ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত দেশ: বন্ধ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র – ইউ এস বাংলা নিউজ




ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত দেশ: বন্ধ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৫২ 19 ভিউ
বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিডিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটিজনিত কারণে হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং করতে হচ্ছে। আগামী দু-তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। সাময়িক এ পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা চেয়েছে পিডিবি। যদিও কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও জানা গেছে, বিল বকেয়া থাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের অর্ধেক সরবরাহ বন্ধ করে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েন চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ। জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে বাগেরহাটের রামপালে অবস্থিত ১,৩২০ মেগাওয়াট

সক্ষমতার একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। বিল বকেয়া থাকায় ভারতের আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের বিদ্যুৎকেন্দ্রর একটি ইউনিট বন্ধ রয়েছে। এছাড়া বিবিয়ানার একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ আছে। এ হিসেবে গতকাল ১ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি ছিল। গতকাল বিকেল থেকে চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। তীব্র গরমে নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। পিডিবির সিলেট জানায়, সিলেট নগরের বিদ্যুতের চাহিদা ৪০ মেগাওয়াটেরও বেশি। কিন্তু জাতীয় গ্রিড থেকে সরবরাহ মিলছে মাত্র ২৫.৩০ মেগাওয়াট। এর মধ্যে আম্বরখানা সাবস্টেশনে দেওয়া হয়েছে ১৩ মেগাওয়াট, শেখঘাটে ৯ মেগাওয়াট এবং লাক্কাতুরায় মাত্র ৩.৩ মেগাওয়াট বিদ্যুৎ। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী

শামস-ই আরেফিন বলেন, জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম থাকায় নগরবাসীর চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। এটি কতদিন থাকবে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে জাতীয় গ্রিডে পর্যাপ্ত সরবরাহ পাওয়া গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় এক বার্তায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, এ পরিস্থিতি সাময়িক এবং আগামী ২-৩ দিনের মধ্যে উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। বার্তায় বলা হয়, বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটিজনিত কারণে হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং করতে হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, তিন বিদ্যুৎকেন্দ্রের একটি করে ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় দেশের কিছু এলাকায় লোডশেডিং হচ্ছে। পিডিবির তথ্য অনুযায়ী, গতকাল রাত ৯টায় বিদ্যুতের চাহিদা ছিল

১৮ হাজার ৮৫৩ মেগাওয়াট, এর বিপরীতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৬ হাজার ২৫০ মেগাওয়াট। সে হিসেবে লোডশেডিং ছিল ১ হাজার ৩৩৪ মেগাওয়াট। তবে পিক আওয়ারের পরে লোডশেডিং ছিল না বলে দাবি করেছে পিডিবি। তবে পিডিবি জানায়, বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে। সন্ধ্যার পিক আওয়ারের পরে আর লোডশেডিং ছিল না বলে তারা দাবি করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এনসিপি নেতার চাঁদাবাজি, মবসন্ত্রাস ও দখলবাণিজ্যে অতিষ্ঠ স্থানীয়রা, মানববন্ধনে নিন্দা ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত দেশ: বন্ধ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র নেপালে এখনো আটকা বাংলাদেশ ফুটবল দল ও সাংবাদিকরা ইউনূস সরকারের অধীনে জঙ্গিবাদের উত্থান, দেশে বেড়েছে সংখ্যালঘু নির্যাতন সিনেমায় ইমরান হাশমির সঙ্গে রোমান্স করবেন দিশা পাটানি ৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ ফরিদা পারভীন লাইফ সাপোর্টে সেন্টমার্টিন থেকে ৪০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ২৭ বল খেলেই আমিরাতকে হারাল ভারত কত টাকায় পাওয়া যাবে আইফোন ১৭ প্রো কাতারের পর মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইসরায়েলের হামলা, নিহত ৯ সাবেক ডিসি সুলতানাকে চাকরি থেকে বরখাস্ত এবার ফ্রান্সে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ, নিয়ন্ত্রণে আটক ২ শতাধিক প্রাথমিকের ১০ কোটি বই ছাপার দায়িত্ব যাচ্ছে ডিপিইর হাতে আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ কাতারে হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা ফের হেনস্তার শিকার উরফি কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানাল বাংলাদেশ নেপালে কারফিউ, আতঙ্কিত জনগণ