কালীগঞ্জে হিন্দু নারী ধর্ষণ: মিমাংসার প্রস্তাবে রাজি না হলে গুম করার হুমকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫
     ৭:২১ অপরাহ্ণ

কালীগঞ্জে হিন্দু নারী ধর্ষণ: মিমাংসার প্রস্তাবে রাজি না হলে গুম করার হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:২১ 72 ভিউ
ঝিনাইদহের কালীগঞ্জে বাসা ভাড়া খোঁজার সূত্র ধরে এক হিন্দু নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তিনি এবং তার পরিবার চরম ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। অভিযোগে জানা যায়, উপজেলার রাকড়া গ্রামের ঘোষপাড়ার ওই নারী শহরের একটি মহল্লায় ভাড়া বাসায় থাকেন। বাসা পরিবর্তনের উদ্দেশ্যে তিনি সম্প্রতি কলাহাটা মোড়ে যান। সেখানে স্থানীয় ব্যবসায়ী মেসার্স আল্লাহর দয়া ইলেকট্রনিক্সের মালিক মোজাহিদুল ইসলাম রুমির সঙ্গে তার পরিচয় হয়। রুমি জানান, তার এক বন্ধুর বাসা খালি আছে, ভাড়া দেওয়া যাবে। এ সময় তিনি ভুক্তভোগীর মোবাইল নম্বর নিয়ে যান। পরবর্তীতে ২১শে সেপ্টেম্বর সকালে রুমি ফোন করে তাকে বাসা দেখার কথা বলে দোকানে ডাকেন। সেখানে গেলে

পাশের কক্ষে বসিয়ে রেখে কিছুক্ষণ পর তিনি ওই নারীর শরীরে জোরপূর্বক স্পর্শ করেন, ভয় দেখান এবং একপর্যায়ে ধর্ষণ করেন। মেরে লাশ মাটিতে পুঁতে ফেলার হুমকির মুখে ভুক্তভোগী তখন চিৎকার করতেও পারেননি। ধর্ষণের ঘটনাস্থল: মহান আল্লার দয়া ইলেক্ট্রনিক্স সেদিন রাতেই তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন পুলিশ তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠায়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত রুমি আত্মগোপনে চলে যায়। ভুক্তভোগী নারী জানান, সোমবার হাসপাতালে পরীক্ষা শেষে ফেরার পর একটি অপরিচিত নম্বর থেকে ফোনে রুমি মামলা না করার জন্য চাপ দেয়। টাকা দিয়ে বিষয়টি মীমাংসা কিংবা ধর্মান্তর করে বিয়ের প্রস্তাবও দেওয়া হয়। রাজি না হলে তাকে হত্যা করে গুম

করার হুমকি দেওয়া হয়। এতে তিনি আরও আতঙ্কিত হয়ে পড়েছেন। এদিকে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত রুমির ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে (০১৭৬২-৬১৭৮৩৭ ও ০১৭১১-০৬২৫২৭) একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া গেছে। কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলার ইঙ্গিত পাওয়া গেছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে অভিযুক্ত রুমিকে গ্রেপ্তারের আগে তিনি আত্মগোপনে চলে যাওয়ায় এখনো আটক করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্র বলছে, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এ নারী ও তার পরিবার এখন অজানা ভয়ের মধ্যে দিন পার করছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামির গ্রেপ্তার নিশ্চিত না হলে তারা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘ক্যাঙ্গারু কোর্ট’; বাতিলের দাবিতে রাজধানীতে ৩২ স্থানে আওয়ামী লীগের তীব্র বিক্ষোভ সালমান শাহ হত্যাকাণ্ড : সামীরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা গণভোট নিয়ে হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা ফেসবুক-ইনস্টায় বছরে ৭৫০০ শরণার্থী আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র, অগ্রাধিকার পাবেন কারা? গতি বাড়িয়ে ‘মেলিসা’ এগোচ্ছে বারমুডার দিকে, মৃত্যু বেড়ে ৪৯ বন্যায় প্লাবিত নিউ ইয়র্ক, ২ জনের মৃত্যু এখানে মনে হয় আমিই সবচেয়ে বয়স্ক, নিশোকে খোঁচা পূজা চেরীর সাংস্কৃতিক অঙ্গন ও রাজনীতির আলোকবর্তিকা আসাদুজ্জামান নূরের জন্মদিন আজ আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা: তিনিই জাতির কাণ্ডারি ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারতের মেয়েরা জেএমবিএফ-এর প্রতিবেদন: অন্তবর্তী সরকারের অধীনে বাংলাদেশে আইনজীবীদের ওপর দমন-পীড়নের চিত্র বৈদেশিক অর্থায়ন ব্যর্থ, তহবিলের টাকায় ইস্টার্ন রিফাইনারি-২ নির্মাণের সিদ্ধান্ত জামায়াত কি আদৌ মওদুদীর ‘বিকৃত আকিদা’ ঝেড়ে ফেলতে পেরেছে? নাকি আগের পথেই আছে? শেখ হাসিনা: যারা আগুন দিয়েছে, লুটপাট করেছে, তাদের চিহ্নিত করে রাখুন, পাই পাই হিসাব নেওয়া হবে শীত আসার আগেই রাজধানীতে তীব্র গ্যাস সংকট: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ নাগরিকরা বৈদেশিক অর্থায়ন ব্যর্থ, তহবিলের টাকায় ইস্টার্ন রিফাইনারি-২ নির্মাণের সিদ্ধান্ত পুলিশ-র‌্যাবের পক্ষে শেখ হাসিনার শক্ত অবস্থান: ‘আন্দোলনকারীরাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়’ ডিসেম্বরে খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ: ঝুঁকির মুখে ১৬ লাখ শিশু বিজিএমইএ’র বিবৃতি: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও উপ-প্রেস সচিবের বক্তব্য বিভ্রান্তিকর আবারও বাংলাদেশি জেলে অপহৃত: সীমান্তের নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশ?