
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরায়েল

ভারতের কাশির সিরাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

থাইল্যান্ডে উদযাপনকালে মাদকসহ চার ইসরাইলি সেনা গ্রেফতার

‘যেন দোজখ থেকে বেহেশতে এলাম’

গাজায় ফুটবল অবকাঠামো পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির

গাজা গণহত্যায় ইসরাইলের বিচার চায় স্পেন
গাজায় হামলা চালিয়ে ৪ সাংবাদিককে হত্যা করল ইসরায়েলি বাহিনী

অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে হামলা চালিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের চারজন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।ওই হামলায় মোট ১৯ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার দক্ষিণ গাজা উপত্যকার কাছে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ওই হামলা চালানো হয়। নিহতরা হলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ফটোসাংবাদিক হোসাম আল মাসরি, আল-জাজিরার ফটোসাংবাদিক মোহাম্মদ সালামা, মার্কিন বার্তা সংস্থা এপির সাংবাদিক মরিয়াম আবু দাকা, মার্কিন সংবাদমাধ্যম এনবিসির সাংবাদিক মোয়াজ আবু তাহা।
হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দুটি বিমান হামলার একটি হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত করেছে। উদ্ধারকারী দল আহতদের সরিয়ে নিতে এবং মৃতদের উদ্ধার
করতে এলে দ্বিতীয় হামলাটি ঘটে। রয়টার্স জানায়, আল মাসারি রয়টার্সের হয়ে কাজ করছিলেন। হাসপাতাল থেকে লাইভ ভিডিও চালাচ্ছিলেন তিনি। ইসরায়েলি হামলার পর মুহূর্তেই লাইভ হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে গাজায় ২৪৪ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা।
করতে এলে দ্বিতীয় হামলাটি ঘটে। রয়টার্স জানায়, আল মাসারি রয়টার্সের হয়ে কাজ করছিলেন। হাসপাতাল থেকে লাইভ ভিডিও চালাচ্ছিলেন তিনি। ইসরায়েলি হামলার পর মুহূর্তেই লাইভ হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে গাজায় ২৪৪ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা।