সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রী গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪
     ৭:৫৫ অপরাহ্ণ

সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ | ৭:৫৫ 198 ভিউ
লক্ষ্মীপুরের হতদরিদ্রদের সুদমুক্ত ঋণের প্রলোভন দেখিয়ে ঢাকায় লোক নিয়ে জড়ো করার চেষ্টাকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার দুজন হলেন- নুর মোহাম্মদ ও তার স্ত্রী রাশেদা বেগম। পুলিশ জানায়, এর আগে সোমবার সদর মডেল থানায় মো. সেলিম নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। পরে মামলায় গ্রেফতার দুজনকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার নুর মোহাম্মদ ও রাশেদা সদর উপজেলার পশ্চিম চরমনসা গ্রামের বাসিন্দা ও প্রতারক চক্রের সদস্য। মামলার বাদী সেলিম চরমনসা গ্রামের নজির উল্লাহর ছেলে। থানা পুলিশ ও ভুক্তভোগীরা জানান, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠন সোমবার

ঢাকায় সমাবেশ করার কথা ছিল। সমাবেশ সফল করতে ও ব্যাপক লোকজন জড়ো করতে তারা গ্রামের হতদরিদ্র মানু্ষকে টার্গেট করে। এতে সংগঠনটি কয়েকজনকে প্রতিনিধি নিয়োগ দিয়ে সাধারণ মানুষকে সুদমুক্ত ঋণের প্রলোভন দিয়ে আসছিলেন। সেই লক্ষ্যে প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়া হয়। বিপরীতে তাদের এক লাখ টাকা করে ঋণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এতে সবাই ঢাকায় যেতে রাজি হয়েছিলেন। ঢাকায় যাওয়ার জন্য জড়ো হওয়ার খবরে রোববার রাতে রামগতি উপজেলার আজাদনগর বাজার থেকে ৪২ জন, কমলনগর উপজেলার করইতলা বাজার এলাকা থেকে ১১ নারী ও সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়েছে। এ সময় ৬টি বাস ও ৪টি

মাইক্রোবাস জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক বলেন, ভবানীগঞ্জ এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়। এর মধ্যে ২৭ জন ভুক্তভোগী। সেখান থেকে দুজনকে শনাক্ত করা হয়। পরে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ সময় জোনাকি পরিবহণের একটি বাস জব্দ করা হয়। ঘটনাটি তদন্ত চলছে। এর সঙ্গে জড়িত অন্যদেরকে আইনের আওতায় আনা হবে। অন্যান্য থানায় আটক ও জব্দের বিষয়টি তদন্তের স্বার্থ দেখিয়ে এড়িয়ে যান তিনি। প্রসঙ্গত, দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করার কথা জানায় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। এ নিয়ে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা

আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সমাবেশের আয়োজক সংগঠনের সদস্য মো. মাহবুবুল আলম চৌধুরী। সেখানে নেওয়ার জন্যই লক্ষ্মীপুরের হতদরিদ্র নারী-পুরুষকে প্রলোভন দেখানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা কূটনৈতিক অবরোধের পথে বাংলাদেশ, বিশ্বাস হারাচ্ছে বিশ্ব, বিপদে পড়ছে বাংলাদেশ নৌকা বিহীন ব্যালট প্রবাসীর পায়ে হলো পদদলিত, এভাবেই মানুষ ভোট বর্জন করে অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করবে বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান যে রাষ্ট্রে পুলিশ আর র‍্যাব নিজেরাই সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হয় ইউনুসের দুর্নিবার লোভ, অদূরদর্শিতা ও অব্যবস্থাপনায় রমজানে শুরু হচ্ছে ভয়াবহ বিদ্যুৎ সংকট বাগেরহাট জেলার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হাসান জুয়েলের প্রতি নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের চরম অমানবিক ও হৃদয়বিদারক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ দখলদার শাসনের অধীনে চলমান সিরিয়াল কিলিংয়ের নগ্ন ও বিভৎস বহিঃপ্রকাশ অদক্ষতা, দ্বিচারিতা আর দায়হীনতায় বিপর্যস্ত বাংলাদেশ ছাত্রলীগ নেতা সাদ্দামকে স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে না দেওয়া ‘চরম অমানবিক’: আ.লীগের নিন্দা আমার মা বিক্ষোভকারীদের হত্যায় রাজি হলে এখনো ক্ষমতায় থাকতেন: সজীব ওয়াজেদ জামায়াতকে ভোটে জেতানোর মার্কিন কূটচাল ফাঁস বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা ইউনুসের দুর্নিবার লোভ ও অব্যবস্থাপনায় রমজানে শুরু হচ্ছে ভয়াবহ বিদ্যুৎ সংকট নামসর্বস্ব নির্বাচনের নাটকে কোটিপতি ক্লাব: ইউনুসের অবৈধ শাসনের স্বরূপ ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র বন্ধ করো, আন্তর্জাতিক অঙ্গনেবাংলাদেশের অধিকার চাই সীমান্তে অস্ত্রের ঝনঝনানি, ঢাকায় ইউনুসের নাকে তেল দিয়ে ঘুম! জুলাইয়ের হত্যাযজ্ঞের ওপর দাঁড়িয়ে ইউনুসের সংস্কারের ফাঁপা বুলি আরেকটি কারামৃত্যু: বিচারহীনতার সংস্কৃতিতে ‘খুন’ হলেন আ.লীগ নেতা গোলাম মোস্তফা নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা: অতীতের প্রথা ভেঙে আগামীকাল সেনাসদরে যাচ্ছেন ড. ইউনূস