ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট গিয়ে ৩ রোহিঙ্গা আটক – ইউ এস বাংলা নিউজ




ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট গিয়ে ৩ রোহিঙ্গা আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ | ৯:৪৪ 89 ভিউ
ফরিদপুরে ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট করতে গিয়ে ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। এসময় আরও দুই যুবককে আটক করেছে পুলিশ। শহরের কমলাপুর চাঁদমারিতে পাসপোর্ট অফিসের সামনে থেকে রোববার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা হলেন আব্দুল ছোবহান (৬০), তাঁর স্ত্রী হাসিনা বেগম (৫৭) ও তাঁদের মেয়ে জামাই তৈয়বুর (২৯)। এসময় রাশেদ খান (২৮) ও সিয়াম মাহমুদ (২৭) নামে আরও দুই যুবককেও আটক করা হয়। তাঁদের বাড়ি শহরের কমলাপুরে। জানা গেছে, আটক রোহিঙ্গাদের কাছ থেকে কক্সবাজার পৌর সদরের পাহাড়তলী মহল্লার ঠিকানার আব্দুল ছোবহান ও হাসিনা বেগমের নামে দুটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। ২০১৭ সালের ১২ মার্চ ইস্যুকৃত এসব এনআইডি কার্ড ভুয়া।

আটক তৈয়বুর জানান, দালালেরা ৫০ হাজার টাকা চুক্তিতে তাঁর শ্বশুর ও শাশুড়ির পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলে ফরিদপুরে নিয়ে আসে। তবে ফরিদপুর আসার পর তাঁদের ধরে একটি স্থানে নিয়ে দেড় লাখ টাকা দাবি করা হয়। কিন্তু ওই টাকা দিতে না চাইলে চার-পাঁচজন মিলে তাঁদের ওপর হামলা করে। এসময় দৌড়ে পাসপোর্ট অফিসের সামনে এলে সেখানে কর্তব্যরত আনসারেরা তাঁদের উদ্ধার করে অফিসের মধ্যে নিয়ে যান। পরে পুলিশ এসে রাশেদ ও সিয়ামসহ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। জেলা পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. নাইমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আনসার সদস্যরা তাঁদের অফিসে নিয়ে আসার পর বিস্তারিত শুনে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কোতয়ালি থানার

এসআই আহাদুজ্জামান বলেন, ভুয়া এনআইডি কার্ড দিয়ে গত ২৩ জানুয়ারি দুই রোহিঙ্গা নাগরিক পাসপোর্টের জন্য আবেদন করেন। তবে এনআইডিতে দেওয়া তথ্যের সঙ্গে মিল না থাকায় গত ৭ জুলাই তা পাসপোর্ট অফিস থেকে রিজেক্ট করা হয়। এরপর তাঁরা দালালের মাধ্যমে পাসপোর্ট করতে এসে আটক হয়েছে। আটক রোহিঙ্গাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেপালের মন্ত্রীদের হেলিকপ্টারে করে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা নেপালের অর্থমন্ত্রীকে ধাওয়া দিয়ে রাস্তায় ফেলে মারধর ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ স্লোগানে উত্তাল মহাসড়ক পালাতে যাচ্ছেন অলি, ভারত সীমান্তে উচ্চ সতর্কতা ডাকসুর ভোটগ্রহণ শেষ পদত্যাগপত্রে যা লিখলেন নেপালের প্রধানমন্ত্রী অলি নুরাল পাগলার মরদেহ উত্তোলনের নির্দেশদাতা গ্রেপ্তার মহাসড়ক অবরোধে ২৩ কিলোমিটার যানজট নেপালে রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাড়িতে হামলা-আগুন টানা ৫ দিন ঝরতে পারে বৃষ্টি, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা বাংলাদেশ-ইন্দোনেশিয়া পেরিয়ে লঙ্কার আগুন পৌঁছল নেপালে রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ, মঙ্গলবার থেকে কার্যকর বহুল কাঙ্ক্ষিত ডাকসুর ভোট আজ আস্থা ভোটে হেরে ক্ষমতা হারালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী বাইরু ফুটপাতের লাল প্যাকেট মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি শেষ সময়ে ডাকসু নির্বাচনের ৬ প্রার্থীকে ছাত্রদল থেকে আজীবন বহিষ্কার ব্যালটে ‘ক্রস চিহ্ন’ এঁকে ভোট, ভাঁজ করতে মানা ডাকসু নির্বাচনে কারা জিতবেন, সমীকরণ দিলেন তাজনুভা