ফারুকে অনাস্থা বিসিবির ৮ পরিচালকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫
     ৭:৪৮ অপরাহ্ণ

ফারুকে অনাস্থা বিসিবির ৮ পরিচালকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ৭:৪৮ 82 ভিউ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট হিসেবে ৯ মাস ধরে দায়িত্ব পালন করছেন ফারুক আহমেদ। তবে এই অল্প সময়ে তার ওপর অনাস্থা তৈরি হয়েছে বাকি বোর্ড পরিচালকদের। বিষয়টি নিয়ে ইতিমধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর চিঠিও পাঠিয়েছেন তারা। কাছে চিঠিটি আসার পর ফারুকের বিরুদ্ধে বোর্ড পরিচালকদের নানা রকম অভিযোগ দেখা যায়। চিঠিটিতে সাক্ষর করেছেন বর্তমান পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ছাড়াও পূর্বের বোর্ডে থাকা মাহবুব উল আনাম, ইফতেখার আহমেদ মিঠু, ফাহিম সিনহা, মঞ্জুর আলম, সাইফুল আলম স্বপন, কাজী ইনাম ও সালাউদ্দিন চৌধুরী। চিঠিতে এই ৮ পরিচালক অভিযোগ উল্লেখ করে লিখেছেন, ‘দায়িত্বপ্রাপ্তির পর ফারুক আহমেদ বোর্ডের কমিটিসমূহের পূনর্গঠনের কথা থাকলেও দীর্ঘ ৫ মাস পর

তিনি বোর্ড এর বিভিন্ন কমিটি পূনর্গঠন করেন। কিন্তু তার স্বেচ্ছাচারিতা ও একক আধিপত্যের কারণে বেশিরভাগ পরিচালকবৃন্দই স্বাভাবিকভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ও স্বাধীনভাবে পরিচালনা করতে পারছেন না। এতে করে বিসিবির অভ্যন্তরে যেমন অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে তেমনি দেশে ও দেশের বাহিরে বিসিবির সুনাম ক্ষুন্ন সহ বাংলাদেশ ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হয়ে চলেছে । বোর্ড প্রেসিডেন্ট হিসেবে পরিচালকদের সঙ্গে গণতান্ত্রিক পন্থা অনুসরণ না করার অভিযোগও তুলেছেন তারা। তারা দাবি করেন, কোনরুপ পরামর্শ ব্যতিরেকেই কমিটির এখতিয়ারাধীন বিভিন্ন বিষয়ে অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে এককভাবে সিদ্ধান্ত গ্রহন করে থাকেন ফারুক আহমেদ। ফলে পরিচালক এবং বিসিবির বিভিন্ন কমিটি প্রধান হিসেবে তারা নিজস্ব কোন সিদ্ধান্ত বা মতামত

প্রদান করতে পারছে না। জাতীয় দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে সরাতেও নাকি কোনো পরিচালকের সঙ্গে আলাপ করেননি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। পরিচালকরা বলছেন, প্রেসিডেন্ট তার একক সিদ্ধান্তে ও পরিচালনা পর্ষদের সাথে কোনরুপ আলাপ আলোচনা না করেই জাতীয় ক্রিকেট দলের তৎকালীন কোচ চন্ডিকা হাতুরুসিংহেকে অপসারণ করেন। যেটা অন্যান্য পরিচালকগন পরবর্তীতে বোর্ড সভাপতির প্রেস রিলিজের মাধ্যমে জানতে পারে। জাতীয় ক্রিকেট দলের কোচ পরিবর্তনের মতো গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের পূর্বে বিসিবির সংবিধান এর অনুচ্ছেদ ১৪ (ব) মোতাবেক পরিচালনা পর্ষদের অনুমোদন নেয়ার বিধান থাকলেও ফারুক আহমেদ সেই নিয়মের তোয়াক্কা করেননি বলে নিশ্চিত করেন তারা। এ ছাড়াও বোর্ডে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, কর্মচারিদের অপসারণ না করা, পদোন্নতি দেওয়ার অভিযোগ

তোলেন তারা। সর্বশেষ বিপিএলের নানা অব্যবস্থাপনার দায়ও ফারুকের ওপর ছাপিয়েছেন পরিচালকরা। এমনকি আর্থিকভাবে লাভবান হতে নাকি তিনি ক্লাব দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ ওই ৮ পরিচালকের। জাতীয় দলের বাজে পারফরম্যান্সের জন্যও ফারুকের ওপর দোষারোপ করেছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দিয়াবাড়িতে মিছিল শেষে নিখোঁজ: তুরাগ নদী থেকে ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব হাইকোর্টে রিট, আসন্ন সংসদ নির্বাচন স্থগিতের আবেদন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ ছাঁটাই, তড়িঘড়ি করে রাজনৈতিক কর্মী নিয়োগের অভিযোগ ‘বাঙালি চুদনা জাতি, আমি ইসরায়েলের সিকিউরিটিতে ঢুকেছি’—বনি আমিনের ফোনালাপ ফাঁস! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: ব্যয় বাড়লো ২৬ হাজার কোটি, সময়সীমা ৩ বছর পিছিয়ে, বর্তমান সরকারের দুর্বলতা উন্মোচিত ‘বাঙালি চুদনা জাতি, আমি ইসরায়েলের সিকিউরিটিতে ঢুকেছি’—বনি আমিনের ফোনালাপ ফাঁস! ২০০৯-এর ষড়যন্ত্রকারীদের মুক্তি: বিডিআর বিদ্রোহের আসামিরা কি তবে বিএনপি-জামায়াতের ‘দাবার ঘুঁটি’ ছিল? ‘টকশোতে জ্ঞানদানকারী ধর্ষক’: এবি পার্টি নেতা ফুয়াদের বিরুদ্ধে মামলার নির্দেশে তোলপাড় গ্রামেগঞ্জে ছাত্রদলের নিপীড়নে নারীরা অতিষ্ট ব্রিটিশ কোম্পানি হাউজের নথিতে তারেক রহমানের নাগরিকত্ব ‘ব্রিটিশ’: দ্বৈত নাগরিকত্ব ও নির্বাচনে যোগ্যতা নিয়ে নতুন বিতর্ক ‘বিডিআর বিদ্রোহের তদন্ত করেছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, এখন সব উল্টে দিচ্ছেন’—ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনা ‘বিডিআর বিদ্রোহের তদন্ত করেছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, এখন সব উল্টে দিচ্ছেন’—ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনা বিয়ের প্রলোভনে ব্র্যাক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: এবি পার্টি নেতা ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে মামলার নির্দেশে জনমনে তীব্র ক্ষোভ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার: অস্ট্রিয়া ও ফ্রান্স সফর করলেন সিজিএস লে. জেনারেল মিজানুর রহমান শামীম ‘শীতের রাতে বৃদ্ধ বাবা-মা ও নারীদের বিরক্ত না করলেও পারতেন’: জাকির শেখ হাসিনার জাদুকরী নেতৃত্ব: এক যুগে দারিদ্র্য থেকে মুক্তি পেল আড়াই কোটি মানুষ, বিশ্বব্যাংকের প্রতিবেদনে ঐতিহাসিক সাফল্যের চিত্র স্থায়ী অবকাঠামো নির্মাণের মুখে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তায় ব্যর্থ সরকার: স্থানীয়দের মাঝে উদ্বেগ স্থায়ী অবকাঠামো নির্মাণের মুখে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তায় ব্যর্থ সরকার: স্থানীয়দের মাঝে উদ্বেগ ডিজিটাল ফোরাম থেকে টিটিপি নিয়োগ নেটওয়ার্ক