ইসরাইলকে ‘পুড়িয়ে দেওয়ার’ হুঁশিয়ারি ইয়েমেনের – ইউ এস বাংলা নিউজ




ইসরাইলকে ‘পুড়িয়ে দেওয়ার’ হুঁশিয়ারি ইয়েমেনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ | ৫:৫৫ 46 ভিউ
ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলায় ইয়েমেনের সানা বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরপরই দেশটির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত সাইটটি পরিদর্শন করেছেন। এ সময় ইসরাইলি আগ্রাসনের কড়া জবাবের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এই গ্রীষ্মেই ইসরাইলকে আগুনে পুড়তে হবে’। মাহদি আল-মাশাত বলেন, ‘আমরা পিছু হটব না, আমরা আত্মসমর্পণ করব না, আমাদের ইচ্ছাশক্তি অপরাজেয়। ইসরাইলি বিমান হামলা প্রমাণ করে যে আমাদের ক্ষেপণাস্ত্র তাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে’। তিনি জোর দিয়ে বলেন, গাজায় গণহত্যা ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেন ফিলিস্তিনিদের পক্ষে লড়াই চালিয়ে যাবে। এদিকে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত সানা বিমানবন্দর দ্রুত সচল হবে বলেও উল্লেখ করেছেন আল-মাশাত। বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়ে

তিনি বলেন, ‘ইসরাইলি আগ্রাসন যত বড়ই হোক না কেন, তা আমাদের প্রতিরোধ থামাতে পারবে না; বরং তা আমাদের হামলার মাত্রা ও গভীরতা আরও বাড়াবে’। নেতানিয়াহুকে সরাসরি হুঁশিয়ারি এ সময় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশে মাহদি আল-মাশাত বলেন, ‘তুমি কখনোই ইয়েমেনি ক্ষেপণাস্ত্র থেকে ইহুদিবাদী জনগণকে রক্ষা করতে পারবে না’। ইয়েমেনি নেতা আরও বলেন, ‘এই গ্রীষ্মে আমাদের প্রতিরোধ আরও তীব্র হবে। নেতানিয়াহু ও তার দখলদার শাসন যেন একটি উত্তপ্ত গ্রীষ্মের জন্য প্রস্তুত থাকে’। আন্তর্জাতিক ভ্রমণকারীদের সতর্কতা ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা উল্লেখ করে বিশেষ করে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রসঙ্গ টেনে মাহদি আল-মাশাত বলেন, ‘বিশ্বব্যাপী যাত্রীদের প্রতি আমাদের আহ্বান—বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে কোনো ফ্লাইটে ওঠার

আগে সতর্ক থাকুন। কারণ দখলকৃত এই বিমানবন্দর আর নিরাপদ নয়’। ইয়েমেনি নেতার এ হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন ইসরাইলের গাজা যুদ্ধ ইতোমধ্যেই ২০তম মাসে গড়িয়েছে। অন্যদিকে পরমাণু ইস্যুতে ইসরাইল-ইরান উত্তেজনাও বাড়ছে। তার মাঝেই হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনীর সক্রিয় ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শ্বশুরবাড়িতে মদপানে জামাইয়ের মৃত্যু ‘প্রযুক্তি সরঞ্জাম সংকট, আইন প্রয়োগে ধীরগতি’ মোমেনকে নিয়ে হজম করতে চেয়েছিলেন ডিসি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে নতুন উদ্যোগ ঋণপ্রবাহের গতি সর্বনিম্ন নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি প্রার্থীদের লাগামহীন খেলাপি ঋণ, কমছে সম্পদের পরিমাণ রাজধানীতে নামে-বেনামে অর্ধশতাধিক ‘সিসা বার’ আজকের মুদ্রার রেট: ২৩ আগস্ট ২০২৫ আজকের স্বর্ণের দাম: ২৩ আগস্ট ২০২৫ বর্ষায় ভ্রমণে মাথায় রাখুন এসব বিষয় ট্রাকচালকদের ভিসা বন্ধ যুক্তরাষ্ট্রে, কারণ কী? নিখোঁজের পর নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ গেণ্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যে কারণে বদলে ফেলা হলো ভারত-বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার