সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রী গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪
     ৭:৫৫ অপরাহ্ণ

সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ | ৭:৫৫ 155 ভিউ
লক্ষ্মীপুরের হতদরিদ্রদের সুদমুক্ত ঋণের প্রলোভন দেখিয়ে ঢাকায় লোক নিয়ে জড়ো করার চেষ্টাকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার দুজন হলেন- নুর মোহাম্মদ ও তার স্ত্রী রাশেদা বেগম। পুলিশ জানায়, এর আগে সোমবার সদর মডেল থানায় মো. সেলিম নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। পরে মামলায় গ্রেফতার দুজনকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার নুর মোহাম্মদ ও রাশেদা সদর উপজেলার পশ্চিম চরমনসা গ্রামের বাসিন্দা ও প্রতারক চক্রের সদস্য। মামলার বাদী সেলিম চরমনসা গ্রামের নজির উল্লাহর ছেলে। থানা পুলিশ ও ভুক্তভোগীরা জানান, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠন সোমবার

ঢাকায় সমাবেশ করার কথা ছিল। সমাবেশ সফল করতে ও ব্যাপক লোকজন জড়ো করতে তারা গ্রামের হতদরিদ্র মানু্ষকে টার্গেট করে। এতে সংগঠনটি কয়েকজনকে প্রতিনিধি নিয়োগ দিয়ে সাধারণ মানুষকে সুদমুক্ত ঋণের প্রলোভন দিয়ে আসছিলেন। সেই লক্ষ্যে প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়া হয়। বিপরীতে তাদের এক লাখ টাকা করে ঋণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এতে সবাই ঢাকায় যেতে রাজি হয়েছিলেন। ঢাকায় যাওয়ার জন্য জড়ো হওয়ার খবরে রোববার রাতে রামগতি উপজেলার আজাদনগর বাজার থেকে ৪২ জন, কমলনগর উপজেলার করইতলা বাজার এলাকা থেকে ১১ নারী ও সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়েছে। এ সময় ৬টি বাস ও ৪টি

মাইক্রোবাস জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক বলেন, ভবানীগঞ্জ এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়। এর মধ্যে ২৭ জন ভুক্তভোগী। সেখান থেকে দুজনকে শনাক্ত করা হয়। পরে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ সময় জোনাকি পরিবহণের একটি বাস জব্দ করা হয়। ঘটনাটি তদন্ত চলছে। এর সঙ্গে জড়িত অন্যদেরকে আইনের আওতায় আনা হবে। অন্যান্য থানায় আটক ও জব্দের বিষয়টি তদন্তের স্বার্থ দেখিয়ে এড়িয়ে যান তিনি। প্রসঙ্গত, দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করার কথা জানায় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। এ নিয়ে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা

আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সমাবেশের আয়োজক সংগঠনের সদস্য মো. মাহবুবুল আলম চৌধুরী। সেখানে নেওয়ার জন্যই লক্ষ্মীপুরের হতদরিদ্র নারী-পুরুষকে প্রলোভন দেখানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বন্দর রক্ষার আন্দোলন ক্রমশ তীব্রতর, বিদেশি ইজারা চুক্তির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের সংঘর্ষের পর শিবিরের বিরুদ্ধে সশস্ত্র বহিরাগত ক্যাডার হলে আনার অভিযোগ আবাসিক এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে চলছে মাদ্রাসা-বাণিজ্য: শিক্ষা-বসবাসের পরিবেশ বনষ্টে বিপাকে বাসিন্দারা খ্রিস্টানদের উপর নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন পোপ, তালিকায় সর্বাগ্রে ইউনুসের বাংলাদেশ রংপুরের পানবাড়ি সার্বজনীন শিব মন্দিরে নৃশংসভাবে শিবমূর্তি ভাঙচুর — সংখ্যালঘুদের উপর উগ্রবাদের নগ্ন উত্থান! ট্রাইব্যুনালের হালচাল: আসামিপক্ষের আইনজীবীকেই উল্টো ‘আসামি বানানোর’ হুমকি তাজুলের শাহরিয়ার কবিরের অপরাধ : মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো আবারও কারাগারে আ.লীগ নেতার মৃত্যু: চিকিৎসার অভাবে ‘হত্যা’র অভিযোগ পরিবারের মুন্সীগঞ্জে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ: শিক্ষককে গণপিটুনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন না ফেরার দেশে ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি সনজিৎ চন্দ্র দাসের মা, শেষ দেখা না পাওয়ার আক্ষেপ জাতিসংঘের নিয়ম লঙ্ঘন ও সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড: গুতেরেসকে ড. মোমেনের জরুরি চিঠি মানিকগঞ্জে বাউল শিল্পীদের নির্যাতন: উগ্রবাদের উত্থানে সংকটে সংস্কৃতিচর্চা, দায় এড়াতে পারে না ইউনূস সরকার ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদের আস্ফালন, রক্তাক্ত মানিকগঞ্জ আবুল সরকারসহ সব বাউলকে মুক্তির দাবিতে ২৫৮ নাগরিকের বিবৃতি বাউলদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ সিপিবির বাউল-পালাকার-বয়াতিরা কাদের শত্রু বাউলশিল্পীদের উপর হামলা, আবুল সরকারের মুক্তি দাবি ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন ভূমিকম্পের সময় কী করা উচিত, জানাল ফায়ার সার্ভিস