বেক্সিমকোর শ্রমিকদের মহাসড়ক অবরোধ – ইউ এস বাংলা নিউজ




বেক্সিমকোর শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ | ৫:৪৮ 103 ভিউ
গাজীপুর মহানগরের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় বকেয়া বেতনের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। আজ সকাল থেকে এখনো পর্যন্ত (সন্ধ্যা সোয়া ৭টা) ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তা ও অন্যান্য কারণে আশপাশের কয়েকটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সোমবার সকাল ৯টা থেকে তাঁরা চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান অবরোধ করে রাখে। এক মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা ৭ দিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রবিবার বেতন দেওয়ার আশ্বাসে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে অবরোধ তুলে নেয়। রবিবার (২৪ নভেম্বর) বিকেলেও বকেয়া বেতন না পেয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াাল পার্কের শ্রমিকেরা সোমবার থেকে আবারও আন্দোলনে নেমেছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের

প্রায় অর্ধেক শ্রমিক অক্টোবর মাসের বেতন পেয়েছে। যারা বেতন পাননি তারা বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। এ রিপোর্ট লেখার সময় (সন্ধ্যা সোয়া ৭টা) পর্যন্ত শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেচে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০ হাজার শ্রমিক রয়েছেন। তাঁদের মধ্যে পোশাক কারখানার শ্রমিকেরা অক্টোবর মাসের বেতন পাননি। আন্দোলনরত শ্রমিকেরা জানান, বেতনের দাবিতে ১৪ নভেম্বর থেকে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে অনেক শ্রমিকের মুঠোফোনে বেতনের টাকার ম্যাসেজ পাঠায় কর্তৃপক্ষ। বেতনের টাকা পেয়ে ওই দিন রাত পৌনে ৮টার দিকে শ্রমিকেরা সড়ক

অবরোধ প্রত্যাহার করেন। শনিবার সারাদিন শ্রমিকদের মুঠোফোনে বেতনের ম্যাসেজ না আসায় তরা রবিবার সকাল থেকে সড়ক অবরোধ করেন। বেতন না পাওয়ায় তারা সড়কে টায়ারে আগুন জ¦ালিয়ে অবরোধ করে বিক্ষোভ করছে। চন্দ্রা-নবীনগর অবরোধের ফলে ওই পথে যান চলাচল ব্যাহত হচ্ছে। সড়ক ব্যবহারকারীরা ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশায় যাতায়াত করছেন। উত্তরবঙ্গের দূরপাল্লার যানবাহন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর এবং কালিয়াকৈর থেকে ধামরাই আঞ্চলিক সড়ক দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কিছু শ্রমিক বেতন পেয়েছেন। অনেকে এখনো বকেয়া বেতন পাননি। শ্রমিকেরা বকেয়া বেতনের দাবীতে সড়ক অবরোধ করায় সকাল থেকে চন্দ্রা-নবীনগর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চার্লি কার্ক হত্যাকাণ্ড: ২২ বছর বয়সী উগ্রবাদী তরুণ রবিনসন গ্রেপ্তার কৃষি মন্ত্রণালয়ে সার আমদানিতে নজিরবিহীন লুটপাট নিয়ে ব্যাপক সমালোচনা পুলিশের গাড়ির সামনেই ‘জয় বাংলা’ স্লোগান, উজ্জীবিত আওয়ামী লীগ ইউনূস সরকারের নয়া বন্দোবস্ত: বহির্বিশ্বে হয়রানির শিকার বাংলাদেশি পাসপোর্টধারীরা রক্ষণশীল তারকা রাজনীতিবিদ কার্কের মৃত্যু রক্ষণশীলদের হাতেই? যে কালসাপ লালন-পালন করেছেন এতকাল এখন কেন তার ভয়ে ভীত ডা. জাহেদ? সরকারঘনিষ্ঠ সিন্ডিকেটের দৌরাত্ম্যে জিম্মি শ্রমিকরা, মালয়েশিয়া যাওয়ার খরচ বেড়ে ১ লাখ ৬২ হাজার টাকা পশ্চিমবঙ্গেও নেপালের মতো অভ্যুত্থানের ডাক দিয়ে ১৪ মামলা খেলেন বিজেপি নেতা! জঙ্গিবাদের আঁতুড়ঘর পাকিস্তানে সেনাবহরে জঙ্গি হামলায় ১২ সেনা নিহত, বেহাত সমরাস্ত্র-ড্রোন ভাঙ্গায় ৩ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত শূন্য রানে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ এইচএসসির ফল প্রকাশ নিয়ে যা জানা গেল ৪ জেলায় বন্যার আশঙ্কা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু মার্কস অলরাউন্ডার ২০২৫ শুরু হলো সারা দেশে! ঋণের দায়ে চার মৃত্যু, ধার করে চল্লিশা সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন দেশের ৬৪ জেলায় হবে ‘মডেল মন্দির’