ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : নির্বাচিত সরকারকে উৎখাতের পর দেশে এখন কিসের রাজত্ব চলছে?
ঝিনাইদহ শত্রুমুক্ত: পশ্চিমাঞ্চলীয় রণাঙ্গনে যৌথবাহিনীর জয়যাত্রা অব্যাহত
চরম প্রতিকূলতাতেও অটুট জনসমর্থন: আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন চায় না দেশের ৬৯ শতাংশ মানুষ
আঞ্চলিক ভূ-রাজনীতির মারপ্যাঁচ: ঢাকায় মার্কিন যুদ্ধ-বিশেষজ্ঞদের উপস্থিতি
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ফ্যাসিবাদ’ ও ‘সন্ত্রাসের রাজত্ব’ কায়েমের অভিযোগ
পাকিস্তানের সঙ্গে সামরিক সখ্য: জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি চরম ঝুঁকির মুখে
ছয় বছরের শান্তি, মাত্র ছয় মাসেই নরক : নোবেলজয়ী ইউনুস সরকারের আরেকটি অর্জন সুন্দরবনে!
মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা
মুক্তিবাহিনীর মুহুর্মুহু হামলায় টিকতে পারছিল না পাকিস্তানি হানাদার বাহিনী। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর তারা মৌলভীবাজার মহকুমা ছেড়ে শেরপুর হয়ে সিলেটের দিকে পালিয়ে যায়। তৎকালীন মহকুমা প্রশাসকের কার্যালয়ের সামনে এদিন সকাল ৯টার দিকে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
মহান স্বাধীনতা যুদ্ধের বীরত্বপূর্ণ এই দিন স্মরণে মৌলভীবাজারে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ।
মুক্ত হয়েছিল কুমিল্লা-পিরোজপুর
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানিদের কবল থেকে মুক্ত হয়েছিল কুমিল্লা। এদিন বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে তৎকালীন পূর্বাঞ্চলের প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান জহুর আহমেদ চৌধুরী দলীয় পতাকা ও কুমিল্লার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আহমদ আলী স্বাধীন বাংলাদেশের
পতাকা উত্তোলন করেন। এদিনই মুক্ত হয়েছিল তৎকালীন মহকুমা শহর পিরোজপুর। এ উপলক্ষে যৌথভাবে কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ। চতুর্মুখী আক্রমণে পালায় পাকিস্তানিরা ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় নরসিংদীর শিবপুর। ৮ ডিসেম্বর ভোর ৪টায় যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফটিক মাস্টার ও বেঙ্গল রেজিমেন্টের বীর সেনা মজনু মৃধার নেতৃত্বে ৬২ জনের মুক্তিযোদ্ধা দল পাকিস্তানি বাহিনীর পুটিয়া সংলগ্ন ক্যাম্পে চতুর্মুখী আক্রমণ চালায়। প্রচণ্ড গোলাগুলির পর মুক্তিযোদ্ধারা দখল করে নেন ক্যাম্পটি। পাকিস্তানিরা নরসিংদীর দিকে পালিয়ে যায়। এই দিনে সব বীর মুক্তিযোদ্ধার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল গফুর ও ইউএনও ফারজানা ইয়াসমিন।
দুর্গাপুরে মোমবাতি প্রজ্বালন নেত্রকোনার দুর্গাপুর মুক্ত হয়েছিল ১৯৭১ সালের ৫ ডিসেম্বর। গত শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এদিন রাতে শহীদ সন্তোষ পার্কে মোমবাতি প্রজ্বালনের আয়োজন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা নেতাকর্মীরা। শেরপুরে ছিল না কর্মসূচি ৭ ডিসেম্বর ছিল শেরপুর মুক্ত দিবস। তবে এদিন জেলায় কোনো কর্মসূচি উদযাপিত হয়নি। অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার ভাষ্য, সারাদিন পৌরসভায় ব্যস্ত ছিলেন। কর্মসূচি বিষয়ে জানেন না।
পতাকা উত্তোলন করেন। এদিনই মুক্ত হয়েছিল তৎকালীন মহকুমা শহর পিরোজপুর। এ উপলক্ষে যৌথভাবে কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ। চতুর্মুখী আক্রমণে পালায় পাকিস্তানিরা ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় নরসিংদীর শিবপুর। ৮ ডিসেম্বর ভোর ৪টায় যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফটিক মাস্টার ও বেঙ্গল রেজিমেন্টের বীর সেনা মজনু মৃধার নেতৃত্বে ৬২ জনের মুক্তিযোদ্ধা দল পাকিস্তানি বাহিনীর পুটিয়া সংলগ্ন ক্যাম্পে চতুর্মুখী আক্রমণ চালায়। প্রচণ্ড গোলাগুলির পর মুক্তিযোদ্ধারা দখল করে নেন ক্যাম্পটি। পাকিস্তানিরা নরসিংদীর দিকে পালিয়ে যায়। এই দিনে সব বীর মুক্তিযোদ্ধার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল গফুর ও ইউএনও ফারজানা ইয়াসমিন।
দুর্গাপুরে মোমবাতি প্রজ্বালন নেত্রকোনার দুর্গাপুর মুক্ত হয়েছিল ১৯৭১ সালের ৫ ডিসেম্বর। গত শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এদিন রাতে শহীদ সন্তোষ পার্কে মোমবাতি প্রজ্বালনের আয়োজন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা নেতাকর্মীরা। শেরপুরে ছিল না কর্মসূচি ৭ ডিসেম্বর ছিল শেরপুর মুক্ত দিবস। তবে এদিন জেলায় কোনো কর্মসূচি উদযাপিত হয়নি। অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার ভাষ্য, সারাদিন পৌরসভায় ব্যস্ত ছিলেন। কর্মসূচি বিষয়ে জানেন না।



