আমাদের বাৎসরিক ইনক্রিমেন্ট, বেতন-ভাতা পরিশোধ করছে না। বছরের পর বছর আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের বিষয়টি সবারই জানা। বর্তমানে আমাদের সাংসারিক খরচ চালাতে হিমশিম খেতে
হচ্ছে। তাই আমরা ইনক্রিমেন্টের দাবিতে রাস্তায় নেমে এসেছি। আমাদের দুই বছরের ইনক্রিমেন্ট বকেয়া রয়েছে। এসব পরিশোধের দাবি কারখানা কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও শুনছে না তারা, বরং এসব দাবি পেশ করা কর্মকর্তা-কর্মচারীদের চাকরি ছেড়ে ছাটাই করা হয়। আরএকে সিরামিক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, শ্রমিকদের ইনক্রিমেন্টের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে শ্রমিকরা আজকের মধ্যেই তাদের দাবি পরিশোধের কথা বলছে। কারখানা কর্তৃপক্ষর আজকের মধ্যে পরিশোধ করতে অপারগতা জানালে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম সোহেল রানা বলেন, ‘শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি। শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের
সঙ্গে আলোচনা চলছে।’
হচ্ছে। তাই আমরা ইনক্রিমেন্টের দাবিতে রাস্তায় নেমে এসেছি। আমাদের দুই বছরের ইনক্রিমেন্ট বকেয়া রয়েছে। এসব পরিশোধের দাবি কারখানা কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও শুনছে না তারা, বরং এসব দাবি পেশ করা কর্মকর্তা-কর্মচারীদের চাকরি ছেড়ে ছাটাই করা হয়। আরএকে সিরামিক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, শ্রমিকদের ইনক্রিমেন্টের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে শ্রমিকরা আজকের মধ্যেই তাদের দাবি পরিশোধের কথা বলছে। কারখানা কর্তৃপক্ষর আজকের মধ্যে পরিশোধ করতে অপারগতা জানালে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম সোহেল রানা বলেন, ‘শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি। শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের
সঙ্গে আলোচনা চলছে।’



