শান্তর সঙ্গে অধিনায়কত্ব নিয়ে দ্বন্দ্ব হবে না, আশা মিরাজের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫
     ৫:৪৯ অপরাহ্ণ

শান্তর সঙ্গে অধিনায়কত্ব নিয়ে দ্বন্দ্ব হবে না, আশা মিরাজের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ | ৫:৪৯ 67 ভিউ
অনেকটা অতর্কিতভাবেই নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেওয়া হলো বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে। তার জায়গায় মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করা হয়েছে এই ফরম্যাটে। তার মেয়াদ ১ বছর। একজনকে সরিয়ে আরেকজনকে অধিনায়ক করায় সাবেক-বর্তমান দুজনের দ্বন্দ্বের বিষয়টা নতুন নয়। বাংলাদেশ ক্রিকেটে এই ধরনের দ্বন্দ্বের শঙ্কা উড়িয়েও দেওয়া যাচ্ছে না এখন। তবে মেহেদী হাসান মিরাজ জানালেন, তেমন কোনো দ্বন্দ্বের কোনো অবকাশই নেই। তিনি জানান অধিনায়ক হওয়ার পর কথা হয়েছে শান্তর সঙ্গে। তিনি বলেন, ‘শান্তর সঙ্গে কথা হয়েছে। ছোট বেলা থেকে ও আর আমি একসঙ্গেই ক্রিকেট খেলেছি। আমার মতে অধিনায়ক হওয়াটা বিষয় নয়, আমাদের একসঙ্গে একটা দল হিসেবে খেলতে হবে। আমাদের যখনই কথা

হয়েছে, আমরা আলোচনা করেছি কীভাবে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া যায়। আমাদের পূর্বসূরিরা একটা জায়গায় নিয়ে এসেছেন, আমরাও একটা জায়গায় দাঁড় করাতে চাই। সাম্প্রতিককালে আমাদের সময় খারাপ যাচ্ছে, এটা আপনারা সবাই জানেন। আশা করি এই দুঃসময় দ্রুত কেটে যাবে, ইন শা আল্লাহ।’ মিরাজের বিশ্বাস, শান্তর অধীনে যখন তিনি খেলেছেন, তখন তিনি অধিনায়ককে সাহায্য করেছেন। এবার তিনিও সেটা পাবেন শান্তর কাছ থেকে। তিনি বলেন, ‘ড্রেসিং রুমে কোনো প্রভাব ফেলবে না। কারণ আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি। শান্ত ও আমার, আমাদের ভেতরে এসব বিষয় কখনোই কাজ করবে না। কারণ ওর অধীনে আমি যখন খেলেছি, তখন তাকে অনেক সাহায্য করেছি। আশা করছি ও আমাকে এখন

অনেক সাহায্য করবে। তার সঙ্গে আমার এ কথাই হয়েছে। অধিনায়কত্ব বিষয়টাকে ওভাবে কখনো ভাবিনি। তো আমার ভেতরে এ বিষয়টা আসবে না। আমরা বাংলাদেশের হয়ে খেলছি, আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই।’ তবে শান্তকে হুট করে অধিনায়কত্ব থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এমনটা মনে করেন না মিরাজ। তিনি বলেন, ‘শান্ত অনেক দিন ধরেই অধিনায়ক ছিল, ওয়ানডে টি-টোয়েন্টিতে একটা মেয়াদ পর্যন্ত ও ছিল, সে মেয়াদ শেষ হয়ে গেছে, এরপর দুয়েকটা সিরিজ হয়তো তাকে অধিনায়কত্ব করার জন্য বলা হয়েছে।’ ওয়ানডে অধিনায়ক হিসেবে বেশ পারফর্ম করেছেন শান্ত। সেঞ্চুরি ছিল একটা, শ্রীলঙ্কার বিপক্ষে। ১১ ইনিংসে ৩ ফিফটি, ৩টি চল্লিশোর্ধ্ব ইনিংস, আছে তার নামের পাশে। সব

মিলিয়ে মিরাজ মনে করেন, শান্ত বেশ ভালো পারফর্মার ছিলেন অধিনায়ক হিসেবে। মিরাজের কথা, ‘পারফর্ম্যান্স যদি দেখেন, তাহলে ও অনেক ভালো পারফর্ম করেছে। আমরা সবসময় ফল খুঁজি, সেটা একপাশে রাখলে ও অনেক ভালো পারফর্ম করেছে।’ তাহলে কেন শান্তর অধিনায়কত্ব চলে গেল? মিরাজের ব্যাখ্যা, ‘ওয়ানডেতে আমরা এখন দশে আছি, একটা সময় পাচেঁ-ছয়েও ছিলাম। ২৩ বিশ্বকাপের পর আমরা হয়তো বেশি ওয়ানডে খেলিওনি। দিনশেষে অধিনায়কের পারফর্ম করাটা জরুরি। তবে যদি আমি পারফর্ম করি, কিন্তু দলকে ফল এনে দিতে না পারি, তাহলেও তো হবে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘জুলাই সনদ’ কড়চা এবং অতঃপর … আজ সংবিধান দিবসঃ বাংলাদেশের সংবিধানের পটভূমি বিএনপি-এনসিপি সমঝোতায় বঞ্চিত হলো জুলাই এর নারী নেত্রীরা রপ্তানি পতন অব্যাহত: অক্টোবরে ৭.৪৩% কমে ৩.৬৩ বিলিয়ন ডলার, আমদানিও নেমে আসছে ধীরে ধীরে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক চীনের দিকে ঝোঁকার কারণে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের স্ট্রং ভল্টে সোনা-হীরা থাকলেও চুরি শুধু অস্ত্র, বাড়ছে শাহজালাল আগুনের রহস্য প্রধান রাজনৈতিক দল নিষিদ্ধ: পশ্চিমা হস্তক্ষেপ চাইলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন ড. ইউনুসের পতনের ডাক যুবলীগের, ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণা চার দিনের সফরে ঢাকায় পাকিস্তান নৌপ্রধান, সেনাপ্রধানকে পাশ কাটিয়ে পাকিস্তান নৌপ্রধানকে গলফ ও ভোজে আপ্যায়ন সশস্ত্র বাহিনীতে বিভেদ ও অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) নিয়ে ড. ইউনূসের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক: তথ্য বিকৃতি ও বিভ্রান্তির অভিযোগ ‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা ইউনূসকে রেফারির ভূমিকায় চায় ধর্মভিত্তিক ৮ দল গাজা এখন ‘মাইনের শহর’ আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০ ৮টি ‘হাঙর’ সাবমেরিন যুক্ত হচ্ছে পাকিস্তান নৌবাহিনীতে আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন, যা বললেন ওমর সানী ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ নতুন পে স্কেলে গ্রেড কমানোর প্রস্তাব, সর্বনিম্ন বেতন কত হতে পারে বাড়ি নির্মাণে বাধা দিয়ে ১০ লাখ টাকা দাবি যুবদল কর্মীদের, প্রতিবাদ করায় প্রবাসীকে পিটুনি মেট্রোরেলের রক্ষণাবেক্ষণে নেই বরাদ্দ, দুর্ঘটনার দায় ঠিকাদারদের ঘাড়ে চাপালেন এমডি