পশ্চিমারা অনেক আগেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৫
     ১০:১৩ অপরাহ্ণ

পশ্চিমারা অনেক আগেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ | ১০:১৩ 245 ভিউ
সম্প্রতি গাজা ইস্যুতে দেওয়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্যের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক অ্যাগনেস ক্যালামার্ড। বলেছেন, ‘পশ্চিমারা ১৯ মাস আগেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে’। ক্যালামার্ড শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এমন মন্তব্য করেন। তিনি লিখেছেন, ম্যাক্রোঁ সতর্ক করেছেন যে, ইউক্রেন ও গাজার যুদ্ধের কারণে পশ্চিমারা তাদের বিশ্বাসযোগ্যতা হারাতে পারে। সত্যিই কি তাই? গাজায় ইসরাইলি গণহত্যায় পশ্চিমাদের জড়িত থাকার ফলে বা এর প্রতিক্রিয়ায় নিরব থাকার ফলে তারা তো ১৯ মাস আগেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। অ্যামনেস্টি পরিচালকের মতে, সেই বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করার জন্য শব্দের চেয়ে অনেক বেশি কিছুর প্রয়োজন। এদিকে ব্রিটিশ সরকার তাদের ৬টি অস্ত্র কারখানায় ১.৫ বিলিয়ন পাউন্ড (২

বিলিয়ন ডলার) ব্যয় করবে এবং যুক্তরাষ্ট্র থেকে পারমাণবিক অস্ত্র বহন ও নিক্ষেপ করতে সক্ষম যুদ্ধবিমান কিনবে বলে জানিয়েছে রয়টার্স। এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুক্তরাজ্যে তৈরি ৭,০০০ দূরপাল্লার অস্ত্রও কিনবে। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলির মতে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থেকে শেখা কঠিন শিক্ষা তাদেরকে এ শিক্ষাই দিয়েছে যে, সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে হবে। এদিকে জার্মানের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুডডয়েচে জেইতুং সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনীয় যুদ্ধের শুরু থেকেই স্পষ্ট ছিল যে, রাশিয়াকে পরাজিত করা বিশেষ করে তার পারমাণবিক শক্তির কারণে অসম্ভব। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুহল স্বীকার করে বলেছেন, এটা স্পষ্ট যে মস্কো এবং

কিয়েভের মধ্যে বিরোধ কেবল কূটনৈতিক সমাধানের মাধ্যমেই সমাধান করা যেতে পারে। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউরোপীয় দেশগুলোর যেকোনো অনুপযুক্ত পদক্ষেপের যথাযথ জবাব দেবে ইরান। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালকের সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে আগামী সপ্তাহের বোর্ড অফ গভর্নরস বৈঠকে সংস্থাটির সঙ্গে ইরানের সহযোগিতার পাশাপাশি যেকোনো রাজনৈতিক পদক্ষেপের পরিণতি তুলে ধরতে বলেছেন। কারণ ইরান ইউরোপীয় পক্ষগুলোর যেকোনো অনুপযুক্ত পদক্ষেপের যথাযথ প্রতিক্রিয়া জানাবে। ইরানের সঙ্গে সংস্থাটির অব্যাহত সহযোগিতা, সুরক্ষা চুক্তির কাঠামোর মধ্যে সমস্ত ইরানি পারমাণবিক কার্যক্রম পরিচালনা এবং পারমাণবিক কার্যক্রম এবং উপকরণের বিচ্যুতির অনুপস্থিতির কথা উল্লেখ করে আরাগচি আইএইএর মহাপরিচালককে এমনভাবে তথ্য প্রতিফলিত করার আহ্বান জানিয়েছেন, যাতে

কিছু পক্ষ ইরানি জাতির বিরুদ্ধে তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অপব্যবহার করার সুযোগ না পায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টাকা কম পাওয়ায় ফের ডাকাতির হুমকি ডাকাত দলের ভবনমালিকের দায় দেখছেন মৃতের স্বজন ও এলাকাবাসী বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করবে না আয়ারল্যান্ড মাদুরোকে তুলে নেওয়ার কয়েক মাস আগে কাবেলোর সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যা দিল বিসিবি ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার উত্তপ্ত বাক্যবিনিময় ৭২ বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত নতুন নামে বদলে যাবে পুরোনো জিমেইল উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ এজাহারে নাম নেই তবু জাপা প্রার্থী টিপুর মুক্তি মিলছে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নামসর্বস্ব প্রহসন : আন্তর্জাতিক সতর্কতা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না ২৬ জানুয়ারির আগে হাই অ্যালার্ট: দিল্লি সহ বড় শহরগুলিতে সন্ত্রাসী নাশকতার আশঙ্কা, গোয়েন্দাদের কড়া সতর্কতা সুন্দরবনের মধু থেকে হাইকোর্টের শীর্ষ স্থান: সেকালের ‘হানি ট্র্যাপ’ কি আজও বিচারীয় পটভূমিকে প্রশ্ন করছে?” লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান: সেনাবাহিনীর নৈতিকতার বড় প্রশ্নচিহ্ন ছাত্রশিবির করা কামরুল হাসানকে ঘিরে নারী কেলেঙ্কারি ও বিদেশী কূটনৈতিক লবিং এর অভিযোগ তাবলিগের ছদ্মবেশে দলে দলে পাকিস্তানি জঙ্গি ঢুকছে বাংলাদেশে বাংলাদেশ কি এখন পরাশক্তির দাবার বোর্ড? ড. ইউনূস সরকারের কূটনীতি না কি রাষ্ট্রীয় আত্মসমর্পণের নীলনকশা গ্যাস সংকটের পিছনে বিএনপি-জামাতের সিন্ডিকেট: কৃত্রিম অভাব তৈরি করে রাজনৈতিক লাভের খেলা রাজধানীতে পৃথক ঘটনায় ৪ নারীর মরদেহ উদ্ধার আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক