আলোচিত পুতিন-ট্রাম্প বৈঠক আয়োজন করতে চায় সুইজারল্যান্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫
     ৫:১১ অপরাহ্ণ

আলোচিত পুতিন-ট্রাম্প বৈঠক আয়োজন করতে চায় সুইজারল্যান্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ | ৫:১১ 134 ভিউ
গত বৃহস্পতিবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ নেতা ভ্লাদিমির পুতিন তার সঙ্গে বৈঠক করতে চান। দুজনের মধ্যে একটি বৈঠকের আয়োজন চলছে। এ নিয়ে তুমুল কৌতূহল শুরু হয়। পরদিন বিষয়টি স্বীকার করে মস্কোও। তবে কোথায় কবে বৈঠকটি হবে তা নিয়ে ধোঁয়াশ রয়েছে। এদিকে রোববার (১২ জানুয়ারি) রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, যদি এমন কোনো অনুরোধ আসে আলোচিত পুতিন-ট্রাম্প বৈঠকটি আয়োজন করতে চায় সুইজারল্যান্ড। এ জন্য দেশটি আগ্রহের বিষয়টি তুলে ধরেছে। সুইজারল্যান্ডের লে তেম্পস পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন বিষয়ক আলোচনা আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে সুইজারল্যান্ড। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোলাস বিডোউ উদ্ধৃত

করে পত্রিকাটি জানিয়েছে, বুর্গেনস্টক সামিটের পর থেকে ইউক্রেন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের শান্তি প্রচেষ্টায় সহায়তা করার প্রস্তুতির কথা নিয়মিতভাবে জানানো হয়েছে। তবে পত্রিকাটি আরও জানায়, সুইস কর্তৃপক্ষ এই বিষয়ে নিজ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করবে না। লে তেম্পসের প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ড এমন কয়েকটি দেশের মধ্যে একটি, যারা রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের নেতাদের বৈঠক আয়োজনের জন্য প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে। ট্রাম্পের মতে, ইউক্রেন সংকটের সমাপ্তি ঘটানো প্রয়োজন। পরবর্তীতে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পের সঙ্গে কোনো পূর্বশর্ত ছাড়াই বৈঠক করতে প্রস্তুত। পেসকভ বলেছেন, আলোচনার মাধ্যমে সংকট নিরসনে ট্রাম্প নিজেও যথেষ্ট আগ্রহ

প্রকাশ করেছেন। তার এই আগ্রহকে স্বাগত জানায় মস্কো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪০০ বছরের পুরনো গল্প, ঈদে মুক্তির দৌড়ে ‘রঙবাজার’ এপস্টেইনের ঘনিষ্ঠ নেতা, শিল্পী ও ব্যবসায়ীদের ছবি প্রকাশ মগবাজারে ভাই-বোনের মৃত্যু, পুলিশের ধারণা খাবারে বিষক্রিয়া মঞ্চেই হেনস্তার শিকার গায়িকা, থানায় অভিযোগ পারাপারের সময় ফেরি থেকে পড়ে নদীতে ডুবল ৫ যান, ৩ জনের মৃত্যু দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে বিএসএফ সদস্যের প্রবেশ, বিজিবির হাতে আটক চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত আগুনে পুড়ে ছাই উদীচীর ৫৭ বছরের ইতিহাস ছায়ানটে হামলা: ৩৫০ জনের বিরুদ্ধে মামলা বার্সার লড়াকুকন্যা আইতানা বোনমাতি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিপিএলের সময়সূচিতে পরিবর্তন দীর্ঘ নীরোগ জীবনের রহস্যভেদ ইসরায়েলের প্রশ্রয়ে গাজায় সশস্ত্র গোষ্ঠীর দৌরাত্ম্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের জাতীয় কবির সমাধির পাশে সমাহিত হাদি অবৈধ দখলদার সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ, গুম-খুন ও মবসন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি আওয়ামী লীগের কার্যালয়ে, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা নিন্দা ও প্রতিবাদ এ. কে. খন্দকারের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক অবৈধ তফসিল মানি না, মানবো না। চরম অরাজকতায় ধুঁকছে বাংলাদেশ: ইউনুস-সেনাপ্রধান দ্বন্দ্বে শাসনব্যবস্থা অচল, কৌশলগত অবস্থানে ভারত