
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনটিও গেল উল্টে

পার্বতীপুর স্টেশনের অদূরে লোকোশেড এলাকায় এক ভয়াবহ রেল দুর্ঘটনায় দুটি লোকোমেটিভ (ইঞ্জিন) মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত ও উল্টে গেছে। তবে দুর্ঘটনার এখানেই শেষ নয়; পরবর্তীতে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন দুটিকে উদ্ধার করতে আসা উদ্ধারকারী ট্রেনটিও (রিলিফ ট্রেন) উল্টে পড়ার ঘটনা ঘটেছে।
আজ শনিবার (১১ অক্টোবর) সকালে পার্বতীপুর লোকোশেড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, প্রথমে দুটি লোকোমেটিভের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে ইঞ্জিন দুটি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এই উল্টে যাওয়া ইঞ্জিনগুলো উদ্ধারের জন্য যখন প্রথম উদ্ধারকারী ট্রেনটি কাজ শুরু করে, তখন অপ্রত্যাশিতভাবে সেই রিলিফ ট্রেনটিও উল্টে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে এবং উল্টে যাওয়া রিলিফ ট্রেনসহ মোট তিনটি ইঞ্জিনকে উদ্ধার করার জন্য বর্তমানে ঈশ্বরদী থেকে
আরেকটি উদ্ধারকারী ট্রেন পার্বতীপুরের উদ্দেশে রওনা দিয়েছে। এই ঘটনায় রেলওয়ের স্বাভাবিক কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়বে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
আরেকটি উদ্ধারকারী ট্রেন পার্বতীপুরের উদ্দেশে রওনা দিয়েছে। এই ঘটনায় রেলওয়ের স্বাভাবিক কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়বে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।