কোহলির জন্য আইপিএল জিততে চায় বেঙ্গালুরু – ইউ এস বাংলা নিউজ




কোহলির জন্য আইপিএল জিততে চায় বেঙ্গালুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৫ | ৮:২৩ 62 ভিউ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের আজ ফাইনাল আজ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাত ৮টায় খেলাটি শুরু হবে। অতীতের ১৭ আসরের মধ্যে তিনবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ দিনের শিরোপা খরা আজ শেষ হতে পারে। পাঞ্জাবকে হারিয়ে শিরোপা জিততে উন্মুখ হয়ে থাকার কথা জানিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদার। আর জেতার জন্য অনুপ্রেরণা হিসেবে সামনে রেখেছেন কোহলিকে। পতিদার বলেছেন, কোহলির জন্য আজ তারা শিরোপা জিততে চান। সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছিল বেঙ্গালুরু। তার আগে ২০০৯ ও ২০১১ সালেও ফাইনালে হেরে যান কোহলিরা। তবে এবার কোহলির জন্যই ইতিহাস বদলাতে চান পতিদার। ফাইনালের আগে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা তার (কোহলি) জন্য

এটা জিততে চাই। বছরের পর বছর ধরে সে ভারত ও আরসিবির জন্য অনেক কিছু করেছে।’ ফাইনালে ওঠার পথে প্রথম কোয়ালিফায়ারেও মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু ও পাঞ্জাব। সেই ম্যাচে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাবকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছিল পতিদারের বেঙ্গালুরু। ফাইনালে আবার একই প্রতিপক্ষকে সামনে পাওয়ায় বেঙ্গালুরুর খেলোয়াড়েরা মানসিকভাবে কিছুটা হলেও এগিয়ে থাকবেন। তবে টুর্নামেন্টের ফাইনালে আইয়ার ও পতিদারের মুখোমুখি হওয়া নতুন কিছু নয়। এর আগে গত বছরের ডিসেম্বরে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অধিনায়ক হিসেবে মুখোমুখি হয়েছিলেন তারা দুজন। যেখানে আইয়ার ছিলেন মুম্বাইয়ের অধিনায়ক ও পতিদার মধ্যপ্রদেশের। এবারের আইপিএল ফাইনাল তাই পতিদারের জন্য প্রতিশোধেরও। আরও একটি ফাইনালে আইয়ারের মুখোমুখি হওয়া নিয়ে পতিদার বলেছেন, ‘ফাইনালে তার সঙ্গে আবার দেখা

হওয়াটা দারুণ ব্যাপার।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সালমান শাহ হত্যা মামলার রায় ২০ অক্টোবর জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে পালাবদলের আভাস দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪২ একদিনে ক্রিপ্টো বাজার থেকে উধাও এক ট্রিলিয়ন ডলার ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরাইলের পার্লামেন্টে হট্টগোল দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল ফিলিস্তিনি বন্দিদের জোর করে নির্বাসনে পাঠাবে ইসরাইল ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত দাম বাড়ল ভোজ্যতেলের কোরআন তিলাওয়াতকারীর বিশেষ ১০ মর্যাদা শিগগিরই ৪ হাজার এএসআই নিয়োগ আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, দেশে ভরি কত? বিধিনিষেধ প্রত্যাহার চায় গ্রামীণফোন, বিটিআরসিকে চিঠি অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা ‘রুশ সামরিক লক্ষ্যবস্তুতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন’ জনসাধারণের জন্য উন্মুক্ত হলো রোমান কলোসিয়ামের ঐতিহাসিক ‘কমোডাস প্যাসেজ’ শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর