ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিন শেষ করল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিন শেষ করল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৫ | ৯:৪৮ 73 ভিউ
ধারাবাহিকতার বড্ড অভাব। এক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স তো পরের ম্যাচেই পুরোনো বাংলাদেশ। বিশ্বাস না হলে কলম্বো টেস্টের প্রথম দিনের পারফরম্যান্সে চোখ বোলানো যেতে পারে। গলের প্রথম ইনিংসে পাঁচ শ ছুঁই ছুঁই স্কোর করা বাংলাদেশ কলম্বোয় আড়াই শ করতে পারবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। আড়াই শ করতে যে এখনো ৩০ রান প্রয়োজন। প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২০ রান করতে পেরেছে বাংলাদেশ। দিন শেষে ৯ রান করা তাইজুল ইসলামের বিপরীতে ৫ রানে অপরাজিত আছেন এবাদত হোসেন। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার শুরুটা হয় দলীয় ৫ রানে। এনামুল হক বিজয়ের ফেরার মধ্যে দিয়ে। অথচ, টেস্ট শুরুর আগে ডাক মারা বিজয়ের দারুণ প্রশংসা করেছিলেন কোচ ফিল সিমন্স।

বাংলাদেশি ওপেনার শক্তিশালী হয়ে ফিরবেন বলে আশা করেছিলেন তিনি। কিন্তু বিজয় কোচের আস্থার প্রতিদানই দিতে পারলেন না। গল টেস্টের প্রথম ইনিংসের মতোই আজও ১০ বলে শূন্য রানে আউট হয়েছেন তিনি। দ্বিতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কাটা অবশ্য সামলিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন মমিনুল হক ও সাদমান ইসলাম। তবে ২১ রানে মমিনুল বিদায় নেওয়ায় সেই চেষ্টাও বাধাগ্রস্ত হয়। মাঝে দলীয় ৩ রানের ব্যবধানে নাজমুল হোসেন শান্ত (৮) ও সাদমান ইসলাম (৪৬) বিদায় নিলে বিপদ বাড়ে বাংলাদেশের। ৭৬ রানেই যে ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে দলের সবচেয়ে বড় জুটিটা গড়েন মুশফিকুর রহিম ও লিটন দাস। তবে লিটনের বাজে শট সিলেকশনে ৬৭ রানের জুটিটা

ভেঙে যায়। স্লিপে ফিল্ডার থাকার পরও সোনাল দিনুশার বলে কাট শট খেলতে গিয়ে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দেন লিটন। ৩৪ রানে আউট হওয়ার আগেই আবার ৩৩ রানের সময় ক্যাচ তুলেও বেঁচে গিয়েছিলেন তিনি। এরপরেও সতর্ক হননি টি-টোয়েন্টির অধিনায়ক। লিটনের আউটের পর মুশফিকও আর বেশিক্ষণ টেকেননি। দলীয় ১৬০ রানের সময় বিদান নেন গলের সেঞ্চুরিয়ান। দিনুশার বলে স্লোগ সুইপে বড় শট খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে বিশ্ব ফার্নান্দোর হাতে ধরা পড়েন ৩৫ রানে। পরে মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের ৩৭ রানের জুটিতে দুই শ পেরোনোর ভিত পায় বাংলাদেশ। তবে দিনের শেষ দিকে দুজনই আউট হন। মিরাজের ৩১ রানের বিপরীতে ২৫ রানে

আউট হন নাঈম। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২ টি করে উইকেট নিয়েছেন আসিতা, বিশ্ব ও দিনুশা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোরআন তিলাওয়াতকারীর বিশেষ ১০ মর্যাদা শিগগিরই ৪ হাজার এএসআই নিয়োগ আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, দেশে ভরি কত? বিধিনিষেধ প্রত্যাহার চায় গ্রামীণফোন, বিটিআরসিকে চিঠি অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা ‘রুশ সামরিক লক্ষ্যবস্তুতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন’ জনসাধারণের জন্য উন্মুক্ত হলো রোমান কলোসিয়ামের ঐতিহাসিক ‘কমোডাস প্যাসেজ’ শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর ট্রাম্পের সঙ্গে আমিও এই শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ: নেতানিয়াহু বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, দেশে ভরি কত? শুধু ঘুম পায়? মধ্যরাতে ঢাবি-ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ট্রাম্প না পেলেও শান্তির নোবেল ‘আমেরিকার স্বার্থে’ আরেকটি ‘নাকবা’: গাজা পুনর্গঠনে লেগে যাবে প্রজন্মের পর প্রজন্ম পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত ‘আপাতত’ স্থগিত মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা সম্পর্ক টিকিয়ে রাখার ৩ কৌশল মসজিদে ঢুকেই তাহিয়্যাতুল-মাসজিদ নামাজ আদায়ের গুরুত্ব