সকালে ফলের রস পান করছেন? জেনে নিন ক্ষতিগুলো – ইউ এস বাংলা নিউজ




সকালে ফলের রস পান করছেন? জেনে নিন ক্ষতিগুলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:০১ 65 ভিউ
সকালের নাশতায় অধিকাংশ সময় তাজা ফলের রস বেছে নেন অনেকেই। আবার যারা নিয়মিত ডায়েট করছেন, পুষ্টিকর খাবার খাচ্ছেন তারাও বেছে নেন। কখনো কমলালেবু, কখনো আনারস, বেদানার রস পান করেন। এবং তারা ভাবেন খুব পুষ্টিকর খাওয়া দাওয়া চলছে। এদিকে চিকিৎসকেরা বলছেন ভিন্ন কথা। ফলের রস পান করে লাভের চাইতে ক্ষতিই হচ্ছে বেশি। ভারতীয় চিকিৎসক বিশাখা শিবদাসানি মনে করেন, এক গ্লাস ফলের রস খাওয়া আর এক গ্লাস সোডা জাতীয় কোমল পানীয় পানের মধ্যে বিশেষ পার্থক্য নেই। কারণ ২৪০ মিলিলিটারের মিষ্টি কোমল পানীয়ে থাকে ১১০ ক্যালোরি এবং ২০-২৬ গ্রাম পর্যন্ত চিনি। গবেষণা বলছে, ২৪০ মিলিলিটার ফলের রসেও ওই একই পরিমাণ চিনি থাকে।

শুধু প্যাকেটজাত ফলের রস নয়, তাজা ফলের রসেও চিনির পরিমাণ বেশি থাকে। ফলের রসে চিনি থাকার কারণ ফলে গ্লুকোজ, ফ্রুকটোজ ও সুক্রোজ থাকে, যা আদতে কার্বোহাইড্রেটেরই উপাদান। ফল খাওয়ার পর তা নানান প্রক্রিয়ায় ভেঙে সব পুষ্টি উপাদান যথাস্থানে পৌঁছে। পৌঁছে ফলে থাকা উপকারী ফাইবারও। কিন্তু ফল থেকে ছেঁকেচ শুধু রসটুকু বের করা হলে তাতে আর উপকারী ফাইবার থাকে না। ফাইবারের পরিবর্তে পড়ে থাকে ফ্রুকটোজ, গ্লুকোজ আর সুক্রোজ, যা চিনিরই সমান। যেসব ক্ষতি হচ্ছে সকালে ছোট এক গ্লাস ফলের রস পান করা মানে ২৬ গ্রাম চিনি খাওয়া। যা ৬ চা চামচ চিনির থেকেও বেশি। স্বাস্থ্য ভালো রাখতে যেখানে পৃথিবী জুড়ে খাবারে চিনির পরিমাণ

কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে, সেখানে স্বাস্থ্যকর খাবার ভেবে সকাল সকাল এত চিনি খাওয়া ক্ষতিকরই বটে। চিকিৎসক বিশাখা মনে করেন সকালে ফলের রস পান করলে মোটা হওয়া থেকে শুরু করে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধিসহ অন্যান্য সমস্যা হতে পারে। বেশি চিনি খেলে যেসব ক্ষতি হয়, তাজা ফলের রস পানেও সেসব ক্ষতি হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্পেশাল পাশ চালু করছে মালয়েশিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে পুতিনের সমর্থন মুকুলেই ঝরে গেল মাগুরার ফুল ক্ষোভ-শোক প্রতিবাদে ফুঁসছে সারা দেশ ২০৪ ঘণ্টার বেঁচে থাকার লড়াই ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই আছিয়াকে ধর্ষণের ঘটনায় জড়িতের বাড়িতে অগ্নিসংযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন খুলনায় থানা বিএনপির সভাপতির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আদালতে ফিলিপিন্সের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ পুরো দায় নিলেন দুতার্তে মাদক সরবরাহে জড়িয়ে বিপাকে সাবেক অজি স্পিনার ইউটিউব দেখে সোনাপাচারের কৌশল শেখেন রানিয়া সংস্কার নিয়ে মতামত দিল ৭ দল, সময় চাইলো ১৬ দল আছিয়ার মরদেহের সঙ্গে মাগুরায় গেলেন উপদেষ্টা ফরিদা আখতার শাহরুখের কারণে পিছিয়ে যায় শতাধিক বিয়ে! নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রোনালদো যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, যা বললেন এরদোগান ইউরোপিয় মদের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ইসরাইলি পুরস্কার প্রত্যাখ্যান করলেন পাকিস্তানি স্থপতি ইয়াসমিন ইউক্রেনের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার