আমি প্লেন থেকে ঝাঁপ মারছি, সরি মা! – ইউ এস বাংলা নিউজ




আমি প্লেন থেকে ঝাঁপ মারছি, সরি মা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৬ 82 ভিউ
দুবাই গিয়ে বিকিনি পরার ছবি শেয়ার করলেন টালিউডের এই সুন্দরী নায়িকা। আর যা দেখে নেটিজেনদের তো রীতিমতো চক্ষুস্থির। অবশ্য তার সৌন্দর্য নিয়ে নতুন করে কিছুই বলার নেই। তবে স্নানপোশাকে যেন তা আরও বেড়েছে। ‘কাজললতা’, ‘সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’র মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন এই অভিনেত্রী। সঙ্গে জিতের ছবি ব্যুমেরাংয়েও দেখা গিয়েছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা হচ্ছে। ঠিকই ধরেছেন স্নান পোশাকে থাকা এই মেয়েটি দেবচন্দ্রিমা সিংহ রায়। দুবাই থেকে ছবিখানা পোস্ট করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। নীল রঙের পোশাকটিকে অবশ্য বিকিনি বলা ঠিক হচ্ছে না, এটি হল মনোকিনি। দেখা গেল বহুতলের ছাদে সুইমিং পুল। আর পায়ে পায়ে সেদিকেই হেঁটে চলেছেন দেবচন্দ্রিমা। চুল

গুটিয়ে মাথার ওপরে তোলা। মাথায় সানগ্লাস। পেছন থেকে ছবিটা নেওয়া হয়েছে। নীল-সবুজ রঙের মনোকিনি দেবচন্দ্রিমার গায়ে। ইনস্টাগ্রাম স্টোরিতে ফোটোটি পোস্ট করেন তিনি। কালারস চ্যানেলের সুপার ন্যাচারাল ধারাবাহিক ‘সুহাগন চুড়েল’-এ তিন মুখ্য চরিত্রের অন্যতম ছিলেন দেবচন্দ্রিমা। রীতিমতো এক বছর ধরে ক্রমাগত অডিশন দিয়ে কাজ পেয়েছেন। সেই জন্য, টালিউডেও সেভাবে কাজ করা হয়ে ওঠেনি তার। বাংলায় হইচই-এর পরিণীতা সিরিজে শেষ দেখা গিয়েছে তাকে। আপাতত দুবাইতে ছুটি কাটাচ্ছেন। আর সেখানকার ছবি-ভিডিও শেয়ার করে চলেছেন সোশ্যালে। দুবাই গিয়ে একেবারে ১৩০০০ ফিট থেকে ঝাঁপ দেন অভিনেত্রী। ভারতে এখনো স্কাই ডাইভিং করার সুযোগ নেই। একাধিক তারকার মতো, তাই দুবাইতেই ছুটেছুলেন দেবচন্দ্রিমাও। সেই ভিডিও শেয়ার করে লেখেন, ‘এটা পাখির

মতো, এটা আমি! আমি প্লেন থেকে ঝাঁপ মারছি। সরি মা…!’ তবে বিকিনি পরায় অনেক কটাক্ষ। অনেকেই তার রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও তাতে কান দিতে একেবারেই রাজি নন তিনি। বলেন, ‘আমার যথেষ্ট রুচিবোধ আছে। চাইলেই সোশ্যাল মিডিয়ায় নিজের ইচ্ছেমতো পোশাকে ছবি দিতে পারি। তাতে কারওরই কিছু বলার নেই। আমার কাজ নিয়ে যেমন প্রশংসা হয়, তেমন পোশাক নিয়ে নিন্দেও ওঁরা চাইলেই করতে পারেন। তবে এসব নিয়ে আমি অন্তত মাথা ঘামাতে রাজি নই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনে নারীকে উত্যক্তের জেরে বিএনপির দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নেতা গুলিবিদ্ধ, আহত ১৫ লোক সমাগমে ব্যর্থ হয়ে অর্থের বিনিময়ে বৃদ্ধা-শিশুদের এনে ঝিনাইদহে এনসিপির পদযাত্রা তালেবান নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা: নারী-কিশোরী নিপীড়নের অভিযোগ ধান ভানতেও বিবিসির গীত: রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা ঢাকার মিডিয়া কাব্য আওয়ামী লীগের বিবৃতি: বিচারব্যবস্থাকে ইউনূস সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা দেশের রাজনৈতিক অনিশ্চয়তা-অস্থিতিশীলতায় বিদেশি বিনিয়োগ কমছেই বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে স্ত্রী ও বাবাকে হাত-পা-মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা রাতের অন্ধকারে চবি ছাত্রলীগ নেতার উপর কিরিচ হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিলেন ম্যানেজার ভারত আসতে রাজি নয়, ২৪ জুলাই ঢাকায় এসিসি সভা হবে তো? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ পাকিস্তানে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন! আগামীকাল বৃষ্টি থাকবে কিনা, জানাল আবহাওয়া অফিস পাকিস্তানে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন! যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ শুধু অর্থনৈতিক নয়, রয়েছে ভূ-রাজনৈতিক কৌশলও ভিন্ন চরিত্রে তানিয়া বৃষ্টি পূজায় চমক নিয়ে আসছেন কৌশানী সোশ্যাল মিডিয়া ‘টেস্ট’-এ পাস হলে তবেই মিলবে আমেরিকার ভিসা এসএসসি ও সমমান: কমেছে পাসের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫