বেক্সিমকোর শ্রমিকদের মহাসড়ক অবরোধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪
     ৫:৪৮ পূর্বাহ্ণ

বেক্সিমকোর শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ | ৫:৪৮ 154 ভিউ
গাজীপুর মহানগরের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় বকেয়া বেতনের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। আজ সকাল থেকে এখনো পর্যন্ত (সন্ধ্যা সোয়া ৭টা) ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তা ও অন্যান্য কারণে আশপাশের কয়েকটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সোমবার সকাল ৯টা থেকে তাঁরা চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান অবরোধ করে রাখে। এক মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা ৭ দিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রবিবার বেতন দেওয়ার আশ্বাসে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে অবরোধ তুলে নেয়। রবিবার (২৪ নভেম্বর) বিকেলেও বকেয়া বেতন না পেয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াাল পার্কের শ্রমিকেরা সোমবার থেকে আবারও আন্দোলনে নেমেছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের

প্রায় অর্ধেক শ্রমিক অক্টোবর মাসের বেতন পেয়েছে। যারা বেতন পাননি তারা বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। এ রিপোর্ট লেখার সময় (সন্ধ্যা সোয়া ৭টা) পর্যন্ত শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেচে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০ হাজার শ্রমিক রয়েছেন। তাঁদের মধ্যে পোশাক কারখানার শ্রমিকেরা অক্টোবর মাসের বেতন পাননি। আন্দোলনরত শ্রমিকেরা জানান, বেতনের দাবিতে ১৪ নভেম্বর থেকে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে অনেক শ্রমিকের মুঠোফোনে বেতনের টাকার ম্যাসেজ পাঠায় কর্তৃপক্ষ। বেতনের টাকা পেয়ে ওই দিন রাত পৌনে ৮টার দিকে শ্রমিকেরা সড়ক

অবরোধ প্রত্যাহার করেন। শনিবার সারাদিন শ্রমিকদের মুঠোফোনে বেতনের ম্যাসেজ না আসায় তরা রবিবার সকাল থেকে সড়ক অবরোধ করেন। বেতন না পাওয়ায় তারা সড়কে টায়ারে আগুন জ¦ালিয়ে অবরোধ করে বিক্ষোভ করছে। চন্দ্রা-নবীনগর অবরোধের ফলে ওই পথে যান চলাচল ব্যাহত হচ্ছে। সড়ক ব্যবহারকারীরা ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশায় যাতায়াত করছেন। উত্তরবঙ্গের দূরপাল্লার যানবাহন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর এবং কালিয়াকৈর থেকে ধামরাই আঞ্চলিক সড়ক দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কিছু শ্রমিক বেতন পেয়েছেন। অনেকে এখনো বকেয়া বেতন পাননি। শ্রমিকেরা বকেয়া বেতনের দাবীতে সড়ক অবরোধ করায় সকাল থেকে চন্দ্রা-নবীনগর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ‘আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, এখন কথা বললেই দোসর’—বিক্ষুব্ধ জনতার আক্ষেপ সেনা ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছে, স্বাধীনতার চেতনা রক্ষার সময় এসেছে ফসলি জমি কেটে খাল খনন পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প আমেরিকানদের খুব দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ ফিলিস্তিনিদের নতুন দেশে পাঠানোর গোপন নীলনকশা ইরানের বিক্ষোভ নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬ তেহরানসহ একাধিক জায়গায় ফের জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা বাড়ল স্বর্ণের দাম আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় অধ্যাপক ড. সাইদুর রহমান ইরানে ‘রেড লাইন’ ঘোষণা সরকারি অনুদানের সিনেমায় রাজ-মিম জুটি