‘আমরা শুধু মজা করতে চেয়েছিলাম’ – ইউ এস বাংলা নিউজ




‘আমরা শুধু মজা করতে চেয়েছিলাম’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ | ৮:৪৫ 81 ভিউ
ক্লাব বিশ্বকাপে অংশ না নেওয়ায় ছুটিতে রয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। তবে মাঠের বাইরে থেকেও তিনি আলোচনার শীর্ষে। ছুটির সময় ২৯ বছর বয়সী ইনফ্লুয়েন্সার ও ওনলি-ফ্যানস মডেল ফাতি ভাসকেজের সঙ্গে তাঁর একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। তরুণ বয়সে (ইয়ামালের বয়স মাত্র ১৬) বড় বয়সী মডেলের সঙ্গে সময় কাটানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা চলছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভাসকেজ নিজেই। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আমার বিরুদ্ধে অনেকে অশালীন ভাষা ব্যবহার করছে। কেউ কেউ তো আমাকে ‘পেডোফাইল’ বলছে, এমনকি মৃত্যুর হুমকিও দিচ্ছে। অথচ আমরা শুধু ছুটি কাটাতে চেয়েছিলাম।” ভাসকেজ আরও জানান, “আমি এখনো

৩০-এ পৌঁছাইনি। আমার বয়স ২৯ বছর। দুজন মানুষ মিলে কোথাও গেলে এত হইচই করার কী আছে?” এদিকে, স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন চলছে—পর্ন তারকা ক্লদিয়া বাভেলের সঙ্গেও ইয়ামালের সম্পর্ক রয়েছে। তবে এই গুঞ্জনকে নাকচ করে দিয়েছেন তরুণ ফুটবলার। স্প্যানিশ টিভি শো 'ত্রেদেআর'-এ ইয়ামাল বলেন, “আমি ক্লদিয়া বাভেলের সঙ্গে দেখা করতে চাইনি, কারণ আমি আগ্রহী ছিলাম না। তার চেয়েও বড় কথা, আমার মা কখনো অচেনা কাউকে বাসায় ঢুকতে দেন না।” মাত্র ১৬ বছর বয়সেই বার্সেলোনার মূল একাদশে জায়গা করে নেওয়া লামিন ইয়ামাল ভবিষ্যতের সুপারস্টার হিসেবে বিবেচিত। তবে এত অল্প বয়সেই মাঠের বাইরের আলোচনায় জড়িয়ে পড়া, তাঁর ক্যারিয়ারের জন্য কতটা স্বাস্থ্যকর—এ নিয়ে ভক্তদের মাঝেও প্রশ্ন উঠছে। বার্সেলোনা কর্তৃপক্ষ

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোরআন তিলাওয়াতকারীর বিশেষ ১০ মর্যাদা শিগগিরই ৪ হাজার এএসআই নিয়োগ আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, দেশে ভরি কত? বিধিনিষেধ প্রত্যাহার চায় গ্রামীণফোন, বিটিআরসিকে চিঠি অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা ‘রুশ সামরিক লক্ষ্যবস্তুতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন’ জনসাধারণের জন্য উন্মুক্ত হলো রোমান কলোসিয়ামের ঐতিহাসিক ‘কমোডাস প্যাসেজ’ শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর ট্রাম্পের সঙ্গে আমিও এই শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ: নেতানিয়াহু বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, দেশে ভরি কত? শুধু ঘুম পায়? মধ্যরাতে ঢাবি-ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ট্রাম্প না পেলেও শান্তির নোবেল ‘আমেরিকার স্বার্থে’ আরেকটি ‘নাকবা’: গাজা পুনর্গঠনে লেগে যাবে প্রজন্মের পর প্রজন্ম পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত ‘আপাতত’ স্থগিত মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা সম্পর্ক টিকিয়ে রাখার ৩ কৌশল মসজিদে ঢুকেই তাহিয়্যাতুল-মাসজিদ নামাজ আদায়ের গুরুত্ব