ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সঞ্চয় গেলো, স্বপ্ন গেলো, জীবন গেলো : ১৫ হাজার কোটি টাকার লুটপাট শেষে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা ইউনুস কর্তৃক
তাজউদ্দিনকে লেখা ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর সেই ঐতিহাসিক চিঠির কপি
৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি ভারতের, স্মরণে ও কৃতজ্ঞতায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের বিবৃতি
বিজয় দিবসের আনন্দ ম্লান করতেই কি ‘মেটিকুলাস ডিজাইন’?
বিশ্ব রাজনীতির জাদুকরী চাল: এশিয়ার রাজনৈতিক দাবার বোর্ডে ভারতই যখন ‘কিংমেকার’
৬ ডিসেম্বর: কূটনৈতিক বিজয়ের মাহেন্দ্রক্ষণ—বিশ্ব মানচিত্রে ‘বাংলাদেশ’ নামের প্রতিষ্ঠা
“ড. ইউনূস উন্নয়ন করেনাই, ক্ষতি ছাড়া কোন লাভ হয় নাই; কামাইয়ের প্রচুর ক্ষতি হইছে, সংসার চলতেছে না” — জনতার ক্ষোভ
বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুটির নাম ‘৩৬ জুলাই সেতু’ রাখাকে কেন্দ্র করে হট্টগোলের জেরে উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
শনিবার (৬ই ডিসেম্বর) দুপুরে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাচিরচর এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের প্যান্ডেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হামলা চালালে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনলাইনে যুক্ত হয়ে সেতুটি উদ্বোধন করার কথা ছিল। তবে উপদেষ্টা সংযুক্ত হওয়ার আগেই স্থানীয় অসন্তুষ্ট জনতা অনুষ্ঠানস্থলে প্রবেশ করে প্যান্ডেল ভাঙচুর করে, যার ফলে উদ্বোধন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মিত ৬১৯ মিটার দীর্ঘ এই সেতুটির নাম পূর্বঘোষিত 'সৌহার্দ্য সেতু' থেকে পরিবর্তন করে স্থানীয়দের অগোচরে '৩৬ জুলাই সেতু' রাখা হয়। সেতুর নির্মাণকাজ পুরোপুরি শেষ না হওয়া এবং হঠাৎ করে
নাম পরিবর্তনের ঘোষণায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এছাড়া সেতুটি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনুকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় স্থানীয়দের ক্ষোভ আরও ঘনীভূত হয় বলে জানা গেছে। এ বিষয়ে মুলাদী থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, উত্তেজিত জনতার হামলার কারণে আয়োজকরা অনুষ্ঠান পরিচালনা করতে পারেননি, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্যদিকে, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেতুর নতুন নাম '৩৬ জুলাই সেতু' রাখা হয়েছিল, যাতে স্থানীয়দের আপত্তি ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আগেই হামলার ঘটনাটি ঘটে।
নাম পরিবর্তনের ঘোষণায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এছাড়া সেতুটি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনুকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় স্থানীয়দের ক্ষোভ আরও ঘনীভূত হয় বলে জানা গেছে। এ বিষয়ে মুলাদী থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, উত্তেজিত জনতার হামলার কারণে আয়োজকরা অনুষ্ঠান পরিচালনা করতে পারেননি, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্যদিকে, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেতুর নতুন নাম '৩৬ জুলাই সেতু' রাখা হয়েছিল, যাতে স্থানীয়দের আপত্তি ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আগেই হামলার ঘটনাটি ঘটে।



