‘১০০ মাইলের’ শোয়েব আখতারকে শতকোটির মানহানি মামলার হুমকি – ইউ এস বাংলা নিউজ




‘১০০ মাইলের’ শোয়েব আখতারকে শতকোটির মানহানি মামলার হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ৮:৩১ 48 ভিউ
আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ মাইল গতিতে বল ছুঁড়ে কিংবদন্তি বনে যান পাকিস্তানের শোয়েব আখতার। গতির ঝড়ে ব্যাটসম্যানদের জীবন বিষিয়ে তোলার সুবাদে পেয়ে যান ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খেতাব। ১০০ মাইল গতির এই পেসারের ওপর ক্ষেপে গিয়ে সম্প্রতি তার বিরুদ্ধে শতকোটি রুপির মানহানি মামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের এক টিভি উপস্থাপক ও ক্রীড়া সাংবাদিক। জানা যায়, গত ২৫ মে পাকিস্তানের একটি টিভি চ্যানেলে প্রচারিত হয় তামাশা নামের একটি অনুষ্ঠান। সেখানে নোমান নিয়াজ নামের এক টিভি উপস্থাপককে নিয়ে কথা বলেন শোয়েব। অনুষ্ঠানের ‘দ্য ডাগআউট’ নামের একটি সেগমেন্টে শোয়েব বলেন, ‘এই যে নোমান নিয়াজ, সে তো আমাদের ব্যাগ টানত। আমরা তাকে ওই কাজের জন্যই রেখেছিলাম।’ শোয়েবের এমন মন্তব্যে তেলেবেগুনে

জ্বলে উঠেছেন নিয়াজ। ওই কিংবদন্তি পেসারের কথায় সম্মানহানি হয়েছে দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি । নোটিশে লেখা হয়েছে, নিয়াজের পেশাগত সম্মানহানির জন্য অসত্য, বানোয়াট, অনৈতিক ও মানহানিকর কথা বলেছেন শোয়েব। নোটিশে পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে নিয়াজের দীর্ঘ পথচলার কথাও বলা হয়েছে। নিয়াজ যে পাকিস্তানের ক্রিকেট নিয়ে উইজডেনসহ দেশি-বিদেশি প্ল্যাটফর্মে সাড়ে তিন হাজারের বেশি লেখা লিখেছেন, সেটিও নোটিশে উল্লেখ করা হয়। শোয়েবকে ১৪ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে সম্মানহানির জন্য ১০০ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করার হুমকিও দিয়ে রেখেছেন নিয়াজ। শোয়েব এখনো এ নিয়ে কোনো কথা বলেননি। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শোয়েব ও নিয়াজের মধ্যে এর আগে পিটিভি স্পোর্টসের এক লাইভ অনুষ্ঠানে

উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সে ঘটনার জেরে পিটিভি স্পোর্টস ছাড়তে হয় শোয়েবকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বিভক্ত ইউরোপীয় ইউনিয়ন একই অভিযোগে এনবিআরের আরও ৬ কর্মকর্তা বরখাস্ত শান্তির হ্যাটট্রিকে দুই ভেন্যুর ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয় জবিতে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর কেন ইমাম হুসাইনের জন্য প্রাণ দিয়েছিলেন হিন্দুরা? সরাসরি কাবার ওপর সূর্য, বিরল মহাজাগতিক ঘটনা গাড়ি থামিয়ে ঘুষের অভিযোগ, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার হাফটাইমের পরই বদলে গেল মাঠ, দুই ভেন্যুতে শেষ হবে বাংলাদেশ-ভুটান ম্যাচ ক্রিকেট ফিরছে অলিম্পিকে, কবে শুরু হবে খেলা? শান্তির হ্যাটট্রিকে দুই ভেন্যুর ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয় দরপতন ঠেকাতে ৩১ কোটি ৩০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক জোটে ভাঙন, ইসরায়েলে পতনের মুখে নেতানিয়াহুর সরকার ২২ বছরের সংসার ভাঙল জনপ্রিয় অভিনেত্রীর এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীর ইন্তেকাল বাংলাদেশিদের জন্য মিসরের ভিসায় নিষেধাজ্ঞা নেই যে কারণে বরখাস্ত হলেন এনবিআরের ৮ কর্মকর্তা নিবন্ধন আবেদন: সব দলই প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ ৫৫৬ কোটি ব্যয়ে এক কার্গো এলএনজি কিনছে সরকার সিরিয়া ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল