মাশরাফি-সাকিবদের দেখানো পথেই হাঁটতে চান মিরাজ – ইউ এস বাংলা নিউজ




মাশরাফি-সাকিবদের দেখানো পথেই হাঁটতে চান মিরাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ | ৫:৫২ 38 ভিউ
মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়কদের মধ্যে একজন। তার অধীনেই ওয়ানডে ফরম্যাটে অভিষেকটা হয়েছিল মেহেদী হাসান মিরাজের। কালের বিবর্তনে সেই মিরাজই এখন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তিনি নেতৃত্ব পেয়েই জানালেন, মাশরাফিসহ অতীতে যেসব অধিনায়কের সান্নিধ্য পেয়েছেন, তাদের দেখানো পথে হেঁটেই সাফল্য পেতে চান। তিনি আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ দলে আমার যখন অভিষেক হয়, তখন মাশরাফি ভাইয়ের অধীনে খেলেছি। এরপর অনেক অধিনায়ককে পেয়েছি। তো এটা আমার জন্য ভালো লাগার বিষয় যে, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এটা এখন আমি আমার অধিনায়কত্বে কাজে লাগাতে পারব।’ অধিনায়ক তো বটেই, সিনিয়রদের ওপর দায়িত্বটা থাকে দলের জুনিয়রদের আগলে রাখার। মাশরাফির অধীনে থেকে বিষয়টা

খুব কাছ থেকে দেখেছেন মিরাজ। এবার একই কাজটা নিজে অধিনায়ক হয়েও করতে চান তিনি। জুনিয়রদেরকে ভালো পারফর্ম করার টোটকাও বাতলে দিতে চান, জানালেন তিনি। মিরাজের কথা, ‘দেখেন এখন আমাদের অনেক দায়িত্ব নেওয়ার সময় চলে এসেছে। অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, ৮-৯ বছর ধরে খেলছি। যারা জুনিয়র আছে, তাদের অবশ্যই পারফর্ম করতে হবে কীভাবে সেটা সাজেস্ট করব, যেটা আমরা বড় ভাইদের কাছ থেকে পেয়েছি। চেষ্টা করব সেভাবে হেল্প করতে, ড্রেসিং রুমটাকে ওভাবেই রাখার জন্য। যেই ড্রেসিং রুমে থাকে, সে যেন অনুভব করে যে আমি একা নই, আমার সঙ্গে সবাই আছে।’ তবে অধিনায়কত্বের মানে যে শুধু ড্রেসিংরুম সামলানো, এমনটাও নয়। বিষয়টা মিরাজও জানেন ভালোভাবেই। মাঠে

দাঁড়িয়ে, কিংবা মাঠের বাইরে কঠিন সব সিদ্ধান্ত নিতে হয়। তিনি এক্ষেত্রেও হাঁটতে চান মাশরাফিদের দেখানো পথেই। তিনি বলেন, ‘আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যা আমার ক্রিকেট ক্যারিয়ারে কাজে দিয়েছে। বিশেষ করে তারা কীভাবে অধিনায়কত্ব করেছে, আমি তো নিজেই তাদের অধীনে খেলেছি। এই ওয়ানডে ফরম্যাটেও তা কাজে লাগবে। তারা কঠিন সিদ্ধান্তগুলো কীভাবে নিতেন, তা ভালোভাবে দেখেছি। এই সিদ্ধান্তগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি সে সিদ্ধান্ত কীভাবে নিচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অঙ্কুশ নয়, বিক্রমের সঙ্গেই ঐন্দ্রিলাকে দেখতে চান সবাই লন্ডনের রাস্তায় পথচারীর সঙ্গে গল্প করলেন বিরাট-আনুশকা মাইটিভির চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে: ট্রাম্প এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ ট্রাম্পের নির্বাচনের তারিখ জানাল মিয়ানমারের সামরিক সরকার মোদির তিন মন্ত্র কি ট্রাম্পের শুল্কঝড় সামলাতে পারবে? ভারতে পাচার হওয়া বাংলাদেশি তরুণী উদ্ধার, ৩ পাচারকারী গ্রেফতার পুরুষেরা শিকারি, ওরা নারীকে অন্তঃসত্ত্বা করে পালিয়ে যেতে পারে: কঙ্গনা হৃতিক বনাম রজনীকান্ত—কে কাকে টেক্কা দিচ্ছেন? স্বর্ণের অভিশাপে মৃত্যুপুরী তানজানিয়ার গ্রাম ১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি যাবেন, তাদের জন্য সুখবর ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যোগ দিচ্ছেন জার্মানি ও ইইউ নেতারাও ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালকে বাড়ছে দুর্ঘটনা নিউইয়র্কে ক্লাবে বন্দুকধারীর গুলি, নিহত ৩ চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশ ‘এরিন’ কখন কোথায় আঘাত হানবে? মিয়ানমারের নির্বাচন ঘিরে ভারত–চীন প্রতিযোগিতা, নজর গোটা অঞ্চলের