জংলির পর সরব বুবলী, দিলেন নতুন ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫
     ৫:৩২ অপরাহ্ণ

জংলির পর সরব বুবলী, দিলেন নতুন ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫ | ৫:৩২ 3 ভিউ
‘জংলি’ সিনেমা মুক্তির পর চিত্রনায়িকা শবনম বুবলীর নতুন সিনেমার খবর আসছিল না। অনুরাগীরা অপেক্ষা করছিলেন, বুবলীর নতুন কোনো সিনেমার খবর আসবে। এর মধ্যে নায়িকা উড়াল দেন যুক্তরাষ্ট্রে। সেখানে শাকিব খানের সঙ্গে দারুণ সময় কাটিয়ে ফেরেন দেশে। এরপর আবার নীরব। ফলে বাড়ছিল অনুরাগীদের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ভাঙল এবার। নতুন সিনেমার খবর এলো বুবলীর। সিনেমার নাম ‘ঢাকাইয়া দেবদাস’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বুবলী। তরুণ নায়ক আদর আজাদের বিপরীতে আবারও বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে। ছবিটি পরিচালনা করছেন জাহিদ হোসেন, যিনি জানিয়েছেন–গল্পটি হবে আধুনিক ভালোবাসা ও সম্পর্কের ভাঙাগড়ার কাহিনি। আদর আজাদ থাকছেন এক আধুনিক ব্যর্থ প্রেমিক চরিত্রে, আর বুবলী কেন্দ্রীয় চরিত্রে। গতকাল

রাজধানীতে আনুষ্ঠানিকভাবে সিনেমার ঘোষণা দেওয়া হয়। সেখানে বুবলী হাজির হয়ে বলেন, সিনেমাটির নাম শুনেই এর গল্প সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। গল্পটি দারুণ সুন্দর ও গোছানো। এখন অধিকাংশ সিনেমাই তো অ্যাকশন ভাইবে নির্মিত হয়। তার মাঝে প্রেম ও বিরহের গল্প নিয়ে নির্মিত হতে যাওয়া এই সিনেমাটি ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। গতকাল সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে সঙ্গে শুটিংও শুরু হয়। আদর আজাদ বলেন, বুবলী দারুণ একজন অভিনেত্রী। তাঁর সঙ্গে আগেও কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার। এবারও তাঁর বিপরীতে থাকছি। মূলত গল্পের প্রয়োজনেই আবার আমাদের একসঙ্গে কাজ করা। আমার বিশ্বাস, সিনেমাটি দারুণ কিছু হবে। দর্শকরা আনন্দ পাবেন।’ সিনেমাটির গল্প নিয়ে আদর বলেন, সিনেমার

নাম যেহেতু ঢাকাইয়া দেবদাস– গল্পেও দেবদাসের মতো বিষয়টিই থাকছে। তবে সেটা নতুন আঙ্গিকে নতুন ধরনের গল্পে। যে গল্পে প্রেম-বিরহ থাকবে। থাকবে গভীর প্রেমের বোধ।’ নির্মাতা বিশ্বাস করেন, ‘ঢাকাইয়া দেবদাস’-এ তাদের রসায়ন আরও গভীর হবে, যা ছবিটিকে এনে দেবে আলাদা আবেদন। এর আগে বুবলী ও আদর আজাদ একসঙ্গে অভিনয় করেছেন ‘তালাশ’, ‘লোকাল’, ‘পিনিক’ ও ‘খেলা হবে’ সিনেমায়। দর্শকপ্রিয় সেই জুটিকে আবারও পর্দায় দেখতে উৎসুক তাদের ভক্তরা। এদিকে বড় পর্দার ব্যস্ততার পাশাপাশি বুবলী এখন আলোচনায় রয়েছেন তাঁর সাম্প্রতিক রাজকীয় ফটোশুট নিয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবিতে তিনি যেন একেবারে ‘হলিউড ডিভা’। অফ-শোল্ডার সাদা ফুলেল টপ ও কালো গাউনে, বিলাসবহুল স্পোর্টস কারের

বনেটে বসে থাকা বুবলীকে ঘিরে তৈরি হয়েছে ভক্তদের উন্মাদনা। এই ফটোশুট মূলত একটি পার্লারের প্রমোশনাল প্রজেক্ট হলেও বুবলীর উপস্থিতি সেটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বসের মতো লড়ো, রানীর মতো বাঁচো।’ যা তাঁর আত্মবিশ্বাস ও স্বাধীন মানসিকতার প্রতিফলন। মুহূর্তেই লাইক-কমেন্টে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন, ‘এই লুক একেবারে কুইনের মতো’, আবার কেউ বলেছেন, ‘ঢালিউডে এমন রাজকীয় উপস্থিতি কেবল বুবলীরই মানায়।’ সব মিলিয়ে বলা যায়, স্টাইল, গ্ল্যামার আর অভিনয়ে এখন বুবলী যেন নিজের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। নতুন লুকে যেমন মাত করছেন ভক্তদের, তেমনি ‘ঢাকাইয়া দেবদাস’-এর কেন্দ্রীয় চরিত্রে হাজির হয়ে আবারও প্রমাণ দিতে চলেছেন– ঢালিউডের গল্পনির্ভর ছবিতে তার যথার্থতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জংলির পর সরব বুবলী, দিলেন নতুন ঘোষণা প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ আইসিসির সভায় এশিয়া কাপ চাইল ভারত মেয়ে মানুষের ‘গুড টাচ-ব্যাড টাচ’ বুঝতে পারার কথা: রুমানা পিতা-পুত্রের জুটি দেখল আন্তর্জাতিক ক্রিকেট নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে দাবি-আপত্তি চেয়ে ইসির গণবিজ্ঞপ্তি প্রসূন আজাদের অভিযোগের জবাব দিলেন পরীমণি টঙ্গীতে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে অ্যান্টার্কটিকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চীনের নৌবহরে যুক্ত হলো তৃতীয় রণতরী ফুজিয়ান চট্টগ্রামে এবার নিজ বাড়ির সামনে খুন হলেন ব‍্যবসায়ী দুই দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি রাজনীতির মাঠে সক্রিয় চট্টগ্রামের সন্ত্রাসীরা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির ‘জ্যোতিই এখন সর্বেসর্বা’ ক্ষুদ্র প্রতিষ্ঠানের ব্যবসা দখলে সক্রিয় সিন্ডিকেট রমনায় গির্জা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ নির্বাচনে লড়ব, দুর্নীতির অভিযোগ ‘হাস্যকর’ সোনাদিয়া নিয়ে নতুন ভূরাজনীতি: রেয়ার অর্থ রিজার্ভের মিথ্যা প্রপাগাণ্ডার আড়ালে বিদেশীদের দখল দেওয়ার চক্রান্ত! দ্য উইক-এ শেখ হাসিনার বিস্ফোরক নিবন্ধ: ‘অনির্বাচিত শাসকদের আগেও মোকাবেলা করেছি, দেশ এখন বারুদের স্তূপে’