আমাকে সবাই প্রোডাক্ট বানিয়েছিল : প্রসেনজিৎ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫
     ৬:০২ অপরাহ্ণ

আমাকে সবাই প্রোডাক্ট বানিয়েছিল : প্রসেনজিৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫ | ৬:০২ 12 ভিউ
ভারতের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এক সময় এককভাবে বলিষ্ঠ উপস্থিতি রাখতেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছোট-বড় সকল পরিচালক ও প্রযোজক তার দক্ষতা ও জনপ্রিয়তাকে মেনে নিতেন। সিনেমা জগতে যতই প্রতিযোগিতা থাকুক না কেন, প্রসেনজিতের সামনে কারও সাহস ছিল না কথা বলার। চলতি বছর দূর্গাপুজোর সিনেমা মরশুমে ‘দেবী চৌধুরানী’ সহ একাধিক ছবিতে প্রতিযোগিতা হয়েছে। অন্যরা এই প্রতিযোগিতা নিয়ে উদ্বিগ্ন থাকলেও, প্রসেনজিত বা বুম্বাদা তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত ছিলেন না। তার একমাত্র লক্ষ্য ছিল-নিজের সেরাটা দেওয়া। সম্প্রতি দ্যা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিত বলেন, আমার মনে হয় না আমাকে কেউ কোনও প্রতিযোগিতায় ফেলে। আমি এই সমস্ত প্রতিযোগিতায় থাকি না। যদিও একটা সময় ছিল যখন আমি এই প্রতিযোগিতায় সামিল হতাম। ধারাবাহিক

নাটকে দিলারা জামান তিনি আরও জানান, একটা সময় ছিল যখন আমি বাইরে কাজ করতে পারতাম না, হিন্দি সিনেমা করতে পারতাম না কারণ তখন আমার উপরই সবাই নির্ভর করত। তখন প্রসেনজিতের সিনেমা মানেই হিট। পরিচালক, প্রযোজক এবং দর্শকদের আমার ওপর যে ভরসা ছিল তা ছেড়ে দিয়ে আমি কোথাও যেতে পারিনি। প্রসেনজিত আরও ব্যাখ্যা করেন, আমাকে নায়ক নয় বরং সবাই মিলে আমাকে একটা প্রোডাক্ট করে তুলেছিল। যে সিনেমাতে প্রসেনজিত থাকবে সেটা হিট হবে। আমি অন্য কোথাও গিয়ে সেকেন্ড বেঞ্চে বসতে পারতাম না। আমাকে সবাই মিলে প্রথম করে দিয়েছিল, আমার পক্ষে সম্ভব ছিল না অন্য কোথাও দ্বিতীয় স্থানে দাঁড়ানোর। হিন্দি সিনেমা বা অন্যান্য ভাষার সিনেমায় কাজ

করার প্রসঙ্গে তিনি বলেন, যখন আমি একটি ময়ূরাক্ষী করতে পেরেছি, অন্য স্বাদের সিনেমা করতে পেরেছি, যখন বুঝেছি যে আমি আর প্রতিযোগিতায় নেই তখন আমি হিন্দি সিনেমাও করতে পেরেছি, আবার একটি মালায়ালাম বা অন্য ভাষার সিনেমাও করার সাহস পেয়েছি। কিন্তু আগে সেই সাহস আমার ছিল না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই : প্রভা পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী সাইদ মামুন গুলিতে নিহত যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবি, নিহত ১১ পাল্টা শুল্ক থেকে অর্জিত অর্থের লভ্যাংশ জনগণকে দেবেন ট্রাম্প আমাকে সবাই প্রোডাক্ট বানিয়েছিল : প্রসেনজিৎ নতুন রূপে শবনম বুবলী ক্রিকেট বোর্ডের চার কর্মকর্তা ওএসডি টাঙ্গাইলে নির্বাচন অফিসে বিএনপির হামলায় কর্মকর্তাসহ আহত ৪ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫.৪ মাত্রার ভূমিকম্প গ্র্যামির মনোনয়ন থেকে বাদ টেইলর সুইফট পপি সিড খাবার নাকি মাদক? জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি ‘আপাতত’ স্থগিত নিমন্ত্রণে জানভি কাপুরের মতো সাজতে চান, রইল উপায় ইংরেজি উচ্চারণ নিয়ে দীপিকাকে কটাক্ষ! যে জবাব দিলেন অভিনেত্রী ধসের মুখে ভারতের চিংড়ি রপ্তানি শিল্প গাজায় গণহত্যার প্রমাণ ইচ্ছাকৃতভাবে গোপন করেছিল বাইডেন প্রশাসন বিএনপির মনোনয়ন পাননি নেতা, প্রতিবাদে দুই কিলোমিটার জুড়ে মানববন্ধন সমর্থকদের মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল