অফিস যাওয়ার আগে অল্প সময়ে চুলের সাজে পরিবর্তন আনবেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




অফিস যাওয়ার আগে অল্প সময়ে চুলের সাজে পরিবর্তন আনবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ৪:০১ 81 ভিউ
আপনার লম্বা চুল নিয়ে নাজেহাল অবস্থা। অফিসে যাওয়ার আগে হাতে সময় থাকে খুব কম। সময়ের অভাবে ঠিকমতো চুলের সাজসজ্জা করা হয় না। কিন্তু আপনি জানেন কি, মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার চুলের সাজসজ্জা পরিবর্তন আনতে পারেন? সে রকম কয়েকটি উপায়ে কেশসজ্জার সন্ধান দেওয়া হলো আপনাকে। উঁচু পনিটেল সবচেয়ে সুবিধাজনক চুলের স্টাইল হচ্ছে উঁচু পনিটেল। পরিচ্ছন্ন ও টিপটপ দেখানোর পাশাপাশি অফিসের সাজের সঙ্গে মানিয়ে নেয় এই কেশসজ্জা। মুখের সামনে চুলের উৎপাত থাকে না। কাজের সময়ে বারবার বিরক্ত হবেন না। উপরন্তু আত্মবিশ্বাসের ছাপ আসবে চোখেমুখে। উঁচু খোঁপা আপনার চুল টানটান করে বেঁধে মাথার ওপরের দিকে খোঁপা করে নিন। এরপর অল্প চুলের গোছা বার করে সামনে

ফেলে রাখুন লকস হিসাবে। ফ্যাশনের জগতে এ ধরনের হেয়ারস্টাইল খুবই জনপ্রিয়। একই সঙ্গে ঘাড়ে চুল পড়ে না। তবে সামনের চুলগুলো এমনভাবেই বার করে রাখুন, যাতে হালকা করে কানের পাশে টেনে নিয়ে যাওয়া যায়। তাতে মুখে চুল পড়ার সম্ভাবনা থাকে না। হাতখোঁপা হাতখোঁপায় আপনার প্রয়োজন পড়বে না ক্লিপের কিংবা ব্যান্ডের। হাতের কারসাজিতে চোখের পলকে গোটা চুল আটকে যায় মাথার পেছনে। বাঙালি কেশসজ্জার গর্ব হাতখোঁপা। অফিস যাওয়ার সময়ে হাতের কাছে সরঞ্জাম না পেলে স্রেফ হাতখোঁপা করেই বেরিয়ে পড়তে পারেন আপনি। ঢেউ খেলানো খোলা চুল সবচেয়ে আকর্ষণীয় কেশসজ্জা হচ্ছে— ঢেউ খেলানো খোলা চুল। এ চুলের উপদ্রবে বিরক্ত না হলে চুল নিয়ে চিন্তাই করতে হবে না আপনাকে। মাঝে

সিঁথি করে দুই পাশে চুল ছেড়ে দিন। বাড়িতে কার্লার থাকলে এবং হাতে সময় থাকলে দুদিকে নিচের অংশটুকু কার্ল করে নিন। এ ধরনের চুলের কায়দা অফিস কিংবা পার্টি— সব জায়গাতেই মানানসই। সোজা টিপটপ চুল খুবই সাধারণ একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনি, তা হচ্ছে— সোজ টিপটপ চুল। এ চুল স্ট্রেট করানো থাকলে, মাঝেমধ্যে খোলা চুলে অফিসে যান। টিপটপ সাজের জন্য স্ট্রেট চুল উপযুক্ত। সম্ভব হলে মাথার সামনের অংশে ল্যাকার লাগিয়ে যেতে পারেন। তাতে মাথার সঙ্গে লেগে থাকে চুল। বিনোদন জগতের তারকাদের নতুন পছন্দের মধ্যে রয়েছে এ হেয়ারস্টাইল। হাফ-নট আর খোলা চুল আরেকটি পদ্ধতি হচ্ছে— হাফ-নট আর খোলা চুল। খানিক টানটান, আবার খানিক আলগা। মাথার সামনে

থেকে সব চুল এবং পেছনের অর্ধেক চুল নিয়ে খোঁপা করে নিন। মাথার পেছনের নিচের অংশের চুলগুলোকে খুলে রাখুন। অফিসের সাজেও মাঝেমধ্যে ক্যাজুয়াল লুক ভালো লাগে। কেবল একটি হেয়ার ব্যান্ড কিংবা স্ক্রানচি থাকলেই এ হেয়ারস্টাইল বানিয়ে ফেলা যায়। বিনুনি এবার সবচেয়ে আকর্ষণীয় পদ্ধতি জেনে রাখুন। অফিসে কিংবা পার্টিতে নয়— এবার চুল বাঁধুন রাতে ঘুমানোর আগে বিনুনি করে। রাতে ঘুমানোর সময়ে বেণি বাঁধার অভ্যাস গড়ে তুলন। এর মানে এই নয় যে, সাজের জগতে বেণির কোনো মূল্য নেই। সামনের খানিক অংশ ছেড়ে রেখে আলগা বাঁধনে বিনুনি করে নিন। শেষে সামনের অংশ দিয়ে দুদিকে দুটি বেণি করে কানের দুই পাশে আটকে দিন। এরপর রাতে ঘুমিয়ে পড়ুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কেটরিন কনলির ভূমিধস জয় পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ! রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র : মাদুরো এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৭ হাজার টন গম ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ জেনে নিন স্বর্ণ-রুপার আজকের বাজারদর বাড়তি দামে মিলছে শীতের সবজি সালমান শাহর লাশ দেখে মাটিতে বসে পড়েছিলেন আহমেদ শরীফ আরাফাত: বিএনপি স্বেচ্ছায় অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগের আমলে সকল নির্বাচন ছিল অন্তর্ভুক্তিমূলক চাহিদার ধারাবাহিক পতনে বন্ধপ্রায় উৎপাদন, সিমেন্ট কারখানায় ৭০% কর্মী ঘাটতি ৯ বিলিয়ন ডলারের বিশাল বরাদ্দ: আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অর্থনীতিতে বহুমাত্রিক চাপ: ভেঙে পড়ছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, চোখে অন্ধকার সাধারণ মানুষের নাসিকের প্রশাসকের গুরুদায়িত্বে প্রেস সচিবের ছোট ভাই! মোহাম্মদ এ. আরাফাত: সরকারি আদেশে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া অবৈধ জুলাই-মামলার আসামি ইরেশ যাকের: বিদেশে পালানো এবং মামলা থেকে অব্যাহতি, নেপথ্যে প্রভাব ও অর্থের খেলা বিশ্ব বাজার থেকে রাশিয়ার তেল-গ্যাস হটানোর ঘোষণা ইউক্রেনের মিত্রদের একই মাদ্রাসার ৫ শিক্ষার্থীকে বলাৎকার, জানাজানি হতেই পালালেন হাফেজ