সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রী গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪
     ৭:৫৫ অপরাহ্ণ

সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ | ৭:৫৫ 185 ভিউ
লক্ষ্মীপুরের হতদরিদ্রদের সুদমুক্ত ঋণের প্রলোভন দেখিয়ে ঢাকায় লোক নিয়ে জড়ো করার চেষ্টাকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার দুজন হলেন- নুর মোহাম্মদ ও তার স্ত্রী রাশেদা বেগম। পুলিশ জানায়, এর আগে সোমবার সদর মডেল থানায় মো. সেলিম নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। পরে মামলায় গ্রেফতার দুজনকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার নুর মোহাম্মদ ও রাশেদা সদর উপজেলার পশ্চিম চরমনসা গ্রামের বাসিন্দা ও প্রতারক চক্রের সদস্য। মামলার বাদী সেলিম চরমনসা গ্রামের নজির উল্লাহর ছেলে। থানা পুলিশ ও ভুক্তভোগীরা জানান, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠন সোমবার

ঢাকায় সমাবেশ করার কথা ছিল। সমাবেশ সফল করতে ও ব্যাপক লোকজন জড়ো করতে তারা গ্রামের হতদরিদ্র মানু্ষকে টার্গেট করে। এতে সংগঠনটি কয়েকজনকে প্রতিনিধি নিয়োগ দিয়ে সাধারণ মানুষকে সুদমুক্ত ঋণের প্রলোভন দিয়ে আসছিলেন। সেই লক্ষ্যে প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়া হয়। বিপরীতে তাদের এক লাখ টাকা করে ঋণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এতে সবাই ঢাকায় যেতে রাজি হয়েছিলেন। ঢাকায় যাওয়ার জন্য জড়ো হওয়ার খবরে রোববার রাতে রামগতি উপজেলার আজাদনগর বাজার থেকে ৪২ জন, কমলনগর উপজেলার করইতলা বাজার এলাকা থেকে ১১ নারী ও সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়েছে। এ সময় ৬টি বাস ও ৪টি

মাইক্রোবাস জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক বলেন, ভবানীগঞ্জ এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়। এর মধ্যে ২৭ জন ভুক্তভোগী। সেখান থেকে দুজনকে শনাক্ত করা হয়। পরে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ সময় জোনাকি পরিবহণের একটি বাস জব্দ করা হয়। ঘটনাটি তদন্ত চলছে। এর সঙ্গে জড়িত অন্যদেরকে আইনের আওতায় আনা হবে। অন্যান্য থানায় আটক ও জব্দের বিষয়টি তদন্তের স্বার্থ দেখিয়ে এড়িয়ে যান তিনি। প্রসঙ্গত, দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করার কথা জানায় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। এ নিয়ে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা

আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সমাবেশের আয়োজক সংগঠনের সদস্য মো. মাহবুবুল আলম চৌধুরী। সেখানে নেওয়ার জন্যই লক্ষ্মীপুরের হতদরিদ্র নারী-পুরুষকে প্রলোভন দেখানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর পুরস্কারের রাতে তারকাদের চোখধাঁধানো উপস্থিতি বাংলাদেশের জন্য ভারতেই ভেন্যু বদলের পথে আইসিসি নির্বাচনে ৫১ দলের ৩০টিতেই নেই নারী প্রার্থী ৫ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানি করা যাবে অস্ত্র আছে, যুদ্ধ নেই—কর্মহীন বাহিনী, সীমাহীন ক্ষমতা বাংলাদেশের সেনা-রাজনীতির বাস্তবতা মুনাফার নামে মহাধোঁকা: ঋণের গর্তে বিমান ও বন্দর গ্যাসের দাম বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকা লোপাট ফার্স্ট হয়েও নিয়োগ পেলেন না শিবাশ্রী, তৃতীয় হয়েও শিক্ষক হলেন ভিসির মেয়ে! জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া ‘স্বৈরাচার’ তকমা মানতে নারাজ; শেখ হাসিনার পক্ষে আবেগঘন বক্তব্য এক ব্যক্তির শাহরিয়ার কবিরের প্রতি ‘অমানবিক আচরণ’ ও বিচারহীনতা: অন্তর্বর্তী সরকারের জন্য ‘কলঙ্কজনক অধ্যায়’ আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম”: চাল ও গ্যাসের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের আক্ষেপ ১৬ বছরের উন্নয়ন আগামী ৫০ বছরেও কেউ করতে পারবে না বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।