
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
১৬ মাসের অন্তঃসত্ত্বা সোনাক্ষী!

একটি মন্তব্য করেই তোলপাড় সৃষ্টি করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা । গত বছরের ২৩ জুন প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেছেন তিনি। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তাদের দাম্পত্যের বয়স প্রায় এক বছর চার মাস, অর্থাৎ ১৬ মাস। বিয়ের পর থেকেই অনুরাগীদের মধ্যে জল্পনা, মা হচ্ছেন সোনাক্ষী?
নতুন বাড়িভাড়া নির্ধারণে ৮৯ শতাংশ শিক্ষক উপকৃত হবেননতুন বাড়িভাড়া নির্ধারণে ৮৯ শতাংশ শিক্ষক উপকৃত হবেন
সম্প্রতি এক পার্টিতে ঢিলেঢালা আনারকলি পোশাকে হাজির হওয়ায় নেটিজেনদের মধ্যে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনেত্রী অন্তঃসত্ত্বা কি না। এই প্রসঙ্গে সোনাক্ষী নিজেই মুখ খুলেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয়
বিশ্বরেকর্ড করে ফেললাম।’ সোনাক্ষী ব্যাখ্যা করেন, শুধু একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন, আর সেটিই ভুলভাবে সংবাদে প্রকাশিত হয়েছে। এর আগে, ১৫ অক্টোবর তৌরানির তারকাখচিত দিওয়ালি পার্টিতে স্বামী জাহিরের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাক্ষী। মূল আয়োজনের প্রবেশপথে এগোতে গিয়ে জাহির মজা করে বলেন, ‘দেখো, সামলে’, এবং সোনাক্ষী সেই মুহূর্তে হেসে ফেলেন। ওই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই ‘অন্তঃসত্ত্বা সোনাক্ষী’ নিয়ে চর্চা শুরু হয়।
বিশ্বরেকর্ড করে ফেললাম।’ সোনাক্ষী ব্যাখ্যা করেন, শুধু একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন, আর সেটিই ভুলভাবে সংবাদে প্রকাশিত হয়েছে। এর আগে, ১৫ অক্টোবর তৌরানির তারকাখচিত দিওয়ালি পার্টিতে স্বামী জাহিরের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাক্ষী। মূল আয়োজনের প্রবেশপথে এগোতে গিয়ে জাহির মজা করে বলেন, ‘দেখো, সামলে’, এবং সোনাক্ষী সেই মুহূর্তে হেসে ফেলেন। ওই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই ‘অন্তঃসত্ত্বা সোনাক্ষী’ নিয়ে চর্চা শুরু হয়।